পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'সাক্ষাতেই বুঝেছিলাম জ্ঞানী মানুষ', রামোজি রাওয়ের মৃত্যুতে শোকস্তব্ধ অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় - Ramoji Rao Demise - RAMOJI RAO DEMISE

Actor Biswajit Chatterjee about Ramoji Rao Death: রামোজি গ্রুপের চেয়ারম্যান রামোজি রাওয়ের মৃত্যুতে শোকস্তব্ধ রাজনীতি থেকে বিনোদন জগত ৷ স্মৃতির পাতা হাতড়ে এই মিডিয়া উদ্যোক্তা এবং চলচ্চিত্র প্রযোজকের সঙ্গে তাঁর সাক্ষাতের কথা তুলে ধরলেন প্রখ্যাত অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় ৷

Actor Biswajit Chatterjee
রামোজি রাও, বিশ্বজিৎ চট্টোপাধ্যায় (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jun 8, 2024, 5:48 PM IST

কলকাতা, 8 জুন:প্রয়াত রামোজি রাও ৷ গত 5 জুন থেকে শ্বাসকষ্টজনিত সমস্যায় হায়দরাবাদের এক হাসপাতালে ভর্তি ছিলেন এই মিডিয়া উদ্যোক্তা এবং চলচ্চিত্র প্রযোজক ৷ 8 জুন ভোর 5টা নাগাদ মৃত্যু হয় তাঁর ৷ রামোজি গ্রুপের চেয়ারম্যানের মৃত্যুতে শোকস্তব্ধ রাজনীতি থেকে বিনোদন জগত ৷

রামোজি রাওয়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন চলচ্চিত্র জগতের প্রখ্য়াত অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় ৷ দেশের প্রথম সারির উদ্যোগপতির মৃত্যুতে শোকাহত অভিনেতা ইটিভি ভার‍তের প্রতিনিধিকে বলেন, "সকালটা আজ বড্ড খারাপ । ওঁর সঙ্গে সাক্ষাতের কথা ভুলব না কোনওদিন । একজন পণ্ডিত মানুষ ছিলেন রামোজি রাও।"

স্মৃতি পাতা হাতড়ে বিশ্বজিৎ বলেন, "একবার হায়দরাবাদ গিয়েছিলান । ঘুরে ঘুরে দেখছিলাম রামোজি ফিল্ম সিটির বিভিন্ন ফ্লোর । কোনওটা উত্তম কুমারের নামে, আবার কোনওটা তেলুগু অভিনেতা এনটি রামা রাওয়ের নামে ৷ কোনওটা আবার শিবাজি গণেশনের নামে, কোনওটা নাগেশ্বরের নামে । অবাক হয়ে গিয়েছিলাম । ফিল্ম সিটির এক সদস্যকে বলি, আমি কি দেখা করতে পারি এই স্টুডিয়োর মালিকের সঙ্গে ? তিনি তখন আমাকে বলেন, অ্যাপয়েন্টমেন্ট ছাড়া উনি দেখা করেন না । উত্তরে আমি বললাম, একটু বলুন না আমার কথা গিয়ে! কিছুক্ষণ পর ফিরে এসে উনি বলেন, স্যার আপনার জন্য অপেক্ষা করছেন । দশ মিনিটের মধ্যে আসুন । আমি গেলাম । আমাকে নিজে উঠে দাঁড়িয়ে অভ্যর্থনা জানালেন । কফি খেলাম একসঙ্গে । সকলের সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দিলেন সুপারস্টার হিসেবে । সেই সাক্ষাৎ ভোলার নয় ।"

বিশ্বজিৎ চট্টোপাধ্যায় আরও বলেন, "আমাকে উনি বলেন, আমি যদি সিনেমা করতে চাই তা হলে যে কোনও সময়ে ওখানে চলে আসতে পারি । কোনও টাকা দিতে হবে না আগে । শুধু বিলটাতে সই করে দিতে হবে । সব হয়ে গেলে তারপরে টাকা । এতটা সম্মান আমাকে দিয়েছিলেন মানুষটা । বলেছিলেন আমি ওঁর অতিথি । আমি সেই সময় পাঁচতারাতে ছিলাম ওখানে, অতিথি হিসেবে।"

বিশ্বজিৎ আরও বলেন, "আমার পরিচালিত 'আদরিণী' ছবির ইলেকট্রনিক রাইট নিয়েছিল ইটিভি । উনিই আমার কাছে চেয়েছিলেন ছবিটার স্বত্ত্ব । বেশ অনেকবার ইটিভি চ্যানেলে দেখানো হয় সেই ছবি । এটাও আমার কাছে এক বড় প্রাপ্তি । ভেবেছি আমার নতুন ছবি 'অগ্নিযুগ: দ্য ফায়ার'-এর শ্যুটিং কিছুটা ওখানে করব । রামোজি রাও বেঁচে থাকলে শুনে খুশি হতেন।" তিনি বলেন, "কলকাতায় ইটিভি বাংলা আয়োজিত এক অনুষ্ঠানে আমাকে নিমন্ত্রণ জানান রামোজি রাও । আজ আমার মনটা ভালো লাগছে না একেবারে । পণ্ডিত মানুষ, জ্ঞানী মানুষ ছিলেন । খুব বড় ক্ষতি হয়ে গেল আজ । ওঁর আত্মার শান্তি কামনা করি ।"

চলচ্চিত্র জগতে এক বিশেষ নাম রামোজি রাও ৷ বিশ্বের বৃহত্তম ফিল্ম সিটি তৈরি করে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বহু মানুষের কাজের ব্যবস্থা করে দিয়েছেন তিনি ৷ তাঁকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য শনিবার সকাল থেকে তাঁর তৈরি সেই ফিল্ম সিটিতে ভিড় জমান বহু মানুষ ৷ তাঁর মৃত্যুতে মিডিয়া-চলচ্চিত্র জগতে নক্ষত্রপতন ঘটল ৷

ABOUT THE AUTHOR

...view details