হায়দরাবাদ, 28 অগস্ট: দু'মাস আগেই দক্ষিণী তারকা প্রভাস সিনেপর্দায় সুনামি আনেন ৷ 'কল্কি' ঝড়ে উড়ে গিয়েছে অনেক বড় বড় তারকার বক্সঅফিস রিপোর্ট ৷ বছর শেষে আসছেন আরও এক দক্ষিণী তারকা ৷ ডিসেম্বরে ফের শুরু হবে 'পুষ্পা রাজ' ৷ বুধবার থেকে দিন গোনা শুরু করলেন অভিনেতা আল্লু অর্জুন ৷ সামনে আনলেন 'পুষ্পা: দ্য রুল' ছবির নতুন পোস্টার ৷
আর অপেক্ষা করা যাচ্ছে না...! কাউন্ট ডাউন শুরু করে দিলেন আল্লু অর্জুন - Pushpa 2 The Rule - PUSHPA 2 THE RULE
New poster of Pushpa 2 The Rule: দুর্গাপুজোর কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে ৷ 50 দিনও আর বাকি নেই ৷ অভিনেতা আল্লু অর্জুনও দিন গুনতে শুরু করেছেন ৷ আর কতদিন পর ডিসেম্বরের 6 তারিখ আসবে তারই অপেক্ষায় অভিনেতা ৷
By ETV Bharat Entertainment Team
Published : Aug 28, 2024, 5:26 PM IST
প্রযোজনা সংস্থা মাইথ্রি মুভি এদিন এই পোস্টার সামনে আনে ৷ পোস্টার শেয়ার করেন আল্লু অর্জুনও ৷ ক্যাপশনে লেখা, "আর মাত্র 100 দিন বাকি পুষ্পা 2 দ্য রুলের জন্য ৷ তৈরি হয়ে যান, আইকনিক বক্স অফিস অভিজ্ঞতার জন্য ৷ সিনেমার পর্দায় পুষ্পা রাজ শুরু হবে 6 ডিসেম্বর 2024 ৷ পুষ্পা রাজত্বের সাক্ষী থাকতে অপেক্ষার 100 দিন ৷" নতুন পোস্টারে আল্লুর ইনটেন্স লুক দেখে মোহিত অনুরাগীরা ৷ সোশাল মিডিয়ায় বইছে কমেন্টের বন্যা ৷ পোস্টারে দেখা গিয়েছে, লাল রঙের ব্যাকগ্রাউন্ডে অর্জুনের চোখে যেন প্রতিশোধের আগুন জ্বলছে ৷ নতুন করে সকলের মনে রাজ করতে প্রস্তুত পুষ্পা ৷
সুকুমার পরিচালিত এই ছবিতে দেখা যাবে রশ্মিকা মন্দানা ও ফাওয়াদ ফাসিলকে ৷ 'পুষ্পা: দ্য রুল' যেখানে শেষ হয়েছে সেখান থেকেই শুরু হচ্ছে এই ছবির কাহিনী ৷ ফের একবার মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতায় নামতে চলেছে পুলিশ অফিসার ভানওয়ার সিং শেখাওয়াত ও পুষ্পা ৷ ইতিমধ্যেই ছবির দুটি গান নির্মাতারা প্রকাশ করেছেন ৷ 'পুষ্পা' টাইটেল সং ও রোমান্টিক সং 'আঙ্গারে' ইতিমধ্যেই লাখ লাখ ভিউ পেয়ে গিয়েছে ৷ এখন আল্লু অর্জুনের মতোই অনুরাগীরা পুষ্পা ছবির মুক্তির অপেক্ষায় দিন গুনছেন ৷