হায়দরাবাদ, 1 এপ্রিল:খুব শিগগিরই বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারের সঙ্গে এক ফ্রেমে দেখা যাবে অভিনেতা টাইগার শ্রফকে ৷ তাঁদের বহুল প্রত্যাশিত অ্যাকশন থ্রিলার বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ আসন্ন ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে । মুক্তির তারিখ এগিয়ে আসার সঙ্গে সঙ্গেই প্রচারে কোনও খামতি রাখছেন না অক্ষয় ও টাইগার । ফিল্মের প্রচারের জন্য প্রতিটি সুযোগ ব্যবহার করছেন তাঁরা ৷ তাই আজ এপ্রিল ফুলের দিনটিও প্রচারের অংশ করলেন দুই অভিনেতা ৷ টাইগার তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অক্ষয় কুমারকে নিয়ে রসিকতা করার একটি ভিডিয়ো পোস্ট করেছেন ।
ইনস্টাগ্রাম ভিডিয়োর শুরুতে দেখা যায়, টাইগার একটি বড় নরম পানীয়ের বোতল ভালো করে ঝাঁকিয়ে একটি জায়গায় রেখে খেলতে চলে যান । ঠিক তখনই সেখান দিয়ে দৌড়ে আসছিলেন অক্ষয় কুমার ৷ তাঁকে বোতলটি এনে খুলতে বলেন বাঘি স্টার । অক্ষয় তাঁর অনুরোধে কোল্ড ড্রিঙ্কসের বোতল খুলতেই তার থেকে ফেনা উঠে তা ভিজিয়ে দেয় বলিউডের খিলাড়িকে ৷ আর টাইগার ও অন্যান্যরা তখন চিৎকার করে বলে ওঠেন এপ্রিল ফুল ৷ তাঁকে বোকা বানানো হয়েছে বুঝতে পেরে সবার গায়ে কোল্ড ড্রিঙ্কস ছিটিয়ে দেন অক্ষয় ৷ এই ভিডিয়োটি ইনস্টাগ্রামে পোস্ট করে জ্যাকি শ্রফের ছেলে লেখেন, "এপ্রিল (ফুল ইমোজি) বড়ে মিয়াঁ (হাসির ইমোজি) ৷"