প্রয়াগরাজ, 5 ফেব্রুয়ারি: পূর্ব কর্মসূচি মেনে বুধবার ত্রিবেণী সঙ্গমে ডুব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তার আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে কিছুক্ষণ নৌকাবিহার করার পর স্নানের জন্য সঙ্গম নাকে পৌঁছন ৷
কমলা ফুলহাতা গেঞ্জি ও নেভি ব্লু ট্রাক শুটে ধীরে ধীরে জলে নামেন মোদি ৷ সতর্কতা অবলম্বনের জন্য দড়ি ধরে একাই বেশ কয়েকবার পুণ্য ডুব দেন দেশের প্রশাসনিক প্রধান ৷ প্রধানমন্ত্রীর পুণ্যস্নান দেখতে সঙ্গমের তীরে ভিড় জমে যায় ৷
ডুব দেওয়ার পর রুদ্রাক্ষের মালা জপতে জপতে সূর্য ও গঙ্গার উদ্দেশ্যে মন্ত্রোচ্চারণ করতে দেখা গিয়েছে তাঁকে ৷ এরপর স্নান সেরে সঙ্গমে পুজো ও আরতি করেন প্রধানমন্ত্রী ৷ দুধ ও ফুল দিয়ে মা গঙ্গার পুজো করেন মোদি ৷ সে সময় তাঁর মাথায় ছিল হিমাচলি টুপি ৷ গায়ে কালো জ্যাকেট ও সাদা পাজামা ৷ গলায় ছিল গেরুয়া উত্তরীয় ৷
Blessed to be at the Maha Kumbh in Prayagraj. The Snan at the Sangam is a moment of divine connection, and like the crores of others who have taken part in it, I was also filled with a spirit of devotion.
— Narendra Modi (@narendramodi) February 5, 2025
May Maa Ganga bless all with peace, wisdom, good health and harmony. pic.twitter.com/ImeWXGsmQ3
সঙ্গমে স্নানের পর মোদি এক্স হ্যান্ডেলে লেখেন, "প্রয়াগরাজের মহাকুম্ভে আসতে পেরে ধন্য। সঙ্গমে স্নান হল দৈবিক যোগাযোগ ৷ কোটি কোটি মানুষের মতো, আমিও ভক্তির শক্তিতে পরিপূর্ণ হয়েছি ৷" তিনি আরও লেখেন, "মা গঙ্গা সকলকে শান্তি, জ্ঞান, সুস্বাস্থ্য এবং সম্প্রীতির জন্য আশীর্বাদ করুন ৷"
বুধবার সকাল সাড়ে 10টা নাগাদ প্রয়াগরাজ পৌঁছন প্রধানমন্ত্রী ৷ সেখান থেকে জেটিতে করে পৌঁছন সঙ্গম ৷ তাঁর সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ দিল্লিতে ভোটের দিন প্রধানমন্ত্রীর পুণ্যস্নান নিয়ে স্বাভাবিকভাবেই চর্চা হচ্ছে রাজনৈতিক মহলে ৷ প্রধানমন্ত্রীর সফর ঘিয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল মহাকুম্ভ মেলা প্রাঙ্গণে ৷ 12 বছর পর পর প্রয়াগরাজে হয় মহাকুম্ভ ৷ 13 জানুয়ারি থেকে শুরু হওয়া এবারের কুম্ভমেলা চলবে 26 ফেব্রুয়ারি পর্যন্ত ৷