হায়দরাবাদ, 12 নভেম্বর: গ্ল্যামার ওয়ার্ল্ডের পাওয়ার কাপল অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই প্রতিদিন খবরের শিরোনামে আসছেন ৷ দিনদিন তাঁদের বিচ্ছেদ গুঞ্জন জোড়ালো হচ্ছে ৷ অভিষেকের সঙ্গে নাম জড়িয়েছে অভিনেত্রী নিমরত কৌরের ৷ এরমধ্যেই নিমরতকে লেখা অমিতাভ বচ্চনের চিঠি ঘুরে বেড়াচ্ছে নেটপাড়ায় ৷
2007 সালে বিয়ে করেন অভিষেক-ঐশ্বর্য ৷ 2011 সালে বাবা-মা হন তাঁরা ৷ সম্প্রতি তাঁদের সাংসারিক জীবন নিয়ে একাধিক খবর সামনে আসছে ৷ যে ঐশ্বর্যকে একসময় বচ্চন পরিবারের সদস্যদের সঙ্গে দেখা যেত এখন তাঁকে দেখা যায় একা অথবা মেয়েকে নিয়ে ৷ এইসবকিছুর মধ্যে যখন নিমরতকে লেখা বিগবির পুরনো চিঠি সামনে আসে তখন নেটপাড়া আরও সরগরম হয়ে ওঠে ৷
নিমরতকে অমিতাভের চিঠি
অভিষেক বচ্চনের সঙ্গে নিমরত কৌর অভিনয় করেছিলেন 'দশভি' ছবিতে ৷ সেই ছবিতে তাঁর অভিনয়ের প্রশংসা করেন শাহেনশা ৷ এরপরেই চিঠি পাঠান নিমরতকে ৷ যা সোশাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন নিমরত ৷ 2022 সালের সেই ছবি ভাইরাল নেটপাড়ায় ৷