পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সাপের বিষ পাচার মামলায় গ্রেফতার ইউটিউবার এলভিশ যাদব - Youtuber Elvish Yadav Arrested

Youtuber Elvish Yadav Arrested: গ্রেফতার হলেন ইউটিউবার তথা বিগ বস ওটিটি জয়ী এলভিশ যাদব ৷ রবিবার নয়ডা পুলিশ তাঁকে গ্রেফতার করেছে ৷ গতবছর একটি রেভ পার্টিতে সাপের বিষ সরবরাহ করার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷

ETV BHARAT
ETV BHARAT

By PTI

Published : Mar 17, 2024, 5:54 PM IST

নয়াদিল্লি, 17 মার্চ: গতবছর নভেম্বর মাসে একটি রেভ পার্টিতে সাপের বিষ সরবরাহের মামলায় গ্রেফতার ইউটিউবার এলভিশ যাদব ৷ রবিবার নয়ডা পুলিশের সেক্টর 20 থানার পুলিশ এই তারকা ইউটিউবারকে গ্রেফতার করেছে ৷ অভিযোগ ওই পার্টিতে এলভিশ যাদব একাধিক সাপ ও সাপের বিষ সরবরাহ করেছিলেন ৷ মাদক হিসেবে সেবন করার জন্য সেগুলি ওই পার্টিতে সরবরাহ করা হয়েছিল ৷ গত 3 নভেম্বরের এই ঘটনায় আগেই 5 জনকে গ্রেফতার করেছিল পুলিশ ৷

সংবাদসংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী, এলভিশ যাদবের বিরুদ্ধে বন্যপ্রাণ সংরক্ষণ আইন (1972) ও অপরাধমূলক ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে 120বি (ভারতীয় দণ্ডবিধি) ধারায় মামলা রুজু করা হয়েছিল ৷ এই ঘটনায় আগে একাধিকবার এলভিশকে জিজ্ঞাসাবাদ করেছিল সেক্টর 49 ও 20 থানার পুলিশ ৷ উল্লেখ্য, 3 নভেম্বর পুলিশ খবর পায় নয়ডার সেক্টর 51 এলাকার একটি ব্যাঙ্কোয়েট হলে রেভ অর্থাৎ, নিষিদ্ধ মাদক সেবনের পার্টি চলছে ৷ সেখানে সাপের বিষ মাদক হিসেবে ব্যবহার করা হচ্ছে ৷ খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে হানা দেয় ৷

ঘটনাস্থল থেকে 5 জনকে গ্রেফতার করা হয় ৷ উদ্ধার করা হয় 9টি সাপ ৷ যার মধ্যে 5টি কোবরা ছিল বলে জানা গিয়েছে ৷ সঙ্গে ধৃতদের কাছ থেকে 20 মিলিলিটার সাপের বিষ বাজেয়াপ্ত করে পুলিশ ৷ তদন্তকারীরা জানিয়েছিলেন, ঘটনাস্থলে এলভিশ যাদব ছিলেন না ৷ তবে, যেহেতু এলভিশের নাম উঠে এসেছিল, তাই পুলিশ বিষয়টি তদন্ত শুরু করে ৷ তবে, এলভিশের নামে সেক্টর 49 থানার যে সাব-ইন্সপেক্টর এফআইআর দায়ের করেছিলেন, তাঁকে পরবর্তী সময়ে সরিয়ে দেওয়া হয় ৷

পুলিশ আধিকারিককে সরিয়ে দিলেও বিষয়টি চেপে থাকেনি ৷ 'পিপলস ফর অ্যানিম্যাল' নামে একটি সংস্থার কর্মীরা বিষয়টি নিয়ে সরব হয় ৷ যে সংস্থার চেয়ারপার্সন বিজেপি সাংসদ মানেকা গান্ধি ৷ এরপর তিনি এই মামলায় হস্তক্ষেপ করতেই নয়ডা পুলিশ নড়েচড়ে বসে ৷ মামলাটি নয়ডার সেক্টর 20 থানায় স্থানান্তরিত করা হয় ৷

মানেকা গান্ধি এলভিশের বিরুদ্ধে রেভ পার্টিতে সাপ ও সাপের বিষ সরবরাহের অভিযোগ তোলেন ৷ অভিযোগ ছিল ওই ঘটনার দিনেই এলভিশ নয়ডা থেকে পালিয়ে রাজস্থানের কোটায় চলে যান ৷ সেখানে 4 নভেম্বর রাজস্থান পুলিশ এলভিশকে জিজ্ঞাসাবাদ করে ৷ পরবর্তী সময়ে সেক্টর 20 থানার আধিকারিকরা এলভিশকে জিজ্ঞাসাবাদ করে ৷ অবশেষে সেই মামলায় গ্রেফতার হলেন ইউটিউবার তথা বিগ বস ওটিটি 2 জয়ী এলভিশ যাদব ৷ এই মামলায় নভেম্বর মাসে ধৃত বাকি পাঁচজন বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন ৷

আরও পড়ুন:

  1. ফের বিতর্কে এলভিস, ইউটিউবার সাগর ঠাকুরকে মারধরের অভিযোগ
  2. সাপের বিষ সংক্রান্ত এলভিশ যাদব মামলায় বদলি তদন্তকারী আধিকারিক

ABOUT THE AUTHOR

...view details