পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা কবে, কতটা বাড়বে ? জেনে নিন... - DA HIKE 2025

সপ্তম বেতন কমিশনের অধীনে 2025-এর বৃদ্ধি কতটা হবে, তা জুলাই থেকে ডিসেম্বর 2024 সালের AICPI সূচকের ডেটা অনুযায়ী হিসেব করা হবে ৷

DA Hike 2025
সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা কবে, কতটা বাড়বে ? (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jan 4, 2025, 6:13 PM IST

নয়াদিল্লি, 4 জানুয়ারি: কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা নতুন বছরে সুখবর পেতে পারেন৷ শীঘ্রই তাদের মহার্ঘ ভাতা (DA) এবং মহার্ঘ ত্রাণ (DR) বৃদ্ধির ঘোষণা হতে পারে৷ এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা৷ কীভাবে DA, মহার্ঘ ত্রাণ (DR) হিসাব করা হয় এবং কখন এটি ঘোষণা করা হতে পারে, চলুন তা জেনে নেওয়া যাক...

কীভাবে DA হিসাব করা হয়?

সপ্তম বেতন কমিশনের অধীনে, DA হিসাব করা হয় অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্সের (AICPI) ভিত্তিতে৷ এইবার, জুলাই থেকে ডিসেম্বর 2024 সালের AICPI সূচকের ডেটা সিদ্ধান্ত নেবে সরকার কতটা DA বাড়াবে৷

অক্টোবর 2024 পর্যন্ত প্রকাশিত ডেটা অনুযায়ী, 2025 সালের জানুয়ারিতে 3 শতাংশ DA বৃদ্ধি হতে পারে ৷ কারণ, এই সময়ে AICPI ছিল 144.5৷ তবে নভেম্বর ও ডিসেম্বরের পরিসংখ্যান এখনও প্রকাশিত হয়নি৷ এই দুই মাসেও যদি এই সংখ্যা 145-এর কাছাকাছি থেকে যায়, তবে 2025 সালের জানুয়ারিতে মহার্ঘ ভাতা 3 শতাংশ বেড়ে 56 শতাংশ হয়ে যাবে৷

কর্মচারীরা কতটা উপকৃত হবে?

অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্সের (AICPI) ভিত্তিতে কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়৷ গত মাসের তথ্যে দেখা যাচ্ছে, কেন্দ্র নতুন বছরে ডিএ 53 শতাংশ থেকে বাড়িয়ে 56 শতাংশ করতে পারে৷ মহার্ঘ ভাতার এই 3 শতাংশ বৃদ্ধি কেন্দ্রীয় কর্মীদের মাসিক বেতন বৃদ্ধি করতে পারে৷ ডিএ ও ডিআর 3 শতাংশ বাড়ানো হলে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের প্রাপ্ত বেতন বা পেনশনের অঙ্কে বড় ধরনের পরিবর্তন ঘটবে৷

ডিএ বৃদ্ধি কবে ঘোষণা করা হবে?

সপ্তম বেতন কমিশনের অধীনে, ডিএ বছরে দুবার সংশোধন করা হয়৷ প্রথমবার জানুয়ারিতে এবং দ্বিতীয়বার জুলাইয়ে৷ এআইসিপিআই সূচকের গড় উপর ভিত্তি করে এই সংশোধন করা হয়েছে৷ এবার জানুয়ারি 2025-এর DA সংশোধন করা হবে জুলাই থেকে ডিসেম্বর 2024 সালের AICPI তথ্যের উপর ভিত্তি করে৷ কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধির আনুষ্ঠানিক ঘোষণা মার্চ মাসে হয়৷

আরও পড়ুন
এবার থেকে 53% মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মীরা, নগদ মাইনে কতটা বাড়ছে ?
বকেয়া ডিএ আদায়ে নবান্নের দুয়ারে অবস্থান-মহামিছিল কর্মসূচি সংগ্রামী যৌথ মঞ্চের

ABOUT THE AUTHOR

...view details