পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

দেশজুড়ে সস্তা আমুলের দুগ্ধজাত পণ্য! কতটা কমানো হল দুধের দাম? - AMUL CUTS MILK PRICES

গুজরাত কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন (GCMMF) শুক্রবার সারা দেশে আমুল দুধের দাম কমানোর কথা ঘোষণা করেছে। অন্যান্য দুগ্ধজাত পণ্যের দামেও এর প্রভাব দেখা যাবে।

Amul Cuts Milk Prices
সস্তা হল আমুলের দুধ (ইটিভি ভারত)

By PTI

Published : Jan 25, 2025, 7:54 AM IST

নয়াদিল্লি, 25 জানুয়ারি: আমুলের গ্রাহকদের জন্য সুখবর! গুজরাত কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন (GCMMF) শুক্রবার ঘোষণা করেছে যে আমুল দুধের দাম 1 টাকা কমানো হয়েছে৷ উৎপাদন খরচ কমানো ও বাজার চাহিদার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

গুজরাত কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন-এর ঘোষণা অনুযায়ী, দিল্লিতে আমুল গোল্ড দুধের দাম লিটার প্রতি 68 টাকা থেকে কমে 67 টাকা হয়েছে৷ পাশাপাশি, আমুল তাজার দাম এখন প্রতি লিটারে 56 টাকা থেকে কমে 55 টাকা হচ্ছে৷

কেন দাম কমল?

জিসিএমএমএফের ম্যানেজিং ডিরেক্টর জয়েন মেহতা জানিয়েছেন যে, গ্রাহকদের স্বস্তি দিতে এবং দুধের প্রাপ্যতা বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে৷ তিনি বলেন, "উৎপাদন খরচ কমানো এবং উন্নত ব্যবস্থাপনার কারণে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি৷ আমাদের লক্ষ্য সব সময়ই উপভোক্তাদের ন্যায্যমূল্যে ভালো মানের দুধ সরবরাহ করা৷"

মুদ্রাস্ফীতিতে স্বস্তির খবর:

এই দাম কমার সরাসরি প্রভাব বাজারে পড়বে, যে কারণে অন্যান্য দুগ্ধজাত পণ্যের দামেও এর ইতিবাচক প্রভাব দেখা যাবে৷ উপভোক্তারা এই দাম কমায় মুদ্রাস্ফীতির পরিস্থিতিতে কিছুটা হলেও স্বস্তি পাবেন সাধারণ মানুষ৷ আমুল দুধের দাম কমানোর ফলে বেদান্ত, দুধ রত্ন এবং সুরভির মতো অন্যান্য ব্র্যান্ডগুলিও এই পরিবর্তনের প্রভাবে তাদের পণ্যের দাম আগামিদিনে কমাতে পারে বলে অনুমান করা হচ্ছে ৷

আমুলের ব্যবসা বেড়েছে:

সংবাদ সংস্থা পিটিআই-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, 2023-24 আর্থিক বছরে গুজরাত কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন (GCMMF)-এর ব্যবসা 8 শতাংশ বেড়ে 59,445 কোটি টাকা হয়েছে৷ জিসিএমএমএফের ম্যানেজিং ডিরেক্টর এর আগে জানিয়েছিলেন, গুজরাত কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন গত অর্থবর্ষে (2023-24) প্রতিদিন গড়ে 310 লক্ষ লিটার দুধের প্রক্রিয়াকরণ করেছে৷ জিসিএমএমএফের মোট বার্ষিক দুধ প্রক্রিয়াকরণ ক্ষমতা প্রায় 500 লাখ লিটার৷ দেশীয় বাজার ছাড়াও জিসিএমএমএফ প্রায় 50টি দেশে দুগ্ধজাত পণ্য রফতানি করে৷

আরও পড়ুন
ভোট মিটতেই দাম বাড়ল দুধের, লিটারে 2 টাকা বৃদ্ধি আমূলের
ডিম-মাংস-দুধ উৎপাদনে এগিয়ে বাংলা, দাবি মুখ্যমন্ত্রীর

ABOUT THE AUTHOR

...view details