পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

2023 সিভিল সার্ভিসের ফলপ্রকাশ, শীর্ষে লখনউয়ের আদিত্য শ্রীবাস্তব - UPSC 2023 Result - UPSC 2023 RESULT

UPSC 2023 Result: 2023 সালের কেন্দ্রীয় সিভিল সার্ভিস কমিশনের ফল প্রকাশিত হল ৷ যে পরীক্ষায় প্রথম হলেন আদিত্য শ্রীবাস্তব ৷ দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করেছেন অনিমেষ প্রধান এবং দোনুরু অনন্যা রেড্ডি ৷

ETV BHARAT
ETV BHARAT

By PTI

Published : Apr 16, 2024, 2:43 PM IST

Updated : Apr 16, 2024, 5:01 PM IST

নয়াদিল্লি, 16 এপ্রিল: 2023 সালের ইউপিএসসি-র ফল প্রকাশিত হল ৷ এই পরীক্ষায় প্রথম হলেন উত্তরপ্রদেশের লখনউয়ের আদিত্য শ্রীবাস্তব ৷ দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করেছেন যথাক্রমে অনিমেষ প্রধান এবং দোনুরু অনন্যা রেড্ডি ৷

2023 সালের কেন্দ্রীয় সিভিল সার্ভিস কমিশনের পরীক্ষায় মোট 1 হাজার 16 জন উত্তীর্ণ হয়েছেন ৷ প্রিলিমিনারি, মেইন ও ইন্টারভিউ, তিনটি ধাপ পেরিয়ে ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এই 1 হাজার 16 জন ৷ ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস বা আইএএস, ইন্ডিয়ান ফরেন সার্ভিস বা আইএফএস এবং ইন্ডিয়ান পুলিশ সার্ভিস বা আইপিএস আধিকারিক হতে এই সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় ৷

সিভিল সার্ভিসের পরীক্ষায় দ্বিতীয় হওয়া অনিমেষ প্রধানের বাড়ি ওড়িশার তালচেরের ভালুগাড়িয়া গ্রামের বাসিন্দা ৷ তাঁর বাবা এবং মা দু’জনেই মারা গিয়েছেন ৷ প্রয়াত প্রভাকর প্রধান এবং অরুণা পাত্রের একমাত্র সন্তান অনিমেষ এনআইটি রৌরকেল্লা থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে বি.টেক পাশ করেছেন ৷ এরপর তিনি সিভিল সার্ভিসের পরীক্ষায় বসেন ৷

সিভিল সার্ভিসে তৃতীয় হওয়া দোনুরু অনন্যা রেড্ডি দিল্লি বিশ্ববিদ্যালয়ের মিরান্ডা কলেজ থেকে ভূগোলে স্নাতক পাশ ৷ যে 1 হাজার 16 জন ইউপিএসসি-তে উত্তীর্ণ হয়েছেন, তাঁদের মধ্যে পুরুষের সংখ্যা 664 জন এবং 352 জন মহিলা রয়েছেন ৷ কমিশনের তরফে এঁদের সকলকে ইতিমধ্যে বিভিন্ন প্রশাসনিক ক্ষেত্রে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে ৷ বর্তমানে তাঁরা সকলে ট্রেনিংয়ে রয়েছেন ৷ কমিশনের তরফে উত্তীর্ণদের যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাঁদের মধ্যে প্রথম পাঁচে থাকা তিনজন পুরুষ এবং দু’জন মহিলা ৷

ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষায় চতুর্থ হয়েছেন, পিকে সিদ্ধার্থ রামকুমার ৷ পঞ্চম স্থান লাভ করেছেন রুহানি ৷ রামকুমার ত্রিবান্দ্রমে বাসিন্দা ৷ তিনি আর্কিটেচার নিয়ে স্নাতক পাশ করেছেন ৷ নৃতত্ত্ববিদ্যা তাঁর ঐচ্ছিক বিষয় ছিল ৷ অন্যদিকে, পঞ্চম স্থানাধিকারী রুহানি দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সেন্ট স্টিফেন কলেজ থেকে অর্থনীতি নিয়ে স্নাতক পাশ করেছেন ৷

2023 সালের সিভিল সার্ভিস পরীক্ষা হয়েছিল 28 মে ৷ মোট 10 লক্ষ 16 হাজার 850 জন আবেদন করেছিলেন ৷ তাঁদের মধ্যে 5 লক্ষ 92 হাজার 141 জন প্রিলিমিনারি পাশ করে ইউপিএসসি মেইন পরীক্ষায় বসেন ৷ সেখান থেকে মাত্র 14 হাজার 624 জন কোয়ালিফাই করেন ৷ গতবছর সেপ্টেম্বর মাসে সেই পরীক্ষার ফলপ্রকাশ হয়েছিল ৷ সেখান থেকে 2 হাজার 855 জন পার্সোনালিটি টেস্ট পরীক্ষার জন্য উত্তীর্ণ হন ৷ সেখান থেকে 1 হাজার 16 জন চূড়ান্ত পর্যায়ে উত্তীর্ণ হয়েছে ৷ কেন্দ্রীয় সরকারের দেওয়া নথি অনুযায়ী, আইএএস পদে 180টি আসন, আইএফএস পদে 37টি আসন, আইপিএস পদে 200টি আসন ফাঁকা রয়েছে ৷ বাকি 613টি কেন্দ্রের গ্রুপ-এ সার্ভিস এবং 113টি গ্রুপ-বি সার্ভিসে আসন খালি রয়েছে ৷

আরও পড়ুন:

  1. অন্যের হয়ে পরীক্ষা দেওয়ার অভিযোগ, সাসপেন্ড আইএএস আধিকারিক
  2. 3 বছরে 15টি সরকারি চাকরি পেয়ে তাক লাগালেন মধুসূদন, কীভাবে জেনে নিন
  3. বাড়ল কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের আবেদনের সময়সীমা
Last Updated : Apr 16, 2024, 5:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details