পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সংসদে তরুণ প্রজন্ম, মাত্র 25 বছর বয়সেই বাজিমাৎ করলেন যাঁরা - Lok Sabha Election Results 2024

Youngest Winners: সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বেশ কয়েকজন একেবারে তরুণ প্রার্থী মাত্র 25 বছর বয়সেই বিজয়ের স্বাদ উপভোগ করেছেন । দেখে নেব কারা রয়েছেন সেই তালিকায় ৷

ETV BHARAT
2024 সালের লোকসভা নির্বাচনে 25 বছর বয়সি বিজয়ীরা (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Jun 5, 2024, 7:57 PM IST

হায়দরাবাদ, 5 জুন: আমাদের দেশে লোকসভা বা বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সর্বনিম্ন বয়স 25 বছর । এত কম বয়সে আইনসভায় প্রবেশের সুযোগ খুব কমই পাওয়া যায় । আর যদিওবা সুযোগ মেলে, তবে জয়ের সম্ভাবনা থাকে ক্ষীণ ৷ তবে এ বারের প্রার্থীদের তালিকায় থাকা 25 বছর বয়সি বেশ কয়েকজন ভোটে জিতে আলোড়ন সৃষ্টি করেছেন ৷ এত অল্প বয়সে ভোটের ময়দানে তাঁদের জয়কে কুর্নিশ জানিয়েছে বহু মানুষ ৷ এমনই তরুণ প্রার্থীদের সাফল্যের কাহিনির দিকে এবার চোখ রাখব ৷

পুষ্পেন্দ্র সরোজ: দেশের সর্বকনিষ্ঠ সাংসদ হিসেবে এ বার লোকসভায় পদার্পণ করতে চলেছেন উত্তরপ্রদেশের কৌশাম্বী লোকসভার সমাজবাদী পার্টির প্রার্থী পুষ্পেন্দ্র সরোজ ৷ তাঁর বয়স 25 বছর ৷ শুধু বয়স নয়, ওই কেন্দ্রে তাঁর জয় বিশেষ তাৎপর্যপূর্ণ আরও একটি কারণে ৷ বিদায়ী বিজেপি সাংসদ বিনোদ কুমার সোনকারকে এক লাখেরও বেশি ভোটে পরাজিত করেছেন পুষ্পেন্দ্র সরোজ ৷ এই তরুণ সাংসদ উত্তরপ্রদেশ সরকারের 5 বারের বিধায়ক এবং মন্ত্রী ইন্দ্রজিৎ সরোজের ছেলে ।

লোকসভা নির্বাচনে সমাজবাদী পার্টির প্রার্থী পুষ্পেন্দ্র সরোজ মোট 5,09,787 ভোট পেয়েছেন ৷ তাঁর প্রতিপক্ষ বিনোদ কুমার সোনকর পেয়েছেন 4,05,843 ভোট । পুষ্পেন্দ্র এই নির্বাচনে 1,03,944 ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন এবং এই জয়ের ফলে তিনি এবার সংসদে কৌশাম্বী লোকসভা কেন্দ্রের প্রতিনিধিত্ব করবেন ।

প্রিয়া সরোজ: উত্তরপ্রদেশের আরও এর 25 বছর বয়সি প্রার্থী সংসদে যেতে চলেছেন । সমাজবাদী পার্টির প্রার্থী প্রিয়া সরোজ উত্তরপ্রদেশের মছলিশহর লোকসভা আসন থেকে 35,850 ভোটের ব্যবধানে জিতেছেন । প্রিয়া সরোজ তিনবারের লোকসভা সাংসদ তুফানি সরোজের মেয়ে । বর্তমান বিজেপি সাংসদ ভোলা নাথকে হারিয়ে তোলপাড় ফেলে দিয়েছেন প্রিয়া । বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ ভোলা নাথ 4,15,442 ভোট পেয়েছেন এবং প্রিয়া পেয়েছেন 4,51,292 ভোট ।

শাম্ভবী চৌধুরী: বিহারের নীতীশ কুমার সরকারের মন্ত্রী অশোক চৌধুরীর মেয়ে শাম্ভবী চৌধুরী 18তম লোকসভার কনিষ্ঠ সাংসদদের অন্যতম ৷ 25 বছর বয়সী শাম্ভবী চৌধুরী বিহারের সমস্তিপুর লোকসভা আসন থেকে লোক জনশক্তি পার্টির (রাম বিলাস) হয়ে ভোটে লড়েন ৷ তিনি পেয়েছেন 5,79,786 ভোট ৷ কংগ্রেস প্রার্থী সানি হাজারীকে 1,87,251 ভোটের ব্যবধানে পরাজিত করেন শাম্ভবী । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর সমর্থনে জনসভা করার সময় সমাবেশে শাম্ভবীর প্রশংসা করেছিলেন এবং বলেছিলেন যে, তিনি এনডিএ-র সর্বকনিষ্ঠ প্রার্থী । এবার 25 বছর বয়সি শাম্ভবী সংসদে তাঁর লোকসভা কেন্দ্রের জনগণের প্রতিনিধিত্ব করবেন ।

সঞ্জনা জাটভ: রাজস্থানের ভরতপুর লোকসভা আসন থেকে কংগ্রেস প্রার্থী সঞ্জনা জাটভও অন্যতম তরুণ সাংসদ হতে চলেছেন ৷ তিনি সংসদে তাঁর লোকসভা কেন্দ্র ভরতপুরের প্রতিনিধিত্ব করবেন । তিনি বিজেপির রামস্বরূপ কলিকে 51,983 ভোটের ব্যবধানে পরাজিত করেছেন । এই নির্বাচনে সঞ্জনা জাটভ পেয়েছেন 5,79,890 ভোট । সঞ্জনা 2023 সালের নভেম্বরে রাজস্থান বিধানসভা নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ৷ তবে সেবার বিজেপি প্রার্থীর কাছে মাত্র 409 ভোটে হেরে গিয়েছিলেন তিনি । সঞ্জনা জাটভের বয়সও 25 বছর ।

ABOUT THE AUTHOR

...view details