দেরাদুন, 27 জানুয়ারি:দেশের প্রথম রাজ্য হিসেবে উত্তরাখণ্ডে কার্যকর হল 'অভিন্ন দেওয়ানি বিধি' (Uniform Civil Code) ৷ পূর্ব পরিকল্পনা অনুযায়ী, সোমবার দুপুরে ইউসিসি (ইউনিফর্ম সিভিল কোড) পোর্টালের উদ্বোধন করলেন সে রাজ্যের মুখ্য়মন্ত্রী পুস্কর সিং ধামি ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের আগেই দেশের প্রথম রাজ্য হিসেবে 'অভিন্ন দেওয়ানি বিধি' চালু করার করার সিদ্ধান্ত নেয় উত্তরাখণ্ডের ধামি সরকার ৷ প্রায় দু'বছরের প্রচেষ্টার পর 27 জানুয়ারি কার্যকর হল অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড ৷
রাজ্যে 'অভিন্ন দেওয়ানি বিধি' যে 2025 সালের শুরুতেই কার্ষকর হতে চলেছে, তা গত মাসেই জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ধামি ৷ চূড়ান্ত পর্যায়ের কাজ শেষ হওয়ার পরই অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়িত হল উত্তরাখণ্ডে। সব ধর্মের মানুষের জন্য জমি, সম্পত্তি, উত্তরাধিকার, বিয়ে এবং বিবাহবিচ্ছেদ সংক্রান্ত এক এবং অভিন্ন আইন প্রচলনের কথা বলা হয়েছে এই অভিন্ন দেওয়ানি বিধিতে (Uniform Civil Code)।
এদিন, উত্তরাখণ্ডের মুখ্য়মন্ত্রীর বাসভবনে ইউসিসি পোর্টালের উদ্বোধনের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ সেই অনুষ্ঠানে ইউসিসি পোর্টাল ও নিয়মাবলীর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ধামি ৷ এই অনুষ্ঠানের পরই উত্তরাখণ্ডে কার্যকর হয়ে গেল ইউনিফর্ম সিভিল কোড ৷ সুতরাং, এবার থেকে সব ধর্মের মানুষের জন্য বিয়ে, বিবাহবিচ্ছেদ, জমি-সম্পত্তি এবং উত্তরাধিকার সংক্রান্ত এক ও অভিন্ন আইন কার্যকর হল সে রাজ্যে ৷ পাশাপাশি, এবার থেকে কোনও যুগল 'লিভ-ইন' করতে চাইলে বাধ্যতামূলকভাবে পুলিশ বা জেলা আধিকারিকের অনুমতি নিতে হবে ৷