নয়াদিল্লি, 5 নভেম্বর: আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কগুলির (RRBs) জুড়ে যাওয়ার চতুর্থ পর্যায় শুরু করেছেকেন্দ্রীয়অর্থ মন্ত্রক ৷ এই পরিকল্পনার ফলে সরকারি গ্রামীণ ব্যাঙ্কের সংখ্যা বর্তমানে 43 থেকে 28-এ নেমে যাওয়ার সম্ভাবনা।
অর্থ মন্ত্রকের তৈরি পরিকল্পনা (ব্লুপ্রিন্ট) অনুযায়ী, বিভিন্ন রাজ্যের 15টি আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ককে একসঙ্গে জুড়ে দেওয়া হবে। সর্বাধিক চারটি গ্রামীণ ব্যাঙ্ককে অন্ধ্র প্রদেশে সমন্বিত করা হয়েছিল । এর পাশাপাশি উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ (প্রতিটি রাজ্যে তিনটি করে) এবং বিহার, গুজরাত, জম্মু ও কাশ্মীর, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ওড়িশা এবং রাজস্থানের (প্রতিটি রাজ্যে দু'টি করে) ব্যাঙ্ক জুড়ে যাবে। অন্ধ্রপ্রদেশ গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের (APGVB) এবং তেলেঙ্গানা গ্রামীণ ব্যাঙ্কের মধ্যে এই 'মার্জার' সম্পন্ন হবে ৷
এই পর্যায় প্রসঙ্গে অন্ধ্রপ্রদেশ গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের শীর্ষকর্তাদের কাছে পাঠানো একটি চিঠিতে বলা হয়েছে যে, গ্রামীণ সম্প্রসারণ এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কগুলির কৃষি-জলবায়ু বা ভৌগলিক প্রকৃতির পরিপ্রেক্ষিতে এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কগুলির বিশেষ বৈশিষ্ট অর্থাৎ তাদের নিবিড় যোগ বজায় রাখার জন্য এক রাজ্য-এক আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কের লক্ষ্য নির্ধারিত হয়েছে ৷ আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কগুলির আরও সমন্বিতকরণের প্রয়োজন অনুভূত হচ্ছে যাতে আরও বেশি দক্ষ এবং অল্প খরচে উপযুক্ত পরিষেবা ও সুযোগ-সুবিধা পাওয়া যায়।