পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'অকায়' কোলে দেশে ফিরলেন অনুষ্কা, ক্যামেরাতে দেখা গেল 'বিরাটপুত্র'র মুখ? - Anushka Sharma - ANUSHKA SHARMA

Anushka-Virat: লন্ডনের মাটিতে পরিবারের নয়া সদস্যকে স্বাগত জানিয়েছে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা ৷ গত 15 ফেব্রুয়ারি অনুষ্কার কোল আলো করে এসেছে পুত্রসন্তান অকায় ৷ তার ঠিক দু'মাস পর অর্থাৎ মঙ্গলবার সকালে দেশে ফিরলেন বিরাটপত্নী অনুষ্কা ৷ ছেলে অকায়কে কোলে নিয়ে তাঁকে বিমানবন্দরে দৃশ্যবন্দি করলেন চিত্রসাংবাদিকরা ৷ অকায়ের মুখ কী ক্যামেরার সামনে আনলেন মা অনুষ্কা?

Anushka-Virat
Anushka-Virat

By ETV Bharat Bangla Team

Published : Apr 16, 2024, 6:35 PM IST

হায়দরাবাদ, 16 এপ্রিল:2021সালের 11 জানুয়ারি জন্ম হয় কন্যা ভামিকার। সে এখন বছর তিনেকের ৷ এদিকে মাস দু'য়েক আগে বিরুষ্কার কোল আলো করে আসে পুত্রসন্তান অকায় ৷ তার জন্ম হয়েছে বিদেশে ৷ আজ সকালে ছেলে কোলে দেশে ফিরলেন অনুষ্কা শর্মা ৷ মুখ কালো মাস্কে ঢাকা বিরাটঘরণীর ৷ বিমানবন্দরে তাঁকে দেখা যেতেই মুহূর্তের মধ্যে সেই ছবি বন্দি করেন চিত্র সাংবাদিকরা ৷ আই সেই ছবি নিমেষে ভাইরাল হয়ে যায় সোশাল মিডিয়ায় ৷

সোশাল মিডিয়ার এক্সে (টুইটার) বিরাট কোহলি ফ্যান ক্লাব নামের পেজ থেকে শেয়ার হওয়া ছবিতে ক্যাপশান লেখা, "অনুষ্ক শর্মা ভামিকা এবং অকায়ের সঙ্গে ভারতে ফিরে এসেছেন ৷ বিরাটপত্নী যখন বিমানবন্দরে নামেন তখন দেখা যায় কোল থেকে অকায় এদিকসেদিক উঁকিঝুঁকি দিচ্ছে ৷" এর পাশাপাশি পাপারাজ্জিরা ভাইরাল বায়ানির ইনস্টাগ্রামে অনুষ্কার বিদেশ ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেছেন। বায়ানির ইনস্টাগ্রাম হ্যান্ডেলের একটি পোস্ট অনুসারে, অনুষ্কা সবসময়ই তাঁর সন্তানদের মিডিয়া থেকে দূরে রাখেন ৷ এদিন সকালে পাপারাজ্জি ক্যামেরা-বন্দি করে বিমানবন্দরে নামা অনুষ্কা ও অকায়কে । তবে পাপারাজ্জিদের অনুষ্কা অনুরোধ করেছেন, ছবি না তুলতে । ছবি শিকারিরাও কথা রেখেছেন বিরাটপত্নীর ।

উল্লেখ্য, সোশাল মিডিয়া থেকে প্রায় নিজেকে দূরে সরিয়ে ফেলেছিলেন অনুষ্কা। তাঁর শেষ পোস্ট ফেব্রুয়ারি মাসের 20 তারিখ। সেই পোস্টেই ছেলের মা হওয়ার খবর জানিয়েছিলেন অনুষ্কা। ছেলের জন্মের পাঁচদিন পর সুখবর জানিয়েছিলেন নেট দুনিয়ায় ৷ ওই একই পোস্টে ছেলের নামও জানিয়ে ছিলেন তিনি। মাঝে কেটে গিয়েছে বেশকিছুটা সময় ৷ দেশে ফিরে ইনস্টাগ্রামে পোস্ট করলেন তাঁর ঝকঝকে ছবি।

এদিকে, কাজের দিকে, অনুষ্কা নেটফ্লিক্সে চাকদা এক্সপ্রেসের মুক্তির জন্য অপেক্ষা করছেন। ভামিকার জন্মের পর 2022 সালে ঝুলনের বায়োপিকের শুটিং করেন অভিনেত্রী। গত ফেব্রুয়ারি মাসে অকায়ের জন্মের পর এখনও অন্তরালে অনুষ্কা। অনিশ্চিত হয়ে পড়েছে ঝুলনের বায়োপিকের মুক্তির তারিখ? জানা যাচ্ছে, ছবির প্রযোজনা সংস্থা ক্লিন স্লেট ফিল্মসের সঙ্গে ওটিটি জায়েন্ট নেটফ্লিক্স ইন্ডিয়ার চুক্তি ভেঙে গিয়েছে। নেটফ্লিক্সেই মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির। সে দিকেই তাকিয়ে বিরাটপত্নী ৷ এদিকে বাবা বিরাট এখন চলতি আইপিএল নিয়ে ব্যস্ত ৷ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে তিনি ব্যাট হাতে রান তাড়া করতে ব্যস্ত ৷

আরও পড়ুন:

  1. মুম্বইয়ের জয়েও অধিনায়ক হার্দিককে ব্যঙ্গ, ওয়াংখেড়েকে শান্ত করলেন কোহলি
  2. ম্যাচ শেষে স্ত্রী-সন্তানদের ভিডিয়ো কল, 'বিরাট' মুহূর্তে মাতোয়ারা সোশাল মিডিয়া
  3. মেয়ে ভামিকার সঙ্গে ফুড ডেটে কোহলি, ভাইরাল ছবি

ABOUT THE AUTHOR

...view details