ETV Bharat / bharat

ভয়াবহ দুর্ঘটনা ! ডাম্পারের সঙ্গে গাড়ির ধাক্কায় মৃত্যু 5 জনের - UDAIPUR ROAD ACCIDENT

প্রত্যক্ষদর্শীদের দাবি, রাস্তার বিপরিত দিকে চলে আসে ডাম্পারটি ৷ দ্রুত গতিতে এসে গাড়িটিতে ধাক্কা মারে ৷ ঘটনায় 5 জনের মৃত্যু হয় ৷

UDAIPUR ROAD ACCIDENT
ডাম্পারের সঙ্গে গাড়ির ধাক্কায় মৃত্যু 5 জনের (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 22, 2024, 1:12 PM IST

উদয়পুর, 22 নভেম্বর: ভয়াবহ দুর্ঘটনা রাজস্থানের উদয়পুরে ৷ ডাম্পারের সঙ্গে গাড়ির ধাক্কায় প্রাণ গেল 5 যুবকের ৷ মৃতদের মধ্যে এক স্থানীয় পুলিশ কর্মীর ছেলে রয়েছে বলে জানা গিয়েছে ৷ বৃহস্পতিবার রাতে উদয়পুরের আম্বেরি গ্রামে দুর্ঘটনাটি ঘটে ৷

জানা গিয়েছে, আম্বারি থেকে দেবারির দিকে যাচ্ছিল গাড়িটি ৷ সেই সময়, রাস্তা ভুল করে বিপরিত দিকে চলে আসে একটি ডাম্পার ৷ ছোট গাড়িটির সামনে দিকে এসে ধাক্কা মারে দ্রুত গতিতে আসা ডাম্পারটি ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির মধ্য়ে থাকা 5 যুবকের ৷ স্থানীয়দের দাবি, ডাম্পারের চালক গাড়ির গতি থামানোর যথাসাধ্য চেষ্টা করলেও শেষ রক্ষা করতে পারেনি ।

ডাম্পারের সঙ্গে ধাক্কায় গাড়ির সামনের অংশ সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায় ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় সুখের থানার পুলিশ ৷ স্থানীয়দের সাহায্য়ে গাড়ি থেকে তাদের বের করে আনা হয় ৷ এরপর ময়নাতদন্তের জন্য দেহগুলিকে স্থানীয় এমবি হাসপাতালে পাঠানো হয় ৷ পুলিশ ডাম্পারটি আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে ৷

ঘটনাপ্রসঙ্গে সুখের থানার স্টেশন অফিসার হিমাংশু সিং রাজাওয়াত বলেন, "গাড়ির মধ্যে থাকা প্রত্যেকের ঘটনাস্থলেই মারা যান ৷ তাঁদের মধ্যে একজন সুখের থানার হেড কনস্টেবলের ছেলে ৷ দুর্ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে ৷ অভিযুক্ত ডাম্পার চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।" তিনি জানান নিহতরা হলেন, রাজসমন্দের দেলওয়ারা এলাকার বাসিন্দা হিম্মত খটিক (32), বেদলার বাসিন্দা পঙ্কজ নাগারচি (24), খারোল কলোনি অম্বমাতার বাসিন্দা গোপাল নগরচি (27) এবং সিসমার বাসিন্দা গৌরব জিনগর (23) ৷

পড়ুন: গরুকে বাঁচাতে গিয়ে গাছে ধাক্কা চারচাকার, মৃ্ত্যু বাবা-মা ও 2 সন্তানের

উদয়পুর, 22 নভেম্বর: ভয়াবহ দুর্ঘটনা রাজস্থানের উদয়পুরে ৷ ডাম্পারের সঙ্গে গাড়ির ধাক্কায় প্রাণ গেল 5 যুবকের ৷ মৃতদের মধ্যে এক স্থানীয় পুলিশ কর্মীর ছেলে রয়েছে বলে জানা গিয়েছে ৷ বৃহস্পতিবার রাতে উদয়পুরের আম্বেরি গ্রামে দুর্ঘটনাটি ঘটে ৷

জানা গিয়েছে, আম্বারি থেকে দেবারির দিকে যাচ্ছিল গাড়িটি ৷ সেই সময়, রাস্তা ভুল করে বিপরিত দিকে চলে আসে একটি ডাম্পার ৷ ছোট গাড়িটির সামনে দিকে এসে ধাক্কা মারে দ্রুত গতিতে আসা ডাম্পারটি ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির মধ্য়ে থাকা 5 যুবকের ৷ স্থানীয়দের দাবি, ডাম্পারের চালক গাড়ির গতি থামানোর যথাসাধ্য চেষ্টা করলেও শেষ রক্ষা করতে পারেনি ।

ডাম্পারের সঙ্গে ধাক্কায় গাড়ির সামনের অংশ সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায় ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় সুখের থানার পুলিশ ৷ স্থানীয়দের সাহায্য়ে গাড়ি থেকে তাদের বের করে আনা হয় ৷ এরপর ময়নাতদন্তের জন্য দেহগুলিকে স্থানীয় এমবি হাসপাতালে পাঠানো হয় ৷ পুলিশ ডাম্পারটি আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে ৷

ঘটনাপ্রসঙ্গে সুখের থানার স্টেশন অফিসার হিমাংশু সিং রাজাওয়াত বলেন, "গাড়ির মধ্যে থাকা প্রত্যেকের ঘটনাস্থলেই মারা যান ৷ তাঁদের মধ্যে একজন সুখের থানার হেড কনস্টেবলের ছেলে ৷ দুর্ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে ৷ অভিযুক্ত ডাম্পার চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।" তিনি জানান নিহতরা হলেন, রাজসমন্দের দেলওয়ারা এলাকার বাসিন্দা হিম্মত খটিক (32), বেদলার বাসিন্দা পঙ্কজ নাগারচি (24), খারোল কলোনি অম্বমাতার বাসিন্দা গোপাল নগরচি (27) এবং সিসমার বাসিন্দা গৌরব জিনগর (23) ৷

পড়ুন: গরুকে বাঁচাতে গিয়ে গাছে ধাক্কা চারচাকার, মৃ্ত্যু বাবা-মা ও 2 সন্তানের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.