হায়দ্রাবাদ, 21 নভেম্বর: পরিকাঠামো বাড়ানো থেকে শুরু করে পঠন-পাঠনের মান আরও ভালো করতে ইন্ডিয়ান স্কুল অফ বিজনেজকে আর্থিক সাহায্য করল রামোজি ফাউন্ডেশন। কর্পোরেট সোশাল রেসপনসিবিলিটির আওতায় ফাউন্ডেশনের তরফে 30 কোটি টাকা দেওয়া হয়েছে এই বিশিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে। এই টাকা দিয়ে হায়দরাবাদ ক্যাম্পাসের পরিকাঠামো উন্নয়নের কাজ হবে বলে জানা গিয়েছে।
আইএসবি জানিয়েছে, অর্থ দিয়ে 430 আসনের একটি অডিটোরিয়াম তৈরি হবে। তাতে আন্তর্জাতিক মানের সম্মেলন থেকে শুরু করে সেমিনার আয়োজিত হবে। সেখানে দেশ-বিদেশের খ্যাতনামা অধ্যাপকরাও পড়াতে আসবেন। এই প্রসঙ্গে আইএসবির বোর্ডের চেয়ারপার্সন হরিশ মানওয়ানি বলেন, "আমাদের লক্ষ্য পড়ুয়াদের নিত্যনতুন জিনিস শেখানো এবং গবেষণার জন্য একটি বিশ্বমানের প্রতিষ্ঠান হয়ে ওঠা। তার জন্য আমাদের যাঁরা সাহায্য করছেন তাঁদের প্রতি আমরা কৃতজ্ঞ। এই সাহায্যের জন্য আমরা রামোজি ফাউন্ডেশনের কাছে কৃতজ্ঞ। সেরা হয়ে ওঠার প্রয়াসে পরিকাঠামোগত উন্নয়ন খুবই দরকারি। সেদিক থেকে এই অর্থ-সাহায্য আমাদের অনেকটা এগিয়ে দেবে বলে আমি মনে করি।”
শিক্ষা প্রতিষ্ঠানের ডিন মদন পিল্লুটলা বলেন, "ইতিহাসের দিকে তাকালে বোঝা যাবে বিভিন্ন সময় আমরা অনেকের থেকে অনেক সাহায্য পেয়েছি । রামোজি গ্রুপের এই সাহায্য আমাদের আগামিদিনে আরও এগিয়ে যেতে সাহায্য করবে। আমরা এখন যেভাবে বিশ্বমানের শিক্ষা দিচ্ছি আগামিদিনে তা আরও ভালো করে দিতে পারব।"
অনুষ্ঠানে রামোজি ফাউন্ডেশনের ট্রাস্টি কিরণ চেরিকুরি বলেন, "আমাদের এই উপহার রামোজি রাওয়ের স্মৃতির উদ্দেশে। এই অর্থে একটি বিশ্বমানের অডিটোরিয়াম তৈরি হবে । সেখানে শিক্ষা সংক্রান্ত নানা বিষয়ে আলেচনাও হবে। আদতে আইএসবির শিক্ষাগত উৎকর্ষ আমাদের দেশকে বিশেষ করে পঠন-পাঠনকে আগামিদিনে আরও অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। "
আইএসবি
ইন্ডিয়ান স্কুল অফ বিজনেসের খ্যাতি সর্বজনবিদিত। হায়দরাবাদ এবং মোহালির ক্যাম্পাসে উন্নতমানের শিক্ষা দেওয়া হয়ে থাকে। আর সেই সূত্রে বিশ্বের শীর্ষস্থানীয় ব্যবসায়িক বিদ্যালয়গুলির মধ্যে নিজের জায়গা করতে পেরেছে আইএসবি। বিশ্বমানের শিক্ষকদের সাহায্যে আইএসবি পড়ুয়াদের এক অসামান্য উচ্চতায় পৌঁছে দিতে পারে ।
রামোজি ফাউন্ডেশন
রামোজি গ্রুপ 2012 সাল থেকে এই ফাউন্ডেশনটি চালিয়ে আসছে। প্রথম দিন থেকে একাধিক সামাজিক কাজ করে চলেছে ফাউন্ডেশন । পড়াশুনোর সুযোগ থেকে যাঁরা বঞ্চিত তাঁদের সাহায্য করা থেকে শুরু অনাথদের পাশে দাঁড়ায় ফাউন্ডেশন। পাশাপাশি খেলাধুলোর ব্যাপারেও সাহায্য করে । আইএসবির আগে এলবি প্রসাদ আই ইনস্টিটিউট থেকে শুরু করে, জিনম ফাউন্ডেশনের মতো সংস্থাকে অতীতে সাহায্য করেছে রামোজি ফাউন্ডেশন ।