ETV Bharat / bharat

নাবালিকাকে ধর্ষণ, 136 বছরের কারাদণ্ড অভিনেতার - KERALA RAPE CASE

শুটিংয়ের জন্য ভাড়া নেওয়া বাড়িতে নিয়ে গিয়ে ওই নাবালিকাকে ধর্ষণ করে অভিনেতা ৷ ঘটনার 2 বছর পর সাজা ঘোষণা করল আদালত ৷

kerala rape case
প্রতীকি ছবি (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 19, 2025, 2:27 PM IST

পাথানামথিত্তা(কেরল), 19 ফেব্রুয়ারি: নজিরবিহীন সাজা ৷ 9 বছরের বালিকাকে ধর্ষণের দায়ে কেরলের চলচ্চিত্র ও ধারাবাহিক অভিনেতাকে 136 বছরের কারাদণ্ড দিল আদালত ৷ এরাত্তুপেত্তা ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট (পকসো) এই সাজা দিয়েছে। একইসঙ্গে 1 লক্ষ 97 হাজার টাকা জরিমানা করা হয়েছে ওই অভিনেতাকে ।

দোষী সাব্যস্ত ব্যক্তির নাম এমকে রেজি ৷ তার বয়স 52 ৷ সে কাঙ্গাঝারের বাসিন্দা । সে কেরলের বেশ কয়েকটি চলচ্চিত্র ও ধারাবাহিকে অভিনয় করেছে । আদালত সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা অভিনয় করতে এসেছিল ৷ 2023 সালের 31 মে নাবালিকাকে ধর্ষণ করা হয় । শুটিংয়ের জন্য ভাড়া নেওয়া একটি বাড়িতে নিয়ে গিয়ে 9 বছর বয়সি বালিকাকে ধর্ষণ করে ওই অভিনেতা ।

বিচারক রোশন থমাসের বেঞ্চ মামলার রায় ঘোষণা করে । ক্ষতিপূরণ হিসেবে নাবালিকাকে 1 লক্ষ 75 হাজার টাকা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে । মামলাটির তদন্ত করেছিলেন মেলুকাভুর এসএইচও রঞ্জিত কে বিশ্বনাথন । থিদানাডুর এসএইচও কেকে প্রসোব মামলায় চার্জশিট তৈরি করেছিলেন । বিশেষ পাবলিক প্রসিকিউটর জোস ম্যাথিউ থায়িল রাজ্যের হয়ে মামলায় সওয়াল করেন।

উল্লেখ্য, একটি মামলার শুনানিতে 8 জানুয়ারি কেরল হাইকোর্ট যুগান্তকারী রায় দিয়েছে ৷ আদালত জানিয়েছে, নারীর শারীরিক গঠন নিয়ে কোনও মন্তব্য করা যৌন হেনস্তার মতোই ৷ তাই এই ধরনের মন্তব্যের জন্য দোষী সাব্যস্ত হতে পারে ৷ এমনকি শাস্তিও হতে পারে ৷

একইসঙ্গে এখানে উল্লেখ করা প্রয়োজন, সাত মাসের শিশুকন্যাকে যৌন হেনস্তার দায়ে ব্যক্তিকে ফাঁসির সাজা দিয়েছে কলকাতার আদালত ৷ মঙ্গলবার নগর দায়রা আদালত এই রায় দিয়েছে ৷ রায় দিতে গিয়ে বিচারক ইন্দ্রিলা মুখোপাধ্যায় মিত্র এই ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম বলে উল্লেখ করেন ৷ ঘটনাটি ঘটেছিল গত বছরের 30 নভেম্বর ৷ এই ঘটনার আড়াই মাসের মাথায় সাজা ঘোষণা করা হয় ৷

পাথানামথিত্তা(কেরল), 19 ফেব্রুয়ারি: নজিরবিহীন সাজা ৷ 9 বছরের বালিকাকে ধর্ষণের দায়ে কেরলের চলচ্চিত্র ও ধারাবাহিক অভিনেতাকে 136 বছরের কারাদণ্ড দিল আদালত ৷ এরাত্তুপেত্তা ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট (পকসো) এই সাজা দিয়েছে। একইসঙ্গে 1 লক্ষ 97 হাজার টাকা জরিমানা করা হয়েছে ওই অভিনেতাকে ।

দোষী সাব্যস্ত ব্যক্তির নাম এমকে রেজি ৷ তার বয়স 52 ৷ সে কাঙ্গাঝারের বাসিন্দা । সে কেরলের বেশ কয়েকটি চলচ্চিত্র ও ধারাবাহিকে অভিনয় করেছে । আদালত সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা অভিনয় করতে এসেছিল ৷ 2023 সালের 31 মে নাবালিকাকে ধর্ষণ করা হয় । শুটিংয়ের জন্য ভাড়া নেওয়া একটি বাড়িতে নিয়ে গিয়ে 9 বছর বয়সি বালিকাকে ধর্ষণ করে ওই অভিনেতা ।

বিচারক রোশন থমাসের বেঞ্চ মামলার রায় ঘোষণা করে । ক্ষতিপূরণ হিসেবে নাবালিকাকে 1 লক্ষ 75 হাজার টাকা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে । মামলাটির তদন্ত করেছিলেন মেলুকাভুর এসএইচও রঞ্জিত কে বিশ্বনাথন । থিদানাডুর এসএইচও কেকে প্রসোব মামলায় চার্জশিট তৈরি করেছিলেন । বিশেষ পাবলিক প্রসিকিউটর জোস ম্যাথিউ থায়িল রাজ্যের হয়ে মামলায় সওয়াল করেন।

উল্লেখ্য, একটি মামলার শুনানিতে 8 জানুয়ারি কেরল হাইকোর্ট যুগান্তকারী রায় দিয়েছে ৷ আদালত জানিয়েছে, নারীর শারীরিক গঠন নিয়ে কোনও মন্তব্য করা যৌন হেনস্তার মতোই ৷ তাই এই ধরনের মন্তব্যের জন্য দোষী সাব্যস্ত হতে পারে ৷ এমনকি শাস্তিও হতে পারে ৷

একইসঙ্গে এখানে উল্লেখ করা প্রয়োজন, সাত মাসের শিশুকন্যাকে যৌন হেনস্তার দায়ে ব্যক্তিকে ফাঁসির সাজা দিয়েছে কলকাতার আদালত ৷ মঙ্গলবার নগর দায়রা আদালত এই রায় দিয়েছে ৷ রায় দিতে গিয়ে বিচারক ইন্দ্রিলা মুখোপাধ্যায় মিত্র এই ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম বলে উল্লেখ করেন ৷ ঘটনাটি ঘটেছিল গত বছরের 30 নভেম্বর ৷ এই ঘটনার আড়াই মাসের মাথায় সাজা ঘোষণা করা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.