পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ফের হিংসা মণিপুরে, 10টি বাড়িতে আগুন; মৃত্যু এক মহিলার - FRESH VIOLENCE IN MANIPU

মণিপুরে নতুন করে হিংসায় মেইতি জঙ্গিরা এক মহিলাকে হত্যা করে 10টি বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে বলে জানা গিয়েছে।

FRESH VIOLENCE IN MANIPU
প্রতীকী ছবি (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Nov 8, 2024, 2:29 PM IST

ইম্ফল, 8 নভেম্বর: ফের হিংসার আগুন মণিপুরে ৷ জিরিবাম এলাকা থেকে নতুন করে হিংসাত্মক ঘটনার খবর পাওয়া গিয়েছে ৷ সেখানে সন্দেহভাজন মেইতি জঙ্গিরা গ্রামে হামলা চালিয়ে এক মহিলাকে হত্যা করেছে ৷ একই সঙ্গে 10টি বাড়িতেও আগুন লাগিয়ে দিয়েছে বলে অভিযোগ।

মণিপুরের বেশ কয়েকটি উপজাতি সংগঠনের মূল সংগঠন আদিবাসী উপজাতি লিডার্স ফর্ম (আইটিএলএফ) শুক্রবার এই বিষয়টি জানিয়েছে। আইটিএলএফ-এর জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, "বৃহস্পতিবার রাত সাড়ে আটটা নাগাদ সশস্ত্র মেইতি গ্রুপ আরামবাই টেঙ্গোল এবং ইউএনএলএফ গ্রুপগুলি জিরিবামের জাইরন গ্রামে হামলা চালায় ৷"

বিবৃতিতে আরও বলা হয়েছে, "প্রায় এক ঘণ্টা ধরে তাদের সঙ্গে গুলি বিনিময়ও চলে। হামলার সময় 10টিরও বেশি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। সাংকিম নামে এক মহিলাকে আগুনে পুড়িয়ে মারা হয়েছে ৷ তার বাড়িতেও আগুন লাগানো হয়েছিল ৷"

আইটিএলএফ মণিপুরে এবং কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন সরকারগুলিকে মেইতি জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে নিষ্ক্রিয় থাকার জন্য তীব্র নিন্দা করেছে ৷ আইটিএলএফ-এর নেতারা বলেন, "আমাদের জমিতে অনৈতিক হস্তক্ষেপ করতে চাইছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ৷ কুকি-জো জনগণের উপর হিংসা তাঁর ভূমিকা থেকে মনোযোগ সরিয়ে নিয়েছে ৷"

আইটিএলএফ নেতারা এও বলেছেন, "সরকারকে অবশ্যই আরামবাই সন্ত্রাসীদের মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে নিষিদ্ধ করতে হবে ৷ মেইতেই-অধ্যুষিত অঞ্চলের মধ্যে কঠোরভাবে মেইতেই জঙ্গি শিবিরগুলিকে নিয়ন্ত্রণ করতে হবে ৷"

ABOUT THE AUTHOR

...view details