হায়দরাবাদ, 14 সেপ্টেম্বর: বাংলা গানে মজেছেন অস্কারজয়ী শিল্পী এআর রহমান ৷ শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত বহুরূপী ছবির প্রথম গান শিমুল পলাশ মুক্তি পেয়েছে ৷ সেই গানের কথা ও সুর ছুঁয়ে গিয়েছে রহমানের মন৷ সোশাল মিডিয়ায় প্রশংসায় পঞ্চমুখ শিল্পী ৷ আবেগতাড়িত শিবপ্রসাদও ৷
বাংলা লোক গান বরাবরই মানুষের হৃদয়ে আলাদা জায়গা দখল করে রেখেছে ৷ সেই অনুভূতিকে উসকে দিতেই বহুরূপী ছবিতে অন্যরকম গানের ভাবনা ছিল শিবপ্রসাদ-নন্দিতা জুটির ৷ তারপরেই নাকি ডাক পড়ে লোকশিল্পী ননীচোরা দাস বাউলের ৷ এই গানে সুর দিয়েছেন ননীচোরা ও বনি চক্রবর্তী ৷ গান মুক্তি পেতেই নিমেষে ভাইরাল ৷
তারপরেই প্রশংসা আসে আরব সাগরের তীর থেকে ৷ সোশাল মিডিয়ায় রহমান লেখেন, "অনেক শুভেচ্ছা বনি চক্রবর্তী ও তাঁর পুরো টিমকে শিমুল পলাশ গানের জন্য ৷" এই খবর সামনে আসতেই স্বভাবতই খুশিতে ভাসছেন অভিনেতা-পরিচালক শিবপ্রসাদও ৷ ইটিভি ভারতকে তিনি বলেন, "স্বপ্ন সত্যি হওয়ার মতো একটা ঘটনা ঘটেছে। যাঁর গান শুনে আমরা বড় হয়েছি, সারাক্ষণ যাঁর গান আমরা শুনি সেই এ আর রহমান স্যার আমাদের সিনেমার গান শুনে আমাদের ধন্যবাদ জানিয়েছেন এটা বড় এক প্রাপ্তি 'বহুরূপী'র। বিশেষ ধন্যবাদ জানাব ননীচোরা দাস বাউল এবং মৌনি চক্রবর্তীকে। তাঁরা তাঁদের প্রথম গানেই এই সাফল্য পেয়ে গিয়েছে। এটাও বড় প্রাপ্তি। গোটা টিমকে ধন্যবাদ।"
পাশাপাশি, সোশাল মিডিয়ায় এই গান কীভাবে তৈরি হল তাও তুলে ধরেছেন শিবপ্রসাদ ৷ উইন্ডোজের তরফে ননীচোরা দাস বাউলের একটি সাক্ষাৎকার সামনে আনা হয় ৷ সেখানেই উঠে আসে কীভাবে এই গান তৈরি হয়েছে তার নেপথ্যের কাহিনী ৷ শিবপ্রসাদ লেখেন, "বহুরূপীর স্বপ্নপূরণ। কিছু না পাওয়ার জায়গা থেকে আজ সব পাওয়ার জগতে ননীচোরা দাস বাউল। স্বপ্নের যাত্রা শুরু হল সংগীত পরিচালক বনি চক্রবর্তী ও ননীচোরা দাস বাউলের।"
অভিনেতা আরও লেখেন, "প্রথম গানেই এআর রহমানের কাছ থেকে সাধুবাদ পেলেন তাঁরা। ননীচোরা দাস বাউল, তাঁর জীবনের প্রথম গান, তাঁর সুর ও কথা, সেখানে সর্বভারতীয় সাফল্য। ননী নিজেই বলছে "শিমুল পলাশ" গানের নেপথ্যের কথা, তাঁর জীবনের কিছু কথা।" 8 অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আবির চট্টোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী ও শিবপ্রসাদ অভিনীত বহুরূপী ৷