হায়দরাবাদ, 29 মার্চ:জন্মদিনের আগে দুর্দান্ত উপহার পেলেন আল্লু অর্জুন ৷ 8 এপ্রিল পুষ্পা অভিনেতার জন্মদিন ৷ তার আগে জীবনের সেরা উপহার পেয়ে শুধু আল্লু নন, আপ্লুত তাঁর ফ্যানেরাও ৷ বৃহস্পতিবার দুবাইয়ে মাদাম তুসো মিউজিয়ামে নিজের মোমের মূর্তি উন্মোচন করলেন অভিনেতা ৷ নিজের পরিবারের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তের সেই ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি ৷
নিজের মোমের মূর্তির সঙ্গে ছবি শেয়ার করে অর্জুন লিখেছেন, "অবশেষে সামনে উপস্থিত ৷" এরপর ইনস্টাগ্রাম স্টোরিজে একাধিক ছবি শেয়ার করেছেন তারকা ৷ সেখানে আল্লুর মোমের পুতুলের ছবি তুলে দেন স্ত্রী স্নেহা ৷ এরপরেই মজার ছলে স্ত্রীকে প্রশ্ন করেন, "কিউটি, তুমি কি দুজন অর্জুনকে একসঙ্গে হ্যান্ডেল করতে পারবে ৷"
আর একটি ছবিতে আল্লু স্ত্রী ও মেয়ের সঙ্গে ছবি তুলেছেন ৷ ক্যাপশনে লেখেন, "সত্যিকারের বুট্টা বুমাস ৷" সকলেই জানেন, 2020 সালে মুক্তি পাওয়া সুপারহিট তেলুগু ছবি 'আলা বৈকুণ্ঠপুররামুলু'র গান ৷ এই ছবি পরবর্তী সময়ে বলিউডে রিমেক হয় ৷ ছবির নাম শেহজাদা ৷ নাম ভূমিকায় দেখা গিয়েছিল কার্তিক আরিয়ানকে ৷
প্রসঙ্গত, দুবাইতে আল্লু অর্জুনের মোমের রেপ্লিকায় তুলে ধরা হয়েছে অভিনেতার আইকনিক পোজ ৷ যেখানে তাঁকে দেখা গিয়েছে, পুষ্পা ছবির বিখ্যাত সংলাপের দৃশ্যের ভূমিকায় ৷ তিনি যেভাবে ছবিতে দাড়িতে হাত দিয়ে ঝুঁকেগা নেহি শালা বলতেন, সেই পোজই তুলে ধরা হয়েছে ওয়াক্স মিউজিয়ামে ৷ দেখতে দেখতে 21 বছর তেলুগু ইন্ডাষ্ট্রিতে কাটিয়ে ফেললেন অভিনেতা ৷ 2003 সালে গঙ্গোত্রী ছবি দিয়ে অভিনেতা হিসাবে আত্মপ্রকাশ করেন আল্লু ৷ সেই শুরু ৷ তারপর উপহার দিয়েছেন একের পর এক ব্লকব্লাস্টার হিট ছবি ৷ দর্শকদের এই ভালোবাসা পেয়ে কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন অভিনেতা ৷