নয়াদিল্লি, 4 জানুয়ারি: কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা নতুন বছরে সুখবর পেতে পারেন৷ শীঘ্রই তাদের মহার্ঘ ভাতা (DA) এবং মহার্ঘ ত্রাণ (DR) বৃদ্ধির ঘোষণা হতে পারে৷ এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা৷ কীভাবে DA, মহার্ঘ ত্রাণ (DR) হিসাব করা হয় এবং কখন এটি ঘোষণা করা হতে পারে, চলুন তা জেনে নেওয়া যাক...
কীভাবে DA হিসাব করা হয়?
সপ্তম বেতন কমিশনের অধীনে, DA হিসাব করা হয় অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্সের (AICPI) ভিত্তিতে৷ এইবার, জুলাই থেকে ডিসেম্বর 2024 সালের AICPI সূচকের ডেটা সিদ্ধান্ত নেবে সরকার কতটা DA বাড়াবে৷
অক্টোবর 2024 পর্যন্ত প্রকাশিত ডেটা অনুযায়ী, 2025 সালের জানুয়ারিতে 3 শতাংশ DA বৃদ্ধি হতে পারে ৷ কারণ, এই সময়ে AICPI ছিল 144.5৷ তবে নভেম্বর ও ডিসেম্বরের পরিসংখ্যান এখনও প্রকাশিত হয়নি৷ এই দুই মাসেও যদি এই সংখ্যা 145-এর কাছাকাছি থেকে যায়, তবে 2025 সালের জানুয়ারিতে মহার্ঘ ভাতা 3 শতাংশ বেড়ে 56 শতাংশ হয়ে যাবে৷