পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

অভিষেকের সঙ্গে দিওয়ালি উদযাপন ঐশ্বর্যর! বিচ্ছেদ গুঞ্জনের মাঝে ভাইরাল ছবি

অভিষেক-সহ বচ্চন পরিবারের সঙ্গে খোশ মেজাজে দেখা গিয়েছে ঐশ্বর্য রাই বচ্চনকে ৷ সোশাল মিডিয়ায় ভাইরাল ছবি ৷

Etv Bharat
অভিষেকের সঙ্গে দিওয়ালি উদযাপন ঐশ্বর্যর! (সোশাল মিডিয়া)

By ETV Bharat Entertainment Team

Published : 5 hours ago

হায়দরাবাদ, 31 অক্টোবর: সোশাল মিডিয়ায় জোর চর্চা অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের বিবাহ বিচ্ছেদ নিয়ে ৷ এখনও প্রকাশ্যে এই বিষয়ে পাওয়ার কাপলের কাউকেই মুখ খুলতে দেখা যায়নি ৷ তার মাঝেই অভিষেকের সঙ্গে অ্যাশের দিওয়ালি উদযাপনের ছবি ভাইরাল সোশাল মিডিয়ায় ৷

অনলাইনে ঐশ্বর্যর দিওয়ালি পার্টির একটি ছবি ঘুরে বেড়াচ্ছে ৷ যেখানে অভিষেকের পাশাপাশি বচ্চন পরিবারের অন্যান্য সদস্যদেরও দেখা গিয়েছে ৷ দেখা গিয়েছে জয়া বচ্চন ও শ্বেতা বচ্চনকেও ৷ ফ্যামিলি ফটোতে প্রাক্তন বিশ্বসুন্দরীকে দেখা গিয়েছে গাঢ় লাল রঙের সালোয়ার কামিজে ৷

জয়া-শ্বেতার পাশাপাশি ছবিতে দেখা গিয়েছে অভিষেক, নিখিল নন্দা, অমিতাভ বচ্চন, অগস্ত্যা নভ্যা ও আরাধ্যাকে ৷ মূলত, আলোর উৎসবে বচ্চন পরিবারের হাসিখুশি এই ছবি পুরনো ৷ বচ্চন পরিবারের দিওয়ালি পার্টির একটি ছবি ভাইরাল হয়েছে নেটপাড়ায় ৷ এই ছবি সোশাল মিডিয়ায় দেখে পুরনো স্মৃতিতে ফিরেছেন অনুরাগীরাও ৷ বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বর্যর সুন্দর মুহূর্ত দেখে অনেকেই ইচ্ছা প্রকাশ করেছেন আগামীতেও যেন এমন অটুট থাকে এই পরিবার ৷

আসলে 2022 সালে অমিতাভ বচ্চন জলসা হাউসে দিওয়ালি পার্টির আয়োজন করেছিলেন ৷ উপস্থিত হয়েছিলেন শাহরুখ খান, গৌরি খান, করণ জোহর থেকে শুরু করে অনুপম খের, কিরণ খের, সোনালী বেন্দ্রে-সহ আরও অনেকে ৷ সেই পার্টির একাধিক ছবি ঘুরে ফিরে আসে নেটপাড়ায় ৷ ছবিতে বচ্চন পরিবারের সঙ্গে খোশ মেজাজে দেখা গিয়েছে ঐশ্বর্য রাই বচ্চনকে ৷ তবে এই বছর অ্যাশের দিওয়ালি কি অন্যরকম কাটছে ? তার উত্তর সোশাল মিডিয়া থেকে এখনও জানা যায়নি ৷

ABOUT THE AUTHOR

...view details