পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

তৃতীয়বার মোদি সরকার! আভাস মিলতেই রেকর্ড উচ্চতায় সেনসেক্স-নিফটি - Share Market - SHARE MARKET

Indian Stock Market: মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফলপ্রকাশ হতে চলেছে ৷ তার আগে তৃতীয়বার মোদি সরকারের পূর্বাভাস মিলতেই সোমবার ঊর্ধ্বমুখী শেয়ার সূচক ৷ সর্বকালের রেকর্ড উচ্চতা ছুঁল সেনসেক্স-নিফটি ৷

Indian Stock Market
শেয়ার বাজার (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jun 3, 2024, 11:49 AM IST

Updated : Jun 3, 2024, 11:56 AM IST

মুম্বই, 3 জুন: বুথ ফেরত সমীক্ষা বলছে, দিল্লির মসনদে আরও একবার বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস অনুযায়ী, লোকসভা নির্বাচনে বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ সরকারের জয় এখন শুধু সময়ের অপেক্ষা ! মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারের তৃতীয়বার দিল্লির মসনদ দখলের পূর্বাভাস মিলতেই ঊর্ধ্বমুখী শেয়ার বাজারের উভয় সূচক ৷ মোদি সরকারের আরও একবার কেন্দ্রের ক্ষমতায় ফেরার ইঙ্গিত আশা জোগাচ্ছে বিনিয়োগকারীদের ৷ এর ফলে সোমবার বাজার খুলতেই সর্বকালের রেকর্ড ছুঁল সেনসেক্স-নিফটি ৷ এ দিন বাজার খুলতেই সেনসেক্স 1859.88 পয়েন্ট বেড়ে রেকর্ড 75,821.19-এর স্তরে খুলেছে । একইভাবে নিফটি 603.85 পয়েন্ট লাফিয়ে 23,134.55 শুরু হয়েছে ।

উল্লেখযোগ্যভাবে, নিফটির 50টি কোম্পানির শেয়ার দরে কোনও পতন হয়নি ৷ নিফটির 50টি শেয়ারেরই আজ দর ঊর্ধ্বমুখী রয়েছে ৷ এই ঘটনাকে বিরল বলেই মনে করছেন বিনিয়োগ বিশেষজ্ঞরা ৷ সেনসেক্স ও নিফটির সর্বকালীন উচ্চতা বাজারের শক্তিশালী বৃদ্ধির আভাস দিচ্ছে । এই বৃদ্ধির বাজারে সবচেয়ে ভালো ব্যবসা করেছে আদানি পোর্টস, আদানি এন্টারপ্রাইজ, পাওয়ার গ্রিড, শ্রীরাম ফাইন্যান্স, এবং এনটিপিসি, যেগুলি উল্লেখযোগ্য লাভের সঙ্গে দালাল স্ট্রিটের কারবারকে গতিময় করেছে।

ফিট আইডিয়ার প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর বরুণ আগরওয়াল বলেছেন, "চলতি অর্থবর্ষের শুরুতেই প্রত্যাশাকে ছাড়িয়ে চিত্তাকর্ষকভাব ভারতের জিডিপি 7.8 শতাংশ বৃদ্ধি পেয়েছে ৷ এই আর্থিক বছরের শেষ পর্যন্ত জিডিপি বৃদ্ধি পেয়ে 8.2 শতাংশে গিয়ে দাঁড়াবে ।" তবে তিনি সতর্ক করে দিয়েছেন যে, নির্বাচনের চূড়ান্ত ফলের আগে বাজারের অস্থিরতা বজায় থাকবে ।

মোদি সরকারের প্রত্যাবর্তনের ইঙ্গিত ভারতীয় শেয়ারবাজারের গতি বৃদ্ধির পাশাপাশি এশিয়ার বাজারগুলিতেও ইতিবাচক প্রভাব ফেলেছে ৷ কোরিয়ার কোস্পি 1.49 শতাংশ বেড়েছে, জাপানের নিক্কেই 1.13 শতাংশ এবং অস্ট্রেলিয়ার ASX200 0.82 শতাংশ বৃদ্ধি পেয়েছে । আমেরিকায় ডাও জোন্স এবং এসএন্ডপি 500 যথাক্রমে 1.51 শতাংশ এবং 0.80 শতাংশ বেড়ে শেয়ারবাজার বন্ধ হয়েছে ৷ যদিও নাসডাক সামান্য হ্রাস পেয়েছে ।

Last Updated : Jun 3, 2024, 11:56 AM IST

ABOUT THE AUTHOR

...view details