পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

সাড়ে তিন ঘণ্টার ম্যারথন জেরা শেষ, বয়ান রেকর্ড আল্লু অর্জুনের - ALLU ARJUN STAMPEDE CASE

সাড়ে তিন ঘণ্টার জেরা শেষে চিক্কড়পল্লী থানা থেকে বেরোন অভিনেতা আল্লু অর্জুন ৷ অন্যদিকে মুখ্য অভিযুক্ত হিসাবে গ্রেফতার হন আল্লু অর্জুনের বাউন্সার ৷

Allu Arjun Appears at Chikkadpally Police Station
আল্লু অর্জুনকে জিজ্ঞাসাবাদ শেষ (আইএএনএস)

By ETV Bharat Entertainment Team

Published : Dec 24, 2024, 4:21 PM IST

Updated : Dec 24, 2024, 4:30 PM IST

হায়দরাবাদ, 24 ডিসেম্বর: সাড়ে তিন ঘণ্টার জেরা শেষে চিক্কড়পল্লী থানা থেকে বেরোন অভিনেতা আল্লু অর্জুন ৷ তেলেঙ্গনা পুলিশের সমন পেয়ে সকাল 11টা 5 নাগাদ থানায় হাজির হন দক্ষিণী সুপারস্টার ৷ সন্ধ্যা হলের মর্মান্তিক ঘটনার (ক্রাইম নম্বর-376/2024) তদন্তের কারণে ফের একবার জিজ্ঞাসাবাদের জন্য অভিনেতাকে ডেকে পাঠায় পুলিশ ৷ ন্যায় সংহিতা অনুসারে 105 ও 118 (1) ও 3(5) নম্বর ধারা লাগু হয় আল্লু অর্জুনের বিরুদ্ধে ৷

অন্যদিকে, সন্ধ্যা থিয়েটারের ঘটনায় মুখ্য অভিযুক্ত হিসাবে একদিন আগেই আল্লু অর্জুনের বাউন্সারকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ সন্ধ্যা থিয়েটারে তিনি অনুরাগীদের ধাক্কা দিয়েছেন ৷ যদিও অভিযুক্ত বাউন্সার জামিন পেয়ে যান ৷ উল্লেখ্য, এদিন, ওয়াইভিএস সুধেন্দ্র, আইপিএস, ডিসিপি টাস্ক ফোর্সের উপস্থিতিতে আল্লুকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা গিয়েছে ৷ অভিনেতাকে জিজ্ঞাসাবাদের সময়ে বাইরে বিশাল বড় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল ৷

পাশাপাশি, দক্ষিণী তারকাকে জিজ্ঞাসাবাদের সময় উপস্থিত ছিলেন ডিসিপি (সেন্ট্রাল জোন) অক্ষাংশ যাদব, অ্যাডিশনাল ডিসিপি (সেন্ট্রাল জোন) আনন্দ, ডিসিপি, সিসিএস- এন শ্বেতা-সহ এক মহিলা পুলিশ কনস্টেবল, টিজিএসপি পুলিশ কনস্টেবল-সহ আরও বেশ কয়েকজন উচ্চ পুলিশ আধিকারিক ৷

অভিনেতাকে ডিসিপি অক্ষাংশ যাদব জিজ্ঞাসাবাদ শেষ করেন দুপুর 2.40 মিনিট নাগাদ ৷ প্রশ্নে উঠে আসে 4 ডিসেম্বরের ঘটনাকে কেন্দ্র করে ৷ সেখানকার 10 মিনিটের সিসিটিভি ফুটেজ ধরে অভিনেতাকে প্রশ্ন করা হয় বলে জানা গিয়েছে ৷ পাশাপাশি, জানা গিয়েছে জেল থেকে মুক্তির পর আল্লু অর্জুন সাংবাদিক বৈঠকে যে কথা বলেছেন, তার প্রেক্ষীতেও প্রশ্ন সাজান পুলিশ কর্তারা ৷ জানা যায়, সন্ধ্যা হলে নিরাপত্তার কারণে পুলিশের কাছ থেকে অনুমতি চেয়েছিল হল কর্তৃপক্ষ ৷ কিন্তু পুলিশ অনুমতি দেয়নি ৷ এমন কথা নাকি স্বীকারও করেছেন হল মালিক ৷ কিন্তু তারপরেও আল্লু অর্জুন সেখানে নাকি উপস্থিত হন ৷ তবে অভিনেতার সঙ্গে হল মালিকের তারপরেও কথা হয়েছিল কি না, তাও জিজ্ঞাসাবাদে জানার চেষ্টা হয়েছে ৷

ইতিমধ্যেই অভিনেতার বয়ান রেকর্ড করেছে পুলিশ ৷ পাশাপাশি ঘটনার সবরকম দিক খতিয়ে দেখছে পুলিশ ৷ গ্রেফতার করা হয় আল্লু অর্জুনের বাউন্সার অ্যান্থনিকে ৷ পরে তিনি জামিন পেয়ে যান ৷ এর বেশি কিছু পুলিশের তরফে এখনও পর্যন্ত জানানো হয়নি ৷ বাউন্সারকে সঠিক নিয়ম মেনে কাজে রাখা হয়েছিল কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ ৷

4 ডিসেম্বর সন্ধ্যা হলে পদপিষ্টের ঘটনায় মৃত্যু হয় রেবাথি নামে এক মহিলার ৷ গুরুতর আহত হন তাঁর ছোট ছেলে শ্রী তেজ ৷ কিছুদিন আগেই অভিনেতাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সমন পাঠায় ৷ তারপরেই শলা পরামর্শের জন্য অভিনেতার জুবিলি হিলসের বাড়িতে উপস্থিত হন একাধিক আইনজীবী ৷

পুলিশের তরফে অভিযোগ করা হয়েছে, 4 তারিখ পুলিশি অনুমতি ছাড়াই এক ব়্যালির আয়োজন করেছিলেন আল্লু অর্জুন ৷ এমনকী, তিনি অনুরাগী ও উপস্থিত দর্শকদের দেখে হাত নাড়েন ৷ এরপর হুড়োহুড়ি শুরু হলেও সেই জায়গা ছেড়ে যেতে চান না আল্লুু ৷ এই ঘটনায় আল্লুকে কিছুদিন পর পুলিশ গ্রেফতার করলেও তেলেঙ্গনা হাইকোর্টে অন্তর্বর্তী জামিন পান অভিনেতা ৷ তদন্তের স্বার্থে চিক্কড়পুল্লী পুলিশ স্টেশনে কড়া নিরাপত্তা জারি করা হয়েছিল ৷

Last Updated : Dec 24, 2024, 4:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details