পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মর্মান্তিক! জার্মান শেফার্ডের থেকে বাঁচতে দৌড়, ট্রেনে চাপা পড়ে মৃত্যু 2 শিশুর - কুকুর

Dog Attack:কুকুরের হাত থেকে বাঁচতে ছুট দুই স্কুল পড়ুয়ার ৷ তাতেও শেষ রক্ষা হল না ৷ ট্রেনের ধাক্কায় মৃত্যু হল ৷ দু’টি জার্মান শেফার্ড কুকুরকে ইতিমধ্যেই তুলে নিয়ে গিয়েছে স্থানীয় প্রশাসন ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Jan 20, 2024, 2:23 PM IST

যোধপুর, 20 জানুয়ারি:কুকুরের তাড়া খেয়ে পালাতে গিয়ে মর্মান্তিক পরিণতি দুই শিশুর ৷ ট্রেনের ধাক্কায় মৃত্য়ু হল দুই শিশুর ৷ যোধপুরের মাতাকা থান এলাকার ঘটনা ৷ স্থানীয় বনদ রোডে অবস্থিত আর্মি চিলড্রেন অ্যাকাডেমির পড়ুয়া তারা ৷ মৃতদের মধ্যে এক পঞ্চম শ্রেণির ছাত্রী এবং একজন সপ্তম শ্রেণির ছাত্র ৷

জানা গিয়েছে, শনিবার তাঁরা যখন রাস্তা দিয়ে হাঁটছিল সেই সময়েই দু’টি পোষ্য জার্মান শেফার্ড তাদের তাড়া করে ৷ ভয়ে ওই দুই নাবালক ও নাবালিকা ছুটতে শুরু করে ৷ সেই সময়েই ভুল বশত ট্রেন লাইনে উঠে যায় ৷ তখনই একটি মাল গাড়ির ধক্কা মারে তাদের ৷

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হন এসিপি মান্দোর পীযূষ কাভিয়া। ঘটনা প্রসঙ্গেই তিনি জানান, ওই দুই পডুয়া স্থানীয় গণেশপুর এলাকার বাসিন্দা ৷ দু’জনেই আর্মি চিলড্রেন অ্যাকাডেমির পড়ুয়া ৷ ওই দুই পড়ুয়া ও তাদের আরও দু'জন বন্ধু একসঙ্গে বাড়ি ফিরছিল ৷ সেই সময়েই দেখে দুটি জার্মান শেফার্ড তাদের তাড়া করছে ৷ কুকুর তাড়া থেকে বাঁচতে চার জনেই ছুটতে শুরু করেন ৷ ছুটতে ছুটতে চার জনেই ট্রেন লাইনের কাছে চলে আসে ৷ সই সময়েই একটি মালগাড়ি পঞ্চম শ্রেণির নাবালিকা ও সপ্তম শ্রেণির পড়ুয়াকে ধাক্কা মারে ৷ প্রায় 50 মিটার দূরে ছিটকে পড়ে তারা ৷

পুলিশের পক্ষ থেকে পড়ুয়াদের বাড়িতে ফোন করে মৃত্যুর খবর জানানো হয় ৷ মৃত পঞ্চম শ্রেণির ছাত্রী বাবা সেনাবাহিনী থেকে অবসর নিয়েছেন ৷ দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন পরিবারের লোকজন ওই ছাত্রীর বাবা ও মামা ভবানী ৷ সপ্তম শ্রেণির পড়ুয়া বাবা আছেন কর্ণাটকে ৷ তার পরিবারেও জানানো হয়েছে দুর্ঘটনার খবর ৷

তথ্য অনুয়ায়ী, মৃত ছাত্রী অনন্যা যোধপুরে তার মামার সঙ্গে থাকতেন। খবর পেয়ে তার পরিবারের সদস্যরা সেখানে পৌঁছান। এই ঘটনার পরই ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় মানুষজন ৷ তাঁরা রেললাইনের উপর জড়ো হন। কুকুরটির মালিকের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন মেয়েটির বাবা ৷ এর পরই প্রশাসন ঘটনাস্থলে পৌঁছয় ৷ স্থানীয় প্রাশাসনকেও খবর দেওয়া হয় ৷ তাঁরা ওই চারটি পোষ্যকেই ধরে নিয়ে যায় ৷ কুকুরের মালিক ওমপ্রকাশ রথীকেও থানায় নিয়ে গিয়েছে পুলিশ।

আরও পড়ুন:

  1. কুকুর নিয়ে বচসা, ইন্দোরে যুবকের লাথিতে মৃত্যু বৃদ্ধার !
  2. রাজকোটের রাস্তায় 4 বছরের শিশুকন্যাকে ছিঁড়ে খেল কুকুরের দল !
  3. আছাড় মেরে পা দিয়ে পিষে মারা হল কুকুরছানাকে, গ্রেফতার অভিযুক্ত

ABOUT THE AUTHOR

...view details