ETV Bharat / bharat

মাতাল সমগ্র ! চুরি করতে গিয়ে মদ্যপান, পুলিশের ডাকেও হুঁশ ফিরল না চোরের - THIEF FALLS ASLEEP

মদ্যপানের পরিমাণ খানিক বেশি হয়ে যাওয়ায় চোখ লেগে আসে ৷ ফলে চুরি করতে ঢুকে দোকানের ভেতরেই ঘুমিয়ে পড়ে চোর বাবাজি ৷

Intoxicated Thief Falls Asleep
পুলিশের ডাকেও হুঁশ ফিরল না চোরের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 31, 2024, 5:45 PM IST

চেগুন্টা, 31 ডিসেম্বর: ‘অল্প খাই, বারবার খাই ৷’ মাতাল সমগ্রে মদের মহিমার কথা ফলাও করে বলে গিয়েছেন তারাপদ রায় ৷ সেই ‘লাল জলের’ মহিমাই এবার দেখল তেলেঙ্গানার চেগুন্টা ৷ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মদের বোতল এবং টাকা, তারমধ্যেই অচেতন অবস্থায় পড়ে রয়েছে এক যুবক ৷ ঘটনাটা কী ? তা নিয়েই চলছিল নানা গুঞ্জন ৷ অবশেষে পরদা উঠল ‘মাতালের কাণ্ড’ থেকে ৷

কী জানা গেল ?

রবিবার গভীর রাতে মদের দোকানের শাটার খুলে ঢোকে এক চোর । নগদ টাকা এবং সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক নেওয়ার পরে, তার ইচ্ছে হয় খানিক সুরা পেটে ঢালার । যদিও সেই মাত্রা যে ঈষৎ চড়ে যাবে, তা ঠাওর করতে পারেনি ৷ মদ্যপানের পরিমাণ খানিক বেশি হয়ে যাওয়ায় চোখ লেগে আসে ৷

সোমবার সকালে দোকানের মালিক এসে দেখেন চোর ভিতরে অজ্ঞান হয়ে পড়ে আছে । পুলিশকে খবর দেওয়া হয় ৷ পুলিশ আসার পর বিস্তর ডাকাডাকিতেও তার হুঁশ ফেরেনি ৷ শেষ পর্যন্ত তাকে অ্যাম্বুলেন্সে করে রামায়ামপেট সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । চোর রাত পর্যন্ত অচেতন থাকায় তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি ।

মদের দোকানের মালিক পরশা গৌড় জানান, রবিবার রাতে দোকান বন্ধ করে তিনি বাড়িতে যান ৷ সোমবার সকালে দোকান খুললে দেখেন, ভেতরে চোর ঘুমিয়ে রয়েছে ৷ দোকানের সিসিটিভি ক্যামেরা, হার্ডডিস্ক, টাকা ও মদের বোতল একটি ব্যাগে ভরে রেখেছিল সে । তিনি বলেন, ‘‘রবিবার রাত 10টায় আমরা মদের দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই । সোমবার সকালে আবার দোকান খুললে ভিতরে একজন অচেনা লোক ছিল । সে দোকানের শাটার কেটে ঢোকে । অতিরিক্ত মদ খেয়ে জ্ঞান হারিয়ে ফেলে ।’’

আরও পড়ুন

চেগুন্টা, 31 ডিসেম্বর: ‘অল্প খাই, বারবার খাই ৷’ মাতাল সমগ্রে মদের মহিমার কথা ফলাও করে বলে গিয়েছেন তারাপদ রায় ৷ সেই ‘লাল জলের’ মহিমাই এবার দেখল তেলেঙ্গানার চেগুন্টা ৷ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মদের বোতল এবং টাকা, তারমধ্যেই অচেতন অবস্থায় পড়ে রয়েছে এক যুবক ৷ ঘটনাটা কী ? তা নিয়েই চলছিল নানা গুঞ্জন ৷ অবশেষে পরদা উঠল ‘মাতালের কাণ্ড’ থেকে ৷

কী জানা গেল ?

রবিবার গভীর রাতে মদের দোকানের শাটার খুলে ঢোকে এক চোর । নগদ টাকা এবং সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক নেওয়ার পরে, তার ইচ্ছে হয় খানিক সুরা পেটে ঢালার । যদিও সেই মাত্রা যে ঈষৎ চড়ে যাবে, তা ঠাওর করতে পারেনি ৷ মদ্যপানের পরিমাণ খানিক বেশি হয়ে যাওয়ায় চোখ লেগে আসে ৷

সোমবার সকালে দোকানের মালিক এসে দেখেন চোর ভিতরে অজ্ঞান হয়ে পড়ে আছে । পুলিশকে খবর দেওয়া হয় ৷ পুলিশ আসার পর বিস্তর ডাকাডাকিতেও তার হুঁশ ফেরেনি ৷ শেষ পর্যন্ত তাকে অ্যাম্বুলেন্সে করে রামায়ামপেট সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । চোর রাত পর্যন্ত অচেতন থাকায় তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি ।

মদের দোকানের মালিক পরশা গৌড় জানান, রবিবার রাতে দোকান বন্ধ করে তিনি বাড়িতে যান ৷ সোমবার সকালে দোকান খুললে দেখেন, ভেতরে চোর ঘুমিয়ে রয়েছে ৷ দোকানের সিসিটিভি ক্যামেরা, হার্ডডিস্ক, টাকা ও মদের বোতল একটি ব্যাগে ভরে রেখেছিল সে । তিনি বলেন, ‘‘রবিবার রাত 10টায় আমরা মদের দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই । সোমবার সকালে আবার দোকান খুললে ভিতরে একজন অচেনা লোক ছিল । সে দোকানের শাটার কেটে ঢোকে । অতিরিক্ত মদ খেয়ে জ্ঞান হারিয়ে ফেলে ।’’

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.