ETV Bharat / state

ড্রেনে পড়ে গিয়েছে শাবক, উদ্ধারে মা হাতিকে সাহায্য দুই সহচরের; দেখুন ভিডিয়ো - BABY ELEPHANT RESCUE

চলতে চলতে ড্রেনে পড়ে গিয়েছে বাচ্চা ৷ দলের দুই সহচরের সাহায্যে তাকে উদ্ধার মা হাতি ৷ বুদ্ধি দেখে হাততালি দিয়ে সাবাশ বলল উৎসাহী জনতা ৷

Baby Elephant Rescue Time in Jhargram
বাচ্চাকে উদ্ধারের মুহূর্তে হাতিরা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 19, 2025, 5:26 PM IST

ঝাড়গ্রাম, 19 ফেব্রুয়ারি: শক্তির প্রদর্শন নয় । বুদ্ধিমত্তার সাহায্যে ড্রেনে পড়ে যাওয়া শাবককে উদ্ধার করল মা-সহ তিন হাতি । ঘটনার সাক্ষী থাকল এলাকার মানুষজন । বুধবার সকালে 25টি হাতির একটি দল রাস্তা পারাপার করে জঙ্গলে ফিরছিল । সব হাতিগুলি রাস্তা পেরিয়ে গেলেও রাস্তার পাশে থাকা আড়াই থেকে তিন ফুটের একটি কংক্রিটের ড্রেনে পড়ে যায় একটি হস্তি শাবক ।

বাচ্চাকে উদ্ধার করার চেষ্টা করে মা হাতি । ততক্ষণে অন্য হাতিগুলি জঙ্গলের দিকে রওনা দিলেও মা হাতিকে সাহায্য করতে এগিয়ে আসে আরেকটি হাতি । ইতিমধ্যেই বিষয়টি বন বিভাগের নজরে আসতেই শাবকটিকে ড্রেন থেকে উদ্ধার করার জন্য রেডি করা হচ্ছিল জেসিবি । কিছুক্ষণের মধ্যে দেখা যায় জঙ্গল থেকে ফিরে আসে আরেকটি বড় হাতি । তিনজন মিলে শুঁড়ের সাহায্যে প্রায় 10 থেকে 15 মিনিটের চেষ্টায় ড্রেন থেকে উদ্ধার করে হস্তি শাবককে । তারপর সকলে মিলে জঙ্গলে চলে যায় ৷ হাতির বুদ্ধি দেখে স্থানীয়রা হাততালি দিতে শুরু করেন ৷

দেখুন হস্তিশাবককে উদ্ধারের ভিডিয়ো (ইটিভি ভারত)

জানা গিয়েছে, লালগড় রেঞ্জের ঝিটকার জঙ্গলে প্রায় সাতদিন ধরে 70টি হাতির একটি দল রয়েছে । দলটি দুটো ভাগে ভাগ হয়ে পড়েছে । একটি দলে রয়েছে 25টি হাতি আরেকটি দলে রয়েছে বাকিগুলি । মঙ্গলবার রাত 12টা নাগাদ 25টি হাতি জঙ্গল থেকে বেরিয়ে খাবারের সন্ধানে নেতাই গ্রামের দিকে হানা দেয় । কংসাবতী নদীর তীরে নেতাই, ডাইনটিকরী, কাঞ্চনডাঙা, ভুলাডাঙা, তাঁতিশোল ও সিজুয়া-সহ বিভিন্ন এলাকায় ব্যাপক পরিমাণে ফুলকপি, বাঁধাকপি ও আলুর চাষ হয় । সেই ফসলের জমিতে সারারাত ধরে ফসল খাবার পরে ভোরের আলো ফুটতেই সকালবেলায় জঙ্গলে ফিরছিল হাতির দলটি । তখনই রাস্তা পারাপারের সময় ড্রেনে পড়ে যায় শাবকটি ।

এই ঘটনায় লালগড় রেঞ্জের রেঞ্জ অফিসার লক্ষ্মীকান্ত মাহাতো বলেন, "ঝিটকার জঙ্গল থেকে বেরিয়ে 25টি হাতির একটি দল নেতাইয়ের দিকে চলে গিয়েছিল । সকালে তারা জঙ্গলের দিকে ফিরছিল । সেই সময় একটি বাচ্চা হাতি রাস্তা পারাপার করতে গিয়ে পাশে থাকা ড্রেনে পড়ে যায় । মা হাতি চেষ্টা করছিল উদ্ধারের জন্য । কিন্তু পারছিল না । তখন আমরা উদ্ধারের জন্য জেসিবি রেডি করছিলাম । তারপরেই দেখি জঙ্গল থেকে আরও দুটি হাতি এসে বাচ্চাটিকে ড্রেন থেকে সুন্দরভাবে শুঁড়ের সাহায্যে উদ্ধার করে এবং তারা জঙ্গলে চলে যায় । এখন হাতির দলটি কামরাঙির জঙ্গলে রয়েছে । হাতির গতিবিধির উপর প্রতিনিয়ত নজর রাখা হচ্ছে ।"

মঙ্গলবার রাত থেকে বুধবার ভোররাত পর্যন্ত নেতাই-সহ বিস্তীর্ণ এলাকায় ফসলের ব্যাপক ক্ষতি করছে হাতির দল ৷ সেই প্রসঙ্গে রেঞ্জ অফিসার বলেন,"হাতির হানায় যদি কোনও চাষির ফসলের ক্ষতি হয়ে থাকে তাহলে আমাদের অফিসে আবেদন করলেই ক্ষতিপূরণ পেয়ে যাবে ।"

ঝাড়গ্রাম, 19 ফেব্রুয়ারি: শক্তির প্রদর্শন নয় । বুদ্ধিমত্তার সাহায্যে ড্রেনে পড়ে যাওয়া শাবককে উদ্ধার করল মা-সহ তিন হাতি । ঘটনার সাক্ষী থাকল এলাকার মানুষজন । বুধবার সকালে 25টি হাতির একটি দল রাস্তা পারাপার করে জঙ্গলে ফিরছিল । সব হাতিগুলি রাস্তা পেরিয়ে গেলেও রাস্তার পাশে থাকা আড়াই থেকে তিন ফুটের একটি কংক্রিটের ড্রেনে পড়ে যায় একটি হস্তি শাবক ।

বাচ্চাকে উদ্ধার করার চেষ্টা করে মা হাতি । ততক্ষণে অন্য হাতিগুলি জঙ্গলের দিকে রওনা দিলেও মা হাতিকে সাহায্য করতে এগিয়ে আসে আরেকটি হাতি । ইতিমধ্যেই বিষয়টি বন বিভাগের নজরে আসতেই শাবকটিকে ড্রেন থেকে উদ্ধার করার জন্য রেডি করা হচ্ছিল জেসিবি । কিছুক্ষণের মধ্যে দেখা যায় জঙ্গল থেকে ফিরে আসে আরেকটি বড় হাতি । তিনজন মিলে শুঁড়ের সাহায্যে প্রায় 10 থেকে 15 মিনিটের চেষ্টায় ড্রেন থেকে উদ্ধার করে হস্তি শাবককে । তারপর সকলে মিলে জঙ্গলে চলে যায় ৷ হাতির বুদ্ধি দেখে স্থানীয়রা হাততালি দিতে শুরু করেন ৷

দেখুন হস্তিশাবককে উদ্ধারের ভিডিয়ো (ইটিভি ভারত)

জানা গিয়েছে, লালগড় রেঞ্জের ঝিটকার জঙ্গলে প্রায় সাতদিন ধরে 70টি হাতির একটি দল রয়েছে । দলটি দুটো ভাগে ভাগ হয়ে পড়েছে । একটি দলে রয়েছে 25টি হাতি আরেকটি দলে রয়েছে বাকিগুলি । মঙ্গলবার রাত 12টা নাগাদ 25টি হাতি জঙ্গল থেকে বেরিয়ে খাবারের সন্ধানে নেতাই গ্রামের দিকে হানা দেয় । কংসাবতী নদীর তীরে নেতাই, ডাইনটিকরী, কাঞ্চনডাঙা, ভুলাডাঙা, তাঁতিশোল ও সিজুয়া-সহ বিভিন্ন এলাকায় ব্যাপক পরিমাণে ফুলকপি, বাঁধাকপি ও আলুর চাষ হয় । সেই ফসলের জমিতে সারারাত ধরে ফসল খাবার পরে ভোরের আলো ফুটতেই সকালবেলায় জঙ্গলে ফিরছিল হাতির দলটি । তখনই রাস্তা পারাপারের সময় ড্রেনে পড়ে যায় শাবকটি ।

এই ঘটনায় লালগড় রেঞ্জের রেঞ্জ অফিসার লক্ষ্মীকান্ত মাহাতো বলেন, "ঝিটকার জঙ্গল থেকে বেরিয়ে 25টি হাতির একটি দল নেতাইয়ের দিকে চলে গিয়েছিল । সকালে তারা জঙ্গলের দিকে ফিরছিল । সেই সময় একটি বাচ্চা হাতি রাস্তা পারাপার করতে গিয়ে পাশে থাকা ড্রেনে পড়ে যায় । মা হাতি চেষ্টা করছিল উদ্ধারের জন্য । কিন্তু পারছিল না । তখন আমরা উদ্ধারের জন্য জেসিবি রেডি করছিলাম । তারপরেই দেখি জঙ্গল থেকে আরও দুটি হাতি এসে বাচ্চাটিকে ড্রেন থেকে সুন্দরভাবে শুঁড়ের সাহায্যে উদ্ধার করে এবং তারা জঙ্গলে চলে যায় । এখন হাতির দলটি কামরাঙির জঙ্গলে রয়েছে । হাতির গতিবিধির উপর প্রতিনিয়ত নজর রাখা হচ্ছে ।"

মঙ্গলবার রাত থেকে বুধবার ভোররাত পর্যন্ত নেতাই-সহ বিস্তীর্ণ এলাকায় ফসলের ব্যাপক ক্ষতি করছে হাতির দল ৷ সেই প্রসঙ্গে রেঞ্জ অফিসার বলেন,"হাতির হানায় যদি কোনও চাষির ফসলের ক্ষতি হয়ে থাকে তাহলে আমাদের অফিসে আবেদন করলেই ক্ষতিপূরণ পেয়ে যাবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.