পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'মানুষ একটু খাওয়ার জন্যই শুটিং করতে আসেন !' বাস্তবের মাটি অঞ্জনকে চেনান মৃণাল সেন - Anjan Dutt Movie Chalchitra Ekhon - ANJAN DUTT MOVIE CHALCHITRA EKHON

Anjan Dutt on Director Mrinal Sen: গুরুর প্রতি শিষ্যের ভালোবাসা বইয়ের পাতায় পড়া যায় ৷ গল্পেও শোনা যায় ৷ তবে চোখে দেখার সৌভাগ্য হয়েছে পরিচালক অঞ্জন দত্তের হাত ধরে ৷ হায়দরাবাদ বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে 'চালচিত্র এখন' ছবির প্রদর্শনে হাজির ছিলেন পরিচালক-অভিনেতা অঞ্জন ৷ ছবি দেখে স্ট্যান্ডিং ওভিয়েশন দর্শকদের ৷ ফেস্টিভ্যালে এসে ইটিভি ভারতে নিজস্ব উপলব্ধি নিয়ে নানা কথা বললেন অঞ্জন দত্ত ৷

Anjan Dutt on Director Mrinal Sen
মুখোমুখি পরিচালক অঞ্জন দত্ত (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Aug 5, 2024, 6:57 PM IST

হায়দরাবাদ, 5 অগস্ট: নিজামের শহরে জমজমাট আয়োজনে সম্পন্ন হয়েছে হায়দরাবাদ বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল ৷ উদ্যোক্তা পার্থপ্রতিম মল্লিক ৷ বেছে বেছে সেরা চারটি ছবি আনা হয় দর্শক দরবারে ৷ তালিকায় জায়গা পায় অঞ্জন দত্ত অভিনীত ও পরিচালিত 'চালচিত্র এখন' ৷ ইটিভি ভারতের মুখোমুখি হয়ে, 'গুরু' মৃণাল সেনকে নিয়ে স্মৃতিচারণ করেন পরিচালক তথা 'শিষ্য' অঞ্জন ৷ পাশাপাশি, উঠে আসে একাধিক প্রসঙ্গ ৷

মুখোমুখি অঞ্জন দত্ত (ইটিভি ভারত)

10 মে প্রেক্ষাগৃহে মুক্তি পায় 'চালচিত্র এখন' ৷ মৃণাল সেনের 'চালচিত্র' নির্মাণের নেপথ্যের গল্প পরিচালক অঞ্জন তুলে ধরেন পর্দায় ৷ তিনি বলেন, "আমি কখনই চায়নি কোনরকম মিথ্যে জায়গা পাক ছবিতে ৷ নিজে যে ভুলগুলো করেছি সেগুলোও যাতে বেরিয়ে আসে ছবিতে চেষ্টা করেছি ৷ আমি বাস্তবটাকে তুলে ধরতে চেয়েছি ৷"

তিনি আরও বলেন, "আমি বড় হয়েছি দার্জিলিংয়ে সাহেবি স্কুলে পড়াশোনা করে ৷ কলকাতার ভিড়, বস্তি এই জগৎ আমার জগৎ বলে মেনে নিতে পারিনি ৷ মৃণাল সেনের সঙ্গে কাজ করতে গিয়ে বুঝেছি সেটা ৷ তাঁর সঙ্গে ছবি করতে এসে আমার চোখটা খুলে যায় ৷ মানুষ শুধু একটু খাওয়ার জন্যই শুটিং করতে আসেন ৷ এই মানুষগুলোকে আগে দেখিনি ৷ মৃণাল সেনের সঙ্গে কাজ করতে এসে তাঁদের কথা জানতে পারি ৷ মানুষ হিসাবে আমি বড় হতে পেরেছি ৷"

পরিচালক অঞ্জন জানান, বাংলা সিনেমার মান অনেক কমে গিয়েছে ৷ ফলে দীর্ঘদিন প্রেক্ষাগৃহে সিনেমা চলছে বলেই সেই সিনেমা টাকা তুলতে পারছে এমনটা নয় ৷ পাশাপাশি তিনি জানান, সাম্প্রতিক সময়ে ছোট বাজেটের সিনেমা বেশি ভালো হচ্ছে ৷ তারমধ্যে মাণিকবাবুর মেঘ অন্যতম ৷ সাক্ষাৎকারে উঠে আসে দক্ষিণী ছবি নিয়ে পরিচালকের ভাবনা, ওটিটিতে আত্মপ্রকাশ ও পরবর্তী ছবির পরিকল্পনাও ৷

ABOUT THE AUTHOR

...view details