পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বদলে গেল জোম্যাটো ! এবার থেকে খাবার অর্ডার করবেন কীভাবে ? - ZOMATO NEW NAME

দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ জোম্যাটো। এবার থেকে সংস্থার নাম হবে 'ইটারনাল'। জোম্যাটোর সিইও দীপিন্দর গোয়েল এমনটাই জানিয়েছেন।

ZOMATO NEW NAME
বদলে গেল জোম্যাটো (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Feb 7, 2025, 9:37 AM IST

নয়াদিল্লি, 7 ফেব্রুয়ারি:এক ক্লিকে রেস্তোরাঁ থেকে হাতের নাগালে খাবার পৌঁছে দেওয়ার সংস্থার নাম এবার বদলে যাচ্ছে ৷ জোম্যাটোর নতুন নাম 'ইটারনাল' ৷ বৃহস্পতিবার স্টক এক্সচেঞ্জ ফাইলিংয়ে জোম্যাটোর সিইও দীপিন্দর গোয়েল এমনটাই জানিয়েছেন ৷ বোর্ড অফ মেম্বারস এই নাম পরিবর্তনের ব্যাপারে ইতিমধ্যেই অনুমোদন দিয়েছে।

নাম বদলের কারণ হিসাবে সংস্থার তরফে জানানো হয়েছে, এই ব্যবসা এখন আর শুধু অনলাইন খাবার ডেলিভারিতে সীমাবদ্ধ নেই। আরও একাধিক ই-কমার্স ও ক্যুইক কমার্স ব্যবসায় টক্কর দিচ্ছে ৷ এ সবকিছু মাথায় রেখেই সংস্থার নাম বদলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জোম্যাটোর প্রতিষ্ঠাতা এবং সিইও দীপিন্দর গোয়েল শেয়ার হোল্ডারদের উদ্দেশে একটি চিঠিতে জানিয়েছেন, বোর্ড আজ (বৃহস্পতিবার) এই পরিবর্তনটি অনুমোদন করেছে ৷ আমি আমাদের শেয়ারহোল্ডারদেরও এই পরিবর্তন যাতে সমর্থন করা হয় তার জন্য অনুরোধ করছি। আমাদের কর্পোরেট ওয়েবসাইট zomato.com থেকে eternal.com-এ রূপান্তরিত হল। আমরা আমাদের লোগো পরিবর্তন করব ৷ বর্তমানে বাজারে জোম্যাটোর বদলে ইটারনালে মোট চারটি ব্র্যান্ড থাকছে, জোমাটো, ব্লিঙ্কিট, ডিস্ট্রিক্ট এবং হাইপারপিওর ৷

ওই চিঠিতে কর্ণধারের আরও উল্লেখ করেন, তবে জোম্যাটো অ্যাপের নাম একই থাকবে । কোম্পানির সিইও জানান, অনলাইন ফুড ডেলিভারির ব্যবসার নাম জোম্যাটোই থাকবে। Zomato Ltd-এর নাম বদলে হবে Eternal Ltd। সংস্থার অংশীদাররা এই নাম বদলে সম্মতি দিলে ওয়েবসাইটে নাম পরিবর্তন যাবে। স্টক মার্কেটেও তখন থেকে এই শেয়ারের নাম ETERNAL হয়ে যাবে ৷

সিইও দীপিন্দর বলেন, "সংস্থার পক্ষ থেকে ব্লিঙ্কিট অধিগ্রহণের পরেই নাম পরিবর্তন করার চিন্তাভাবনা শুরু করে দেওয়া হয়েছিল। আমরা আরও ভেবেছিলাম যে কোম্পানির নাম পরিবর্তন করে Eternal রাখব ৷ যা Zomato-র বাইরেও আমাদের ভবিষ্যত একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হয়ে উঠবে।"

ABOUT THE AUTHOR

...view details