কলকাতা, 14 মে: কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের আজ 101তম জন্মদিন । জন্মশতবর্ষ উপলক্ষে তাঁকে ঘিরে ফিল্ম বানিয়েছেন শিষ্য অঞ্জন দত্ত । অঞ্জন নির্মিত 'চালচিত্র এখন' ছবিতে কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের 'চালচিত্র' ছবি নির্মাণের কাহিনি উঠে এসেছে । এই বিশেষ দিনে আজ গুরুর স্মৃতিতেই ভেসে বেড়ালেন শিষ্য অঞ্জন ৷
মৃণাল সেনের 'চালচিত্র', 'খারিজ' থেকে 'একদিন অচানক', 'মহাপৃথিবী', 'অন্তরীণ' ছবিতে অভিনয় করেছেন অঞ্জন দত্ত । গুরুর জন্মদিন প্রসঙ্গে অঞ্জন দত্ত আজ ইটিভি ভারতকে জানিয়েছেন, "দিনটা আর পাঁচটা দিনের মতোই ছিল । তিনি কারওকে ডাকতেন না । আমরাই যেতাম । কিন্তু কারও ক্ষমতা ছিল না মিষ্টি নিয়ে যাওয়ার । তবে, অন্য একটা দিন হাতে মিষ্টি নিয়ে রঞ্জিৎ মল্লিক যেতেন । কী করে যে সাহস দেখাতেন কে জানে । আমরা পারতাম না ।"
অঞ্জন দত্ত স্মৃতি আওড়ে আরও বলেন, "জীবনে কখনও মানুষটাকে কারও সমালোচনা করতে শুনিনি, বিরক্ত হতেও দেখিনি । মৃণালদা আমার জীবনে কী, তা এক কথায় বলা দায় । মৃণালদা না-থাকলে সিনেমাতে তো আমি আসতামই না । হয়তো অন্য কিছু করতাম । আমার সঙ্গে মৃণালদা'র বন্ধুত্বের সম্পর্ক ছিল । সাধারণত এ রকমটা হয় না । তবে, আমাদের মধ্যে ছিল ।"
জানা যায়, 'চালচিত্র' ছবির শুটিঙে চলন্ত বাসের একটি দৃশ্যে কাগজের টিকিটও গিলে ফেলেছিলেন অঞ্জন দত্ত । পরিচালক মৃণাল সেন বলেছিলেন, "দৃশ্যে তুমি টিকিটটা গিলে ফেলবে ।" আসলে মুখের ভিতরে রাখতে বলেছিলেন । আর অঞ্জন দত্ত সেটা সত্যিই গিলে ফেলেছিলেন । ভেবেছিলেন, গুরু টিকিটটা সত্যিই গিলে ফেলতে বলছেন । এমনই ছিল গুরুশিষ্যের সম্পর্কের বাঁধন ৷ গুরুর নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতেন তিনি । অঞ্জন দত্ত আরও বলেন, "অনেক বকা খেয়েছি মৃণালদা'র কাছে । বৌদিও বকেছেন । তবে, মৃণালদা বকলে আবার আমাকে বৌদি (গীতা সেন) সাপোর্ট করতেন । এমনই সম্পর্ক ছিল ওই পরিবারের সঙ্গে আমার ।..."
আরও পড়ুন:
- 'মৃণাল সেন না-থাকলে আমি অঞ্জন দত্ত হতাম না', 'চালচিত্র এখন' মুক্তির আগে স্বীকারোক্তি পরিচালকের
- 40 বছর আগের শ্যুটিং স্থলে প্রদর্শনী, মৃণাল সেনকে জন্মশতবর্ষে অনন্য শ্রদ্ধা বীরভূমবাসীর
- পাওলির 'কালবেলা' দেখে মুগ্ধ হন মৃণাল সেন, 'পালান' ছবিতে কিংবদন্তিকে শ্রদ্ধা অভিনেত্রীর