পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোভিডের মতোই আসছে ডেঙ্গির ভ্যাকসিন ! শুরু মানুষের উপর পরীক্ষা - Dengue Vaccine Trial

Dengue Vaccine: বর্ষার মরশুমে সারা দেশে ডেঙ্গির প্রকোপ বাড়ে ৷ মৃত্যুর ঘটনাও ঘটে ৷ মশাবাহিত এই রোগের হাত থেকে রেহাই পেতে দেশে চলছে ডেঙ্গির ভ্যাকসিনের ট্রায়াল পরীক্ষা ৷ মানব শরীরে এই ভ্যাকসিনের প্রভাব কী পড়ে সেটাই জানতে চাইছেন গবেষকরা।

Dengue Vaccine Trial Test on Human
ডেঙ্গির ভ্যাকসিন নিয়ে পরীক্ষা (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Sep 29, 2024, 3:22 PM IST

নয়াদিল্লি, 29 সেপ্টেম্বর:বর্ষার মরশুমে ডেঙ্গি একটা বড় সমস্যা ৷ ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বহু মানুষের ৷ এই সময় ডেঙ্গির প্রকোপ দেখা যায় গোটা দেশে ৷ প্রতি বছর গড়ে একশোরও বেশি মানুষের মৃত্যু হয় ৷ এমন পরিস্থিতিতে ডেঙ্গি নিয়ে বড় খবর ৷ দেশে শুরু হল ডেঙ্গির ভ্যাকসিনের ট্রায়াল ৷ প্যানাসিয়া বায়োটেক এবং আইসিএমআর যৌথভাবে এই ভ্যাকসিন তৈরি করছে ৷ এই ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়াল হবে এবার মানুষের উপর ৷

ট্রায়ালের প্রশিক্ষণের জন্য আইসিএমআর এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির একটি দল দিল্লির রামমনোহর লোহিয়া হাসপাতালে যায় । সেখানে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এরপর ভ্যাকসিন দেওয়ার জন্য স্ক্রিনিং শুরু হয় ৷ তারপরে উপযুক্ত ব্যক্তিদের ডেঙ্গি ভ্যাকসিনের টিকা দেওয়া হয় ৷ এই পরীক্ষা সফল হলে, করোনার মতোই ডেঙ্গি থেকে রক্ষা করার জন্য মানুষকে ভ্যাকসিন দেওয়া শুরু হবে ৷ তখন আর ডেঙ্গি নিয়ে ভয় পাওয়ার দরকার নেই ৷

সূত্রের খবর, ডেঙ্গির ভ্যাকসিনের ট্রায়াল পরীক্ষার জন্য সারাদেশে 19টি কেন্দ্রে 10 হাজারেরও বেশি মানুষকে এই ভ্যাকসিন দেওয়া হবে ৷ প্রতিটি কেন্দ্রে প্রায় 545 জনকে এই ডেঙ্গির টিকা দেওয়া হবে ৷ এর মধ্যেই অন্যতম একটি কেন্দ্র হল দিল্লির রামমনোহর লোহিয়া হাসপাতাল ৷ হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর ডাঃ অজয় ​​শুক্লা জানিয়েছেন, স্বাস্থ্য মন্ত্রক হাসপাতালে ডেঙ্গির টিকার ট্রায়ালের জন্য অনুমতি দিয়েছে ৷ হাসপাতালের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান ডাঃ নীলম রায় এই বিষয়টি দেখাশোনার দায়িত্বে রয়েছেন ৷

ডা. নীলম রায় বলেন, "ট্রায়ালের তৃতীয় ধাপে যাঁরা অংশ নিয়েছেন, তাঁদের মধ্যে 70 শতাংশের বয়স 18 থেকে 45 বছরের মধ্যে ৷ 30 শতাংশ 45 বছরের বেশি বয়সি ৷ ডেঙ্গির ভ্যাকসিনের স্ট্রেন আনা হয়েছে আমেরিকার এনআইএইচ থেকে ৷ এখানে তার ডেটা গবেষণা ও তথ্য বিশ্লেষণ করা হয়েছে ৷

ডাঃ নীলম আরও বলেন, "যাঁদের ট্রায়ালের জন্য ডেঙ্গির অল ভ্যাকসিন দেওয়া হবে, তাঁরা দু'বছর পর্যবেক্ষণে থাকবেন ৷ এই ভ্যাকসিনটি ডেঙ্গির চারটি স্ট্রেনে কার্যকর বলে প্রমাণিত হয়েছে ৷ তাই এটির নামকরণ করা হয়েছে ডেঙ্গি অল ভ্যাকসিন ৷ এখন এই টিকার মানুষের উপর পরীক্ষার ফলাফল জানা বাকি রয়েছে ৷"

ABOUT THE AUTHOR

...view details