পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

বারান্দায় রোদ্দুর এনে মধুর মধুর চাউনি দিয়ে সিকি শতক পেরল ভূমি, জমাটি আড্ডায় ইটিভি ভারত - Bhoomi Band Completes 25 years - BHOOMI BAND COMPLETES 25 YEARS

Bhoomi Band Celebrates 25 years Musical Journey: 2000 সালে হয়েছিল 'যাত্রা শুরু' ৷ তারপর 2001 সালে বাংলা ব্যান্ডের গানে ভর করে 'উড়ান' দেন জনা কয়েক তরুণ তুর্কী ৷ 'লোকগীতি লোকাল' ধরে 2009 সালে তাঁরা হয়ে ওঠেন 'নতুন যৌবনের দূত' ৷ বাংলার ব্যান্ডের গানের জগতে 25 বছর সম্পূর্ণ করল 'ভূমি' ৷ ইটিভি ভারতের সঙ্গে গানে-গানে জমে উঠল প্রাণখোলা আড্ডা ৷

Bhoomi Band Celebrates 25 years Musical Journey
ভূমি ব্যান্ডের 25 বছর পূর্তি (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jul 25, 2024, 6:43 PM IST

কলকাতা, 25 জুলাই: দেখতে দেখতে পথচলার 25টা বছর পার করল বাংলা ব্যান্ড ভূমি। এবার 1 হাজার 851তম লাইভ শো আসতে চলেছে 'ভূমি'র । 27 জুলাই রবীন্দ্র সদনে আয়োজিত 25 বছরের অনুষ্ঠানে তাঁদের আসন্ন রেকর্ড 'শাল পিয়াল'- এর লাইভ কনসার্ট শুনতে পাবেন গানপ্রিয় দর্শকরা । কেমন সেই গান, শুনল ইটিভি ভারতও।

ভূমির 25 বছর (ইটিভি ভারত)

ভূমির প্রথম অ্যালবাম 'যাত্রা শুরু' প্রকাশিত হয় 2000 সালে টাইমস মিউজিক থেকে। সব মিলিয়ে ছিল দশটা গান। 'পচা কাকা', 'দিলদরিয়া রে', 'বারান্দায় রোদ্দুর', 'কাম সারসে', 'মধুর মধুর চাউনি রে তোর', 'রঙ্গিলা রে', 'কান্দে শুধু মন', 'মনে আর নাইরে', 'দুষ্টু হাওয়া', 'চখার দেশে'র মতো গান তখন বাঙালি হৃদয়ে পাল তুলেছে ৷ পুজো প্যান্ডেল থেকে পাড়ার পিকনিক, 'বারান্দায় রোদ্দুর' ছাড়া যেন গতি নেই তখন।

'লাল পাহাড়ির দেশে যা', 'ফাগুনের মোহনায়'-সহ আরও কত গানও উপহার দিয়েছে ভূমি। তবে গানের এই সফর যেমন সুরেলা ছিল তেমন ছিল বন্ধুর প্রকৃতির ৷ দলে লেগে থাকল ভাঙা গড়ার খেলা ৷ পুরনো সদস্যদের মধ্যে এখন নেই সুরজিৎ, চন্দ্রাণী, সঞ্জয় (প্রয়াত), বিক্রমজিৎ, ঝুপ্পা এবং রিচার্ড। এই মুহূর্তে দলের সদস্য বলতে সৌমিত্র রায়, হেমন্ত গোস্বামী, অভিজিৎ ঘোষ, রবিন লাই, আর্জেশ রায়। তবে ভূমির জনপ্রিয়তা নষ্ট হয়নি এতটুকু ৷

দলের কনিষ্ঠতম সদস্য তথা সৌমিত্র পুত্র আর্জেশ বলেন, "এই দলের সব সদস্যদের মানসিক বয়স খুব কম। তাই দারুণ এনার্জেটিক সকলেই। স্পেশালি লাইভ স্টেজে এরা আরও প্রাণবন্ত হয়ে ওঠে। এদের দেখে আমি এনার্জি পাই।" সৌমিত্র বলেন, "বেশ কিছু গানের অনুরোধ আছে। সব মিশিয়েই গাইব। ইচ্ছে আছে পুরনো কিছু গান ইনপুট করার।"

সেই 1999 সালে শিল্পী সৌমিত্র ও সুরজিতের হাত ধরে গড়ে ওঠে বাংলা ব্যান্ড 'ভূমি'। তখন বাংলা ব্যান্ড বললেই এক লহমায় মানুষের মনে আসত এই ব্যান্ডটির কথাই। যাঁদের গানে নাকে আসে মাটির গন্ধ, কানে ভেসে আসে ভাটিয়ালির সুর ৷ মন বলে ওঠে 'চল পলায়ে যাই...'।

ABOUT THE AUTHOR

...view details