পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'মেয়ে হয়ে জন্মানো আশীর্বাদ না...!' ভিডিয়ো শেয়ার করে বার্তা অমিতাভের - Amitabh Bachchan Instagram video - AMITABH BACHCHAN INSTAGRAM VIDEO

Amitabh Bachchan New Video: অমিতাভ বচ্চনের নতুন এই ভিডিয়ো অনুরাগীদের চিন্তিত করেছে ৷ শুধু তাই নয়, সাধারণ মানুষকে নতুন করে ভাবতে বাধ্য করেছে ৷

Amitabh Bachchan New Video
সামাজিক বার্তা অমিতাভ বচ্চনের (এএনআই)

By ETV Bharat Entertainment Team

Published : Sep 18, 2024, 1:46 PM IST

হায়দরাবাদ, 18 সেপ্টেম্বর:আরজি কর কাণ্ড নিয়ে যখন দেশ উত্তাল, যখন মেয়েদের নিরাপত্তা প্রশ্নের মুখে তখন বড় কথা বললেন অমিতাভ বচ্চন ৷ মেয়ে হয়ে জন্মানোটা যে আশীর্বাদ তা নতুন এক ভিডিয়ো শেয়ার করে সমাজের চোখ খুলে দিতে চাইলেন বিগ বি ৷শাহেনশার শেয়ার করা দুটি ভিডিয়ো বর্তমান সমাজ ব্যবস্থার অন্য ছবি তুলে ধরেছে ৷ এই ভিডিয়ো মানুষের মনে শুধু ছাপ ফেলেনি তুলেছে প্রশ্নও ৷

শাহেনশা যে ভিডিয়ো শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে, এক মহিলা অন্তঃসত্ত্বা ৷ সকলেই আশীর্বাদ করছেন যেন তাঁর ছেলে হয় ৷ কিন্তু তিনি নিজে চাইছেন একজন মেয়ে ৷ মন ছুঁয়ে যাওয়া এই ভিডিয়ো দেশের কিছু কিছু অংশের সত্য ছবিটা তুলে ধরেছে ৷ ক্যাপশনে বিগ বি লিখেছেন, "মেয়ে হয়েই এসো ৷" খুব সহজ ভাষায় এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'বেটি বাঁচাও, বেটি পড়াও' প্রকল্পকে অন্য আঙ্গীকে তুলে ধরা হয়েছে এই ভিডিয়োতে ৷

আর একটি ভিডিয়োতে কী বলেছেন অমিতাভ?

এই ভিডিয়ো অমিতাভকে দেখা গিয়েছে হলুদ রঙের ট্রাক স্যুট পরে বসে রয়েছেন ৷ এরপর তিনি বলছেন, "মি করচা করানার নাহি ৷ অর্থাৎ আমি আবর্জনা ফেলে যত্রনত্র নোংরা করব না ৷" এই ভিডিয়োর মাধ্যমে অমিতাভ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বচ্ছ ভারত অভিযানের বার্তা আরও একবার তুলে ধরেছেন ৷ দেশবাসীকে তিনি বোঝাতে চেয়েছেন, রাস্তায় যেখানে সেখানে ময়লা বা আবর্জনা ফেলে এলাকা নোংরা করা উচিত নয় ৷ লক্ষ্য করার বিষয়, এই ভিডিয়ো এসেছে ঠিক গণেশ বিসর্জনের পরের দিনই ৷ মঙ্গলবার ছিল গণেশ বিসর্জন উৎসব ৷ তারপরেই দেশবাসীর কাছে এলাকা স্বচ্ছ-পরিষ্কার রাখার বার্তা দিয়েছেন বিগ বি ৷

উল্লেখ্য, সোশাল মিডিয়ায় সবসময় সক্রিয় অমিতাভ ৷ সম্প্রতি তিনি ব্যস্ত রয়েছেন 'কৌন বনেগা ক্রোড়পতি' শোয়ের সঞ্চালনা নিয়ে ৷ সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে নাগা অশ্বিন পরিচালিত 'কল্কি 2898' এডি ছবিতে ৷ এছাড়াও তিনি স্ক্রিন শেয়ার করেছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের সঙ্গে 'ভেট্টিয়ান' ছবিতে যা মুক্তি পাবে 10 অক্টোবর ৷

ABOUT THE AUTHOR

...view details