পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অটল সেতু থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা মহিলার, দেখুন হাড়হিম করা ভিডিয়ো - Suicide Attempt - SUICIDE ATTEMPT

Suicide Attempt in Atal Setu: মুম্বইয়ের অটল সেতু থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা 56 বছরের এক মহিলার ৷ চুল ধরে মহিলাকে বাঁচালেন অ্যাপ ক্যাব চালক ৷ পরে পুলিশ এসে উদ্ধার করল মহিলাকে ৷ ঘটনাটি ধরা পড়েছে অটল সেতুতে থাকা সিসিটিভিতে ৷

Suicide Attempt in Atal Setu
অটল সেতু থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা মহিলার (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Aug 17, 2024, 1:06 PM IST

মুম্বই, 17 অগস্ট: অটল সেতু থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক মহিলা ৷ তাঁকে বাঁচাতে চুল ধরে টেনে রাখলেন অ্যাপ ক্যাব চালক ৷ পরে মুম্বই পুলিশ এসে উদ্ধার করল মহিলাকে ৷ ঘটনাটি ধরা পড়েছে অটল সেতুতে থাকা সিসিটিভি ক্যামেরায় ৷ আত্মহত্যার চেষ্টা করা মহিলার নাম রিমা প্যাটেল (56) ৷ যদিও তাঁর দাবি তিনি আত্মহত্যা করছিলেন না ৷ কেবল ভগবানের ছবি জলে ভাসাতে এসেছিলেন ৷

অটল সেতু থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা মহিলার (ইটিভি ভারত)

জানা গিয়েছে, শুক্রবার সন্ধে 7টা নাগাদ অটল সেতুতে এই ঘটনাটি ঘটেছে । পুলিশের থেকে পাওয়া সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, এক মহিলা সেতুর উপরে উঠে রেলিং দিয়ে প্রথমে কালো রংয়ের কিছু একটা জলে ফেললেন ৷ তারপরেই ওই মহিলা জলে ঝাঁপ দিতে যান ৷ সেসময় কোনোক্রমে তাঁর চুল ধরে মহিলাকে রক্ষা করেন অ্যাব ক্যাব চালক ৷ তিনি ঘটনাস্থলেই ছিলেন ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা মুলুন্ড থেকে একটি ক্যাব বুক করেছিলেন ৷ এরপর ওই ক্যাবে করে তিনি অটল সেতুতে এসেছিলেন । সেখানে এসে তিনি গাড়ি থেকে নেমে অটল সেতুর রেলিংয়ে ওঠেন । সেসময় নাভা শেভা ট্রাফিক পুলিশের একটি ভ্যান অটল সেতুর রাস্তায় টহল দিচ্ছিল ৷ তারা সেতুর উপর ওই ক্যাবটিকে দেখতে পায় । রেলিংয়ের উপরে মহিলাও নজরে আসে তাদের । এরপর টোল কর্মীরাও এই বিষয়ে পুলিশকে জানান ।

পুলিশ ঘটনাস্থলে আসে এবং ট্র্যাফিক পুলিশ কর্মী ললিত শিরসাথ, কিরণ মহাত্রে, যশ সোনওয়ানে, ময়ূর পাটিলের চেষ্টায় ওই মহিলার জীবন রক্ষা পায় । এমনটাই জানিয়েছেন নাভা শেভা ট্রাফিক শাখার পুলিশ পরিদর্শক গুলফরোজ মুজাওয়ার । পুলিশ ঘটনার তদন্তে করছে ৷

(আত্মহত্যা কোনও সমাধান নয়:যদি আপনার মধ্যে কখনও আত্মহত্যার চিন্তা মাথাচাড়া দেয় বা আপনার কোনও বন্ধু বা পরিচিত এই সমস্যায় জর্জরিত হন, তাহলে ভেঙে পড়বেন না । জানবেন, এমন কেউ আছে যে আপনার যন্ত্রণা, আপনার হতাশা ভাগ করে নিতে সদা-প্রস্তুত । আপনার পাশে দাঁড়াতে তৎপর । সাহায্য পেতে দিনের যে কোনও সময়ে 044-24640050 এই নম্বরে কল করুন স্নেহা ফাউন্ডেশনে । টাটা ইন্সটিটিউট অফ সোশাল সায়েন্সের হেল্পলাইন নম্বরেও (9152987821) কল করতে পারেন । এখানে ফোন করতে হবে সোমবার থেকে শনিবার সকাল 8টা থেকে রাত 10টার মধ্যে ।)

ABOUT THE AUTHOR

...view details