পশ্চিমবঙ্গ

west bengal

By ETV Bharat Bangla Team

Published : Aug 9, 2024, 7:54 PM IST

ETV Bharat / entertainment

'একটা সময় আসবে আমরা আর কথা বলার অবস্থাতেও থাকব না'- বৌদ্ধায়ন মুখোপাধ্যায় - Whispers of Fire and Water

Bauddhayan Mukherji on Whispers of Fire & Water Movie: বিজ্ঞাপনের জগতে তিনি মাইলস্টোন ছুঁয়েছেন ৷ আবার পরিচালক হিসাবে উপহার দিয়েছেন 'তিনকাহন', 'দ্য ভায়োলিন প্লেয়ার'-এর মতো ছবি ৷ প্রযোজনাতেও তাঁরা অনবদ্য ৷ 'মানিকবাবুর মেঘ হোক' বা 'হুইসপার্স অফ ফায়ার অ্যান্ড ওয়াটার' ছবি প্রযোজনার মধ্য দিয়ে সমাজকে বার্তা দিতে চাইছেন বৌদ্ধায়ন মুখোপাধ্যায় ও মোনালিসা মুখোপাধ্যায় ৷

Bauddhayan Mukherji and Monalisa Mukherji
মুখোমুখি প্রযোজক বৌদ্ধায়ন ও মোনালিসা (ইটিভি ভারত)

হায়দরাবাদ, 9 অগস্ট: ভারতের মধ্যে এক অন্যভারতের চিত্র সিনেপর্দায় তুলে ধরেছেন পরিচালক লুব্ধক চট্টোপাধ্যায় ৷ হায়দরাবাদ বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হল পরিচালকের ছবি 'হুইসপার্স অফ ফায়ার অ্যান্ড ওয়াটার' ৷ প্রযোজনায় জাতীয় পুরস্কারপ্রাপ্ত বৌদ্ধায়ন মুখোপাধ্যায় ও মোনালিসা মুখোপাধ্যায় ৷ ছবির মধ্যদিয়ে দর্শকদের সামনে আয়না তুলে ধরেছেন দুই প্রযোজক ৷ কেন, খোলামেলা আড্ডায় জানালেন প্রযোজক দম্পতি ৷

খোলামেলা আড্ডায় বৌদ্ধায়ন মুখোপাধ্যায় ও মোনালিসা মুখোপাধ্যায় (ইটিভি ভারত)

বৌদ্ধায়ন বলেন, "আমাদের সাহসের অভাব নেই ৷ যতদিন থাকবে ততদিন হুইসপার্স বা মানিকবাবুর মেঘ-এর মতো ছবি সামনে আনব ৷ আমরা যদি এই ধরনের ছবি প্রযোজনা না করি, তাহলে কি কেউ করবে? যদি উত্তর না আসে তাহলে অবশ্যই সেই ছবি আমরা প্রযোজনা করব ৷ সাহসটা ক্রাফটের প্রতি কনভিকশন থেকে আসে ৷"

বড়পর্দার জন্য ছবি হলেও দর্শক সেই ছবিই দেখছেন ওটিটিতে ৷ সিনেমার ভবিষ্যৎ কোনদিকে? প্রশ্নের উত্তরে প্রযোজক মোনালিসা বলেন, "আমার মনে হয় সত্যিই সমস্যা আছে ৷দুর্ভাগ্যবশত সিঙ্গল থিয়েটার বন্ধ হয়ে যাওয়ার পর পিভিআর বা মাল্টিপ্লেক্সে টিকিটের দাম বেশি ৷ ফলে একজন পরিবার নিয়ে সিনেমা দেখতে গেলে সেখানে খরচটা বেশি হয় ৷ আমরা সেখানেই মার খেয়ে যাচ্ছি ৷"

তিনি আরও বলেন, "মূল সমস্যা টিকিটের দাম ৷ মাল্টিপ্লেক্স একই সময়ে দু-তিনটে সিনেমা চালিয়ে টাকা তুলতে পারবে ৷ কিন্তু সিঙ্গল থিয়েটার তা পারে না ৷ কলকাতার মতো শহরে সিঙ্গল থিয়েটারে সিনেমা দেখার দর্শক এখনও আছে ৷ আমি আশা করি এর কিছু একটা সমাধান বেরোবে ৷ ছবি বানানোই হয় বড় পর্দার জন্য ৷ সেই ছবি যদি মোবাইলে দেখা হয় একজন ফিল্ম মেকার হিসাবে সেটা দেখতে আমার খুব কষ্ট হয়৷"

'মানিকবাবুর মেঘ হোক' বা 'হুইসপার্স অফ ফায়ার অ্যান্ড ওয়াটার' দুটি ছবিতেই প্রকৃতিকে সামনে রাখা হয়েছে? কারণ কী?প্রযোজক দম্পতি জানান, এই হুইসপার্স আসছে আসলে প্রকৃতির কাছ থেকে ৷ এটা এক ধরণের সতর্কবার্তা ৷ এটা জানিয়ে দিচ্ছে এখন ফিসফিস করে কথা বললেও প্রকৃতি যদি ভয়ঙ্কর রূপ নেই তাহলে কেউ আর বাঁচবে না ৷ প্রকৃতি যখন সশব্দে ফাটবে বাঁচার জায়গা থাকবে না ৷

বৌদ্ধায়ন বলেন, "আজকের দিনে আমরা তাও ছবি বানাতে পারছি ৷ প্রকৃতি নিয়ে কথা বলতে পারছি ৷ একটা সময় আসবে আমরা আর কথা বলার অবস্থাতেও থাকব না ৷ আমাদের সবকটা ছবি কোথাও একটা সচেতনার কথা বলে ৷ নিজেদের কাছেই এটা একটা ওয়ার্নিং ৷ প্রকৃতি থাকতে থাকতে তার গুরুত্ব বোঝো ৷ মেঘ থাকতে থাকতে তার গুরুত্ব বোঝো ৷ আমরা যেসব ছবি প্রযোজনা করি তার মধ্যে একটা দায়বদ্ধতা থাকে ৷"

তিনি আরও বলেন, "এই দায়বদ্ধতা এসেছে আমাদের মেয়ের জন্মের পর থেকে ৷ তাঁকে পৃথিবীতে আনার সময় ভেবেছিলাম কোন পৃথিবীতে নিয়ে আসছি ৷ সেই প্রশ্নটা আমাদের তাড়িয়ে তাড়িয়ে বেড়ায় ৷ ফলে ব্যাক অফ মাইন্ড থাকে যে আমরা কি রেসপন্সিবল সিটিজেন হচ্ছি ? রেসপন্সিবল ফিল্মমেকার হচ্ছি ? সেখান থেকেই বোধহয় আমাদের সব ছবির জন্ম ৷"

ABOUT THE AUTHOR

...view details