পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

ছেলের প্রেমিকা হিসাবে গুঞ্জন! নিমরতের প্রশংসায় পঞ্চমুখ বিগবি - AMITABH BACHCHAN LETTER TO NIMRAT

অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাইয়ের বিবাহিত জীবন নিয়ে জল ক্রমশ ঘোলা হচ্ছে ৷ তারমধ্যেই নিমরত কৌরকে লেখা অমিতাভ বচ্চনের চিঠি ভাইরাল ৷

AMITABH BACHCHAN LETTER TO NIMRAT
নিমরতের প্রশংসায় পঞ্চমুখ বিগবি (এএনআই)

By ETV Bharat Entertainment Team

Published : Nov 12, 2024, 6:46 PM IST

হায়দরাবাদ, 12 নভেম্বর: গ্ল্যামার ওয়ার্ল্ডের পাওয়ার কাপল অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই প্রতিদিন খবরের শিরোনামে আসছেন ৷ দিনদিন তাঁদের বিচ্ছেদ গুঞ্জন জোড়ালো হচ্ছে ৷ অভিষেকের সঙ্গে নাম জড়িয়েছে অভিনেত্রী নিমরত কৌরের ৷ এরমধ্যেই নিমরতকে লেখা অমিতাভ বচ্চনের চিঠি ঘুরে বেড়াচ্ছে নেটপাড়ায় ৷

2007 সালে বিয়ে করেন অভিষেক-ঐশ্বর্য ৷ 2011 সালে বাবা-মা হন তাঁরা ৷ সম্প্রতি তাঁদের সাংসারিক জীবন নিয়ে একাধিক খবর সামনে আসছে ৷ যে ঐশ্বর্যকে একসময় বচ্চন পরিবারের সদস্যদের সঙ্গে দেখা যেত এখন তাঁকে দেখা যায় একা অথবা মেয়েকে নিয়ে ৷ এইসবকিছুর মধ্যে যখন নিমরতকে লেখা বিগবির পুরনো চিঠি সামনে আসে তখন নেটপাড়া আরও সরগরম হয়ে ওঠে ৷

নিমরতকে অমিতাভের চিঠি

অভিষেক বচ্চনের সঙ্গে নিমরত কৌর অভিনয় করেছিলেন 'দশভি' ছবিতে ৷ সেই ছবিতে তাঁর অভিনয়ের প্রশংসা করেন শাহেনশা ৷ এরপরেই চিঠি পাঠান নিমরতকে ৷ যা সোশাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন নিমরত ৷ 2022 সালের সেই ছবি ভাইরাল নেটপাড়ায় ৷

ফুলেত তোড়া দিয়ে সেই নোটে বচ্চন লেখেন, "আমাদের খুব বেশি দেখা বা সাক্ষাৎ হয়নি ৷ শেষবার তোমার প্রশংসা করেছিলাম যশরাজ ফিল্মসের অনুষ্ঠানে, তোমার ক্যাডবেরি বিজ্ঞাপনের জন্য ৷ তবে 'দশভি' ছবিতে তোমার কাজ অসাধারণ৷ অনেক অভিনন্দন তোমাকে ৷ লাভ, অমিতাভ বচ্চন ৷"

অভিষেক বচ্চন-নিমরত কৌরের সম্পর্কের গুঞ্জন

অভিষেক বচ্চনের সঙ্গে নিমরতের ঘনিষ্ঠতা নিয়ে অনেকেই ভ্রুঁ কুঁচকেছেন ৷ এমনকী, নিমরতও বেশ কয়েকবার মুখ খুলেছেন ৷ তিনি জানিয়েছিলেন লোকে যেটা বলার সেটা বলবেন ৷ সেই দিকে কান নিয়ে কাজে মন দেওয়া উচিত ৷

শুধু তাই নয়, 'দশভি' ছবির প্রোমোশনের সময় দুই তারকা এক সাক্ষাৎকারে বিয়ে নিয়েও কথা বলেছিলেন ৷ যেখানে অভিষেক-ঐশ্বর্যর 15 বছরের বিবাহিত জীবন নিয়ে কথা বলার সময় নিমরত আচমকা বলে বসেন, "এতবছর বিয়ে কখনও টেকে না ৷" সেই কথা শুনে অভিষেক শুধু ধন্যবাদ বলেছিলেন ৷

ABOUT THE AUTHOR

...view details