হায়দরাবাদ, 2 জানুয়ারি: ডিসেম্বর মাস মানেই উৎসবের মাস ৷ বড়দিন, বর্ষ বিদায়ের পাশাপাশি পিকনিক, আউটিং, বিয়ে, বিবাহবার্ষিকীর মতো কারণ ও ছুতোয় এই মাসে বাড়ে মদের বিক্রি ৷ তাই বলে মাত্র 2 দিনে 684 কোটির মদের বিক্রি? টাকার অঙ্কটা দেখে চোখ কপালে উঠলেও এমনটাই ঘটেছে তেলেঙ্গানায় ৷ জানা গিয়েছে, বছরের শেষ 2 দিনে 684 কোটি টাকার মদ বিক্রি হয়েছে সে রাজ্যে ৷
জানা গিয়েছে, 23 ডিসেম্বর পর্যন্ত তেলেঙ্গানায় যেখানে 193 কোটি টাকার মদ বিক্রি হয়েছিল, সেটাই 30 ডিসেম্বরে বেড়ে 402 কোটি টাকা হয়ে গিয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, গত সপ্তাহে আনুমানিক 1700 কোটি টাকার মদ বিক্রি হয়েছে ৷ শুধুমাত্র 30 এবং 31 ডিসেম্বরে তেলেঙ্গানায় বিক্রি হয়েছে 684 কোটি টাকার মদ। এই চাহিদা মেটাতে দোকানগুলিতে উল্লেখযোগ্যভাবে মদ মজুদ করা হয়েছিল। জানা গিয়েছে, 22 থেকে 31 ডিসেম্বরের মধ্যে, দুটি রবিবার, বড়দিন এবং তিনটি সরকারি ছুটির দিন বাদে, বাকি সাত দিন মদের দোকানগুলিতে রেকর্ড চাহিদা দেখা গিয়েছে।
বছরের শেষ 8 দিনের কোনদিন কত টাকার মদ বিক্রি হল তেলেঙ্গানায়?
- 23 ডিসেম্বর: 193 কোটি টাকা,
- 24 ডিসেম্বর: 197 কোটি টাকা,
- 26 ডিসেম্বর: 192 কোটি টাকা,
- 27 ডিসেম্বর: 187 কোটি টাকা,
- 28 ডিসেম্বর: 191 কোটি টাকা,
- 29 ডিসেম্বর: 51 কোটি টাকা,
- 30 ডিসেম্বর: 402 কোটি টাকা,
- 31 ডিসেম্বর: 282 কোটি টাকা ৷
অন্ধ্র প্রদেশে 31 ডিসেম্বরে 200 কোটি টাকার মদ বিক্রি:
অন্ধ্র প্রদেশ এই নববর্ষের প্রাক্কালে রেকর্ড মদ বিক্রি হয়েছে ৷ শুধুমাত্র 31 ডিসেম্বরেই প্রায় 200 কোটি টাকার বিক্রি হয়েছে ওই রাজ্যে ৷ ওই দিন অন্ধ্র প্রদেশে প্রতি ঘণ্টায় গড়ে 14.28 কোটি টাকার মদ বিক্রি হয়েছে ৷
পশ্চিমবঙ্গে মাসে প্রায় 1,700 কোটি টাকার মদ বিক্রি হয়েছে:
আবগারি বিভাগের একটি সূত্র মারফৎ পাওয়া খবর অনুযায়ী, পশ্চিমবঙ্গজুড়ে প্রতি মাসে গড়ে প্রায় 1,700 কোটি টাকার মদ বিক্রি হয় ৷ শুধুমাত্র কলকাতাতেই প্রায় 300 কোটি টাকার মদ বিক্রি হয়। উৎসবের মাসগুলিতে এই অঙ্কটা অনেকটাই বেড়ে যায় ৷ যেমন, শেষ দুর্গাপুজোর ক'টা দিনে শুধু কলকাতাতেই 148 কোটি টাকার মদ বিক্রি হয়েছিল ৷ ডিসেম্বরে এই বিক্রির পরিমাণ আরও বেড়েছে ৷ তবে এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য এখনও আবগারি বিভাগের তরফে জানা জায়নি ৷