ইম্ফল, 31 ডিসেম্বর: ক্ষমা চাইলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ৷ শনিবার রাজ্যের জাতিগত সংঘাতের জন্য ক্ষমা চাইলেন তিনি ৷ 250 জনেরও বেশি প্রাণ কাড়া, হাজার হাজার মানুষকে গৃহহীন করা ‘হিংসা’র পর প্রথম শান্তির কথা শোনালেন মণিপুরের প্রশানসনিক প্রধান ৷ সমস্ত সম্প্রদায়কে অতীতের হিংসা ভুলে গিয়ে, শান্তিপূর্ণভাবে একসঙ্গে বসবাস করার জন্য আবেদন করেছেন তিনি ।
বীরেন সিং বলেন, ‘‘গত তিন-চার মাসে রাজ্যে শান্তি রয়েছে ৷ যা আশা দেয় যে নতুন বছরে স্বাভাবিক অবস্থা ফিরবে। রাজ্যে যা ঘটেছে তার জন্য আমি দুঃখিত । বহু লোক প্রিয়জনকে হারিয়েছে ৷ অনেককে নিজেদের বাড়ি ছেড়ে যেতে হয়েছে । আমি ক্ষমা চাইছি । কিন্তু গত তিন-চার মাসে শান্তি বজায় রয়েছে ৷ আগামী বছরে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে ।’’
তিনি জানিয়েছেন, 2023 সালের মে মাসে জাতিগত সংঘাত শুরু হওয়ার পর থেকে গত 20 মাসে রাজ্যে গুলি চালানোর ঘটনা কমেছে । মে থেকে অক্টোবর, 2023 পর্যন্ত 408টি গুলি চালানোর ঘটনা রিপোর্ট করা হয়েছে । নভেম্বর 2023 থেকে এপ্রিল 2024 পর্যন্ত, 345টি গুলি চালানোর ঘটনা ঘটেছে ৷ যেখানে এই বছরের মে থেকে এখন পর্যন্ত 112টি গুলি চালানোর ঘটনা ঘটেছে ৷ তিনি বলেন, ‘‘লুট হওয়া অস্ত্রের মধ্যে 3 হাজার 112টি উদ্ধার করা হয়েছে এবং 2511টি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে ।
মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এখনও পর্যন্ত 625 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ মোট এফআইআর নথিভুক্ত হয়েছে 12,047টি । গত বছরের মে থেকে ইম্ফল উপত্যকার মেইতি এবং পার্শ্ববর্তী পাহাড়ের কুকি-জো গোষ্ঠীর মধ্যে জাতিগত হিংসায় 250 জনেরও বেশি মানুষ নিহত এবং হাজার হাজার গৃহহীন হয়েছেন ।’’