কলকাতা, 8 জুন:প্রয়াত রামোজি রাও ৷ গত 5 জুন থেকে শ্বাসকষ্টজনিত সমস্যায় হায়দরাবাদের এক হাসপাতালে ভর্তি ছিলেন এই মিডিয়া উদ্যোক্তা এবং চলচ্চিত্র প্রযোজক ৷ 8 জুন ভোর 5টা নাগাদ মৃত্যু হয় তাঁর ৷ রামোজি গ্রুপের চেয়ারম্যানের মৃত্যুতে শোকস্তব্ধ রাজনীতি থেকে বিনোদন জগত ৷
রামোজি রাওয়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন চলচ্চিত্র জগতের প্রখ্য়াত অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় ৷ দেশের প্রথম সারির উদ্যোগপতির মৃত্যুতে শোকাহত অভিনেতা ইটিভি ভারতের প্রতিনিধিকে বলেন, "সকালটা আজ বড্ড খারাপ । ওঁর সঙ্গে সাক্ষাতের কথা ভুলব না কোনওদিন । একজন পণ্ডিত মানুষ ছিলেন রামোজি রাও।"
স্মৃতি পাতা হাতড়ে বিশ্বজিৎ বলেন, "একবার হায়দরাবাদ গিয়েছিলান । ঘুরে ঘুরে দেখছিলাম রামোজি ফিল্ম সিটির বিভিন্ন ফ্লোর । কোনওটা উত্তম কুমারের নামে, আবার কোনওটা তেলুগু অভিনেতা এনটি রামা রাওয়ের নামে ৷ কোনওটা আবার শিবাজি গণেশনের নামে, কোনওটা নাগেশ্বরের নামে । অবাক হয়ে গিয়েছিলাম । ফিল্ম সিটির এক সদস্যকে বলি, আমি কি দেখা করতে পারি এই স্টুডিয়োর মালিকের সঙ্গে ? তিনি তখন আমাকে বলেন, অ্যাপয়েন্টমেন্ট ছাড়া উনি দেখা করেন না । উত্তরে আমি বললাম, একটু বলুন না আমার কথা গিয়ে! কিছুক্ষণ পর ফিরে এসে উনি বলেন, স্যার আপনার জন্য অপেক্ষা করছেন । দশ মিনিটের মধ্যে আসুন । আমি গেলাম । আমাকে নিজে উঠে দাঁড়িয়ে অভ্যর্থনা জানালেন । কফি খেলাম একসঙ্গে । সকলের সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দিলেন সুপারস্টার হিসেবে । সেই সাক্ষাৎ ভোলার নয় ।"