কলকাতা, 10 ফেব্রুয়ারি: পরিচালক শুভ্রজিৎ মিত্রের পরিচালনায় 2021 সালে মুক্তি পায় 'অভিযাত্রিক' ৷ 68তম জাতীয় পুরস্কারের মঞ্চে দু'টি বিভাগে পুরস্কৃত হয়েছে ছবিটি ৷ সেরা বাংলা সিনেমা এবং সেরা সিনেম্যাটোগ্রাফির পুরস্কার জিতে নিয়েছিল ছবিটি ৷ আর এবার স্প্যানিশ ভাষায় ডাবিং হতে চলেছে 'অভিযাত্রিক' ৷ এর আগে দক্ষিণ কোরিয়ান ভাষাতেও ডাব করা হয় ছবিটি ৷ প্রদর্শিত হয় দক্ষিণ কোরিয়ার ফিল্ম ফেস্টিভ্যালে ৷
মেক্সিকো এবং লাতিন আমেরিকায় ভারতীয় দূতাবাস আয়োজিত চলচ্চিত্র উৎসবে দেখানো হবে শুভ্রজিতের 'অভিযাত্রিক' । চলতি বছরে বাংলাকে প্রতিনিধিত্ব করছে একটিই মাত্র ছবি ৷ আর সেটি হল 'অভিযাত্রিক'। স্বভাবতই খুশি পরিচালক শুভ্রজিৎ মিত্র ৷ তিনি ইটিভি ভারতকে বলেন, "খুবই বড় একটা সম্মানের ব্যাপার ৷ লাতিন আমেরিকান ভাষায় ডাবিং হচ্ছে 'অভিযাত্রিক' ৷ পূর্ব ভারত থেকে প্রতিনিধিত্ব করছে একমাত্র এই বাংলা ছবিটি, যে ছবিটি সাদা-কালোয় ৷ বাকি যে সিনেমাগুলি দেখানো হবে, সেই সব ছবিগুলিই মূলধারার ৷ সেই নিরিখে 'অভিযাত্রিক' অনেকটাই অন্যরকম ৷ ভারত সরকার থেকে এই ছবিকে নির্বাচিত করা হয়েছে বলে আমি খুবই আনন্দিত, গর্বিত এবং সম্মানিত ৷ এর আগে দক্ষিণ কোরিয়ায় দেখানো হয় আমাদের এই ছবি ৷ তখন দক্ষিণ কোরিয়ান ভাষায় ডাবিং হয় ৷"