হায়দরাবাদ, 6 অক্টোবর: প্রকাশ্যে এল নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত 'বহুরূপী'র টিজার ৷ এর আগে শুধুমাত্র মিউজিক ব্যবহার করে আবির-শিবপ্রসাদের চরিত্রেকে দর্শকদের সামনে তুলে আনেন পরিচালক ৷ এবার অতিরিক্ত সংযোজন সংলাপ ৷ এসআই সুমন্ত ঘোষালের ব্যর্থতার গল্প বলবে 'বহুরূপী' ৷ উইন্ডোজ প্রযোজনা সংস্থার তরফে শুক্রবার টিজার সামনে আনা হয় ৷ ছবিতে একজন ডাকাতের ভূমিকায় শিবপ্রসাদ ৷ যে কি না, বারবার নিজের ভোল পালটায় ৷ কীভাবে সুমন্ত-বিক্রম মুখোমুখি যুদ্ধে নামে, তা দেখার অপেক্ষায় দর্শকরা ৷
আসলে প্রতিবাছর দুর্গা পুজোয় একাধিক বাংলা সিনেমা মুক্তি পায় ৷ সৃজিত মুখোপাধ্যায়ের 'টেক্কা'র পাশাপাশি মুক্তি পাচ্ছে 'বহুরূপী' ৷ গত বছর পুজোয় পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় দর্শকদের বশ করেছিলেন 'রক্তবীজ' ছবিতে ৷ টিজারে উঠে আসে পুলিশ সুমন্ত ঘোষালের কাহিনী ৷ নাম ভূমিকায় আবির চট্টোপাধ্যায় ৷ অন্যদিকে, বিক্রম অর্থাৎ ডাকাত চরিত্রে শিবপ্রসাদ ৷ টিজারে জমে ওঠে বিড়াল-ইঁদুরের ধরাধরি খেলা ৷ গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে ঋতাভরী চক্রবর্তী, কৌশানি মুখোপাধ্যায়কে ৷