ETV Bharat / bharat

দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী কে ? আজই বেছে নেবে বিজেপি - BJP TO CHOOSE NEXT DELHI CM

আজ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকদের উপস্থিতিতে বৈঠকে বেছে নেওয়া হবে দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী ৷

BJP Delhi CM
দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী বেছে নেবে বিজেপি (ফাইল চিত্র)
author img

By PTI

Published : Feb 19, 2025, 1:36 PM IST

নয়াদিল্লি, 19 ফেব্রুয়ারি: আজই চূড়ান্ত হবে দিল্লির নতুন মুখ্যমন্ত্রীর নাম ! ভোটের ফল প্রকাশের প্রায় 12 দিন পার হয়ে গেলেও এখনও মুখ্যমন্ত্রীর চেয়ারে কে বসবেন, তা ঠিক করতে পারেনি বিজেপি ৷ বুধবার সন্ধ্যায় দলের দিল্লি দফতরে অনুষ্ঠিত হবে বিজেপি পরিষদীয় দলের বৈঠক ৷ এদিনের বৈঠকেই চূড়ান্ত হবে দিল্লির মুখ্যমন্ত্রীর চেয়ারে কে বসবেন ৷

গত 5 ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টিকে (আপ) হারিয়ে প্রায় 26 বছর পর ক্ষমতায় এসেছে বিজেপি। দলীয় সূত্রে খবর, দিল্লি বিজেপি অফিসে সন্ধ্যা সাতটায় শুরু হবে বিধানসভায় পরিষদীয় দলের বৈঠক ৷ তার প্রস্তুতিও সম্পূর্ণ হয়েছে বলেও জানিয়েছেন দলের নেতারা ৷ বিজেপির 48 জন বিধায়ক দিল্লি বিধানসভার নেতাকে বেছে নেবেন ৷

বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকদের উপস্থিতিতে বৈঠক হবে ৷ দলের বিধায়কদের দ্বারা নির্বাচিত হওয়ার পরে নতুন মুখ্যমন্ত্রী রাজ নিবাসে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার সঙ্গে দেখা করবেন। বৃহস্পতিবার বিকেলে রামলীলা ময়দানে নতুন সরকারের শপথ অনুষ্ঠানের প্রস্তুতিও পুরোদমে চলছে। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রীরা এবং এনডিএ শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী-সহ প্রায় 50 হাজার অতিথি উপস্থিত থাকবেন বলে মনে করা হচ্ছে ।

নতুন মুখ্যমন্ত্রী হিসাবে ইতিমধ্যেই বিজেপির অন্দরে একাধিক নাম ঘুরপাক খাচ্ছে ৷ তাদের মধ্যে রয়েছে পরবেশ ভার্মা ৷ যিনি আপ-প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে পরাজিত করেছেন ৷ দিল্লি বিজেপির প্রাক্তন সভাপতি বিজেন্দর গুপ্ত এবং সতীশ উপাধ্যায়ও তালিকায় রয়েছেন ৷ এছাড়াও অন্যান্য নেতা যেমন পবন শর্মা, আশিস সুদ, রেখা গুপ্তা এবং শিখা রাইয়ের নামও উঠে আসছে। বাওয়ানা (এসসি) আসনের বিধায়ক রবিন্দর ইন্দ্রজ সিং এবং প্রথমবারের মতো বিজেপির হয়ে মাদিপুর (এসসি) আসনে জয়ী কৈলাশ গাঙ্গওয়ালের নামও আলোচিত হচ্ছে ৷

দলের মধ্যে অনেকেই বিশ্বাস করেন যে, বিজেপি নেতৃত্ব দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে ফের অন্য নাম বেছে নিতে পারে ৷ এই একই কৌশল বিজেপি রাজস্থান, হরিয়ানা, মধ্যপ্রদেশ, ওড়িশা এবং ছত্তিশগড়েও বেছে নিয়েছে।

নয়াদিল্লি, 19 ফেব্রুয়ারি: আজই চূড়ান্ত হবে দিল্লির নতুন মুখ্যমন্ত্রীর নাম ! ভোটের ফল প্রকাশের প্রায় 12 দিন পার হয়ে গেলেও এখনও মুখ্যমন্ত্রীর চেয়ারে কে বসবেন, তা ঠিক করতে পারেনি বিজেপি ৷ বুধবার সন্ধ্যায় দলের দিল্লি দফতরে অনুষ্ঠিত হবে বিজেপি পরিষদীয় দলের বৈঠক ৷ এদিনের বৈঠকেই চূড়ান্ত হবে দিল্লির মুখ্যমন্ত্রীর চেয়ারে কে বসবেন ৷

গত 5 ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টিকে (আপ) হারিয়ে প্রায় 26 বছর পর ক্ষমতায় এসেছে বিজেপি। দলীয় সূত্রে খবর, দিল্লি বিজেপি অফিসে সন্ধ্যা সাতটায় শুরু হবে বিধানসভায় পরিষদীয় দলের বৈঠক ৷ তার প্রস্তুতিও সম্পূর্ণ হয়েছে বলেও জানিয়েছেন দলের নেতারা ৷ বিজেপির 48 জন বিধায়ক দিল্লি বিধানসভার নেতাকে বেছে নেবেন ৷

বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকদের উপস্থিতিতে বৈঠক হবে ৷ দলের বিধায়কদের দ্বারা নির্বাচিত হওয়ার পরে নতুন মুখ্যমন্ত্রী রাজ নিবাসে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার সঙ্গে দেখা করবেন। বৃহস্পতিবার বিকেলে রামলীলা ময়দানে নতুন সরকারের শপথ অনুষ্ঠানের প্রস্তুতিও পুরোদমে চলছে। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রীরা এবং এনডিএ শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী-সহ প্রায় 50 হাজার অতিথি উপস্থিত থাকবেন বলে মনে করা হচ্ছে ।

নতুন মুখ্যমন্ত্রী হিসাবে ইতিমধ্যেই বিজেপির অন্দরে একাধিক নাম ঘুরপাক খাচ্ছে ৷ তাদের মধ্যে রয়েছে পরবেশ ভার্মা ৷ যিনি আপ-প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে পরাজিত করেছেন ৷ দিল্লি বিজেপির প্রাক্তন সভাপতি বিজেন্দর গুপ্ত এবং সতীশ উপাধ্যায়ও তালিকায় রয়েছেন ৷ এছাড়াও অন্যান্য নেতা যেমন পবন শর্মা, আশিস সুদ, রেখা গুপ্তা এবং শিখা রাইয়ের নামও উঠে আসছে। বাওয়ানা (এসসি) আসনের বিধায়ক রবিন্দর ইন্দ্রজ সিং এবং প্রথমবারের মতো বিজেপির হয়ে মাদিপুর (এসসি) আসনে জয়ী কৈলাশ গাঙ্গওয়ালের নামও আলোচিত হচ্ছে ৷

দলের মধ্যে অনেকেই বিশ্বাস করেন যে, বিজেপি নেতৃত্ব দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে ফের অন্য নাম বেছে নিতে পারে ৷ এই একই কৌশল বিজেপি রাজস্থান, হরিয়ানা, মধ্যপ্রদেশ, ওড়িশা এবং ছত্তিশগড়েও বেছে নিয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.