হায়দরাবাদ, 27 মার্চ:বিয়ের পিঁড়িতে অদিতি রাও হায়দারি ৷ চুপিসারে অভিনেতা সিদ্ধার্থের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন তিনি ৷ বুধবার তেলেঙ্গানার ওয়ানাপার্টি জেলার শ্রীরাঙ্গাপুরের শ্রী রঙ্গনায়েকস্বামী মন্দিরে বিয়ে সেরেছেন তাঁরা ৷ উভয় পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে তাঁদের বিয়ের অনুষ্ঠানটি । তবে এই বিয়ের অনুষ্ঠান নিয়ে আনুষ্ঠানিকভাবে কেউ কিছু বলেননি। বেশ কয়েকটি স্থানীয় পোর্টাল সেলেবদের এই বিয়ের খবরে সিলমোহর দিয়েছে ৷
অভিনেত্রী অদিতি রাও হায়দারি ওয়ানাপার্টি সংস্থানমের বংশধর । অদিতি রাওয়ের দাদু ওয়ানাপার্টি সংস্থানমের শেষ শাসক ছিলেন। তাঁদের পরিবার রঙ্গনায়েকস্বামী মন্দিরে উপাসনা করে ৷ তাই 'পদ্মাবত' অভিনেত্রী এই মন্দিরটিকে তাঁর বিয়ের স্থান হিসেবে বেছে নিয়েছেন । মন্দিরটি শতাব্দী প্রাচীন এবং এটি 18 শতকে প্রতিষ্ঠিত হয়েছিল ।
বিয়ের মতোই সিদ্ধার্থ এবং অদিতি রাও হায়দারি তাঁদের সম্পর্ককেও গোপন রেখেছিলেন । যদিও এই দম্পতি এখনও সোশাল মিডিয়ায় কোনও ছবি প্রকাশ করেননি ৷ তবে শীঘ্রই দু'জনে বিয়ের কথা ঘোষণা করবেন বলে খবর। এদিকে দু'জনের অনুরাগীরা তাঁদের বিয়ের শুভেচ্ছা জানিয়ে সোশাল মিডিয়ায় পোস্টের বন্যা বইয়ে দিচ্ছে ।
বুধবার চারহাত এক হওয়ায় আগে অদিতি এবং সিদ্ধার্থ দীর্ঘদিন ধরে লিভ-ইন সম্পর্কে ছিলেন। এই সেলেব জুটিকে দীর্ঘদিন ধরে একসঙ্গে ইভেন্ট, সিনেমা এবং পার্টিতে দেখা গিয়েছে । সোশাল মিডিয়ায় একসঙ্গে ছবিও পোস্ট করেছেন তাঁরা। এরপরেই তাঁদের প্রেমের গুঞ্জন ওঠে ৷ যদিও সেই জল্পনায় কেউ সিলমোহর দেননি ৷ বারবার বিয়ের বিষয়ে প্রশ্ন করলেও তা তাঁরা এড়িয়ে গিয়েছেন। অবশেষে গোপনে বিয়ে করে সবাইকে চমকে দিলেন এই দম্পতি। 'মহা সমুদ্রম' (2021) ছবির শুটিংয়ের ফ্লোরে তাঁরা একে অপরের প্রেমে পড়েন। সেই প্রেম পরিণতি পেল ৷ নতুন বন্ধনে আবদ্ধ হলেন অদিতি-সিদ্ধার্থ ৷
উল্লেখ্য, 2009 সত্যদীপ মিশ্রর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অদিতি ৷ তবে 2013 দু'জনের বিচ্ছেদ হয় ৷ অভিনেত্রীকে পরবর্তীতে 'গান্ধি টকস'-এ দেখা যাবে ৷ সেখানে বিজয় সেতুপতি এবং সিদ্ধার্থ যাদবের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি ৷ ইন্দো-ইউকে সহ-প্রযোজনা লায়নেসে অভিনয় করার জন্যও প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী । অন্যদিকে সিদ্ধার্থকে শেষবার 2023 সালের ছবি চিত্থায় দেখা গিয়েছিল ৷ ছবিটি তিনি নিজেই প্রযোজনা করেছিলেন । এই অভিনেতাকে শঙ্করের 'ইন্ডিয়ান 2' চবিতে কমল হাসান, কাজল আগরওয়াল এবং রাকুল প্রীত সিংয়ের সঙ্গে দেখা যাবে ।
আরও পড়ুন:
- প্রসেনজিতের সঙ্গে কাজের অভিজ্ঞতা থেকে তিলোত্তমা প্রেম-চলচ্চিত্র উৎসবের মঞ্চে অকপট অদিতি রাও হায়দারি
- ছেলেকে নিয়ে কলকাতায় পরীমণি, শুরু হচ্ছে তাঁর নতুন ছবির শ্যুটিং
- চুপিসারে উদয়পুরে বিয়ে সারলেন তাপসী পান্নু, সোশালে ছবি ফাঁস বোনের