নালগোন্ডা, 19 ফেব্রুয়ারি: তপশিলি জাতির এক ব্যক্তিকে পিটিয়ে খুনের মামলায় 17 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত ৷ নালগোন্ডার দ্বিতীয় অতিরিক্ত জেলা দায়রা আদালত (এসসি, এসটি)-এ এই মামলার শুনানি হয় ৷ মঙ্গলবার এই রায়কে অনেকেই ইতিহাসে প্রথম বলছেন, কারণ একসঙ্গে এত জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত।
আজিমপেটের বাট্টা লিঙ্গাইয়াকে নৃশংসভাবে খুনের অভিযোগে বিচারক রোজা রমানি অভিযুক্ত পণ্ডিত রামাস্বামী, পণ্ডিত সাইলু, পণ্ডিত রামুলু, পণ্ডিত মল্লেশ, বন্দগোর্লা ভালরাজ, পণ্ডিত ইয়াদয়, জক্কুলা রমেশ, পণ্ডিত শ্রীকান্ত, পণ্ডিত সতীশ, পণ্ডিত নরসায়, পণ্ডিত সত্যনারায়ণ, বন্দগোর্লা নাগাম্মা, পণ্ডিত শ্রীনু, পণ্ডিত মালইয়া, পোলাবয়না লিঙ্গাইয়া এবং পণ্ডিত লিঙ্গাইয়া যাবজ্জীবন সাজা দেন। আদালত সূত্রে খবর, এরা সকলেই একই গ্রামের বাসিন্দা ৷ প্রত্যেককেই যাবজ্জীবন কারাদণ্ড এবং 6000 টাকা জরিমানা করেছে আদালত।
আদালত সূত্রে জানা গিয়েছে, বাট্টা লিঙ্গাইয়া আজিমপেটের পণ্ডিত রাজামাল্লু হত্যা মামলার অন্যতম অভিযুক্ত। লিঙ্গাইয়া 30 সেপ্টেম্বর, 2017 সন্ধ্যায় দশেরা উপলক্ষে আজিমপেটে তার গ্রামের বাইরে অনুষ্ঠিত জম্মী পুজোয় যোগ দিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় পণ্ডিত রাজামাল্লুর ছেলে রামাস্বামী-সহ অন্য অভিযুক্তরা সেখানে উপস্থিত হন। তারা সকলেই তৎকালীন গ্রামের মোড়ল পোলেবয় লিঙ্গাইয়ার প্ররোচনায় জাতপাতের নামে বাট্টু লিঙ্গাইয়াকে অপমান করে এবং পাথর ও লাঠি দিয়ে পিটিয়ে খুন করে। এ ব্যাপারে আড্ডাগুদু থানা পুলিশ 18 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
অভিযুক্তদের একজন, জক্কুলা ভিক্ষামায়া মারা গেলেও, আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় বাকি 17 জনকে দোষী সাব্যস্ত করে। হত্যার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, একজন SC হত্যার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, হত্যার ষড়যন্ত্রের জন্য যাবজ্জীবন কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, হত্যার ষড়যন্ত্রের জন্য এক মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা। এছাড়াও দাঙ্গা সৃষ্টির জন্য প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড এবং জাতিগত অবমাননার জন্য প্রত্যেককে এক হাজার টাকা জরিমানা করেছেন বিচারক ৷ বিচারক নির্দেশে প্রত্যেক দোষীকে 6000 টাকা জরিমানা করেছেন ৷