হায়দরাবাদ, 11 এপ্রিল: ঈদে মুক্তি পেয়েছে বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ ৷ অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ অভিনীত এই ছবি নিয়ে প্রত্যাশার শেষ ছিল না দর্শককূলের ৷ তবে দর্শকের সেই প্রত্যাশায় একেবারে জল ঢেলে দিল 250 কোটি টাকা বাজেটের এই ফিল্ম ৷ এত তারকার ভিড় সত্ত্বেও প্রথমদিনে বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ ৷ প্রত্যেক বছর ঈদের দিন ভালো ব্যবসা করে হিন্দি ছবি ৷ সে জয়গায় একপ্রকার ব্যর্থ এই ফিল্ম ৷
আলি আব্বাস জাফর পরিচালিত এই ছবিতে ভারতীয় সেনা আধিকারিকের ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয় কুমার ও টাইগার শ্রফ ৷ তাঁদের পারফরম্যান্স বক্সঅফিসে তেমন জাদু দেখাতে পারেনি । চলচ্চিত্র সমালোচকদের তথ্য অনুসারে, এই অ্যাকশন-প্যাকড ছবিটি দেশে মাত্র 3.29 কোটি টাকার ব্যবসা দিয়ে বক্সঅফিসে খাতা খুলেছে ৷ যা প্রত্যাশা বা ফিল্মের বাজেটের তুলনায় অনেকটাই কম।
অ্যাকশন হিরো হিসাবে পরিচিত অক্ষয় কুমার ৷ তাঁকে এই অবতারে দেখতে বেশ পছন্দ করেন অনুরাগীরা ৷ সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেছেন, দেশীয় প্রযোজনার সবচেয়ে সেরা অ্যাকশন ফিল্ম হতে চলেছে বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ ৷ ইন্ডাস্ট্রিতে 33 বছর কাটিয়ে দিলেন 'খিলাড়ি' কুমার ৷ তাঁর কেরিয়ারে অসংখ্য অ্যাকশন ফিল্মে কাজ করেছেন তিনি ৷