গুমলা (ঝাড়খণ্ড), 9 ফেব্রুয়ারি: জমি সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষে তিনজনের মৃত্যুর ঘটনা ঘটল ঝাড়খণ্ডের গুমলায় ৷ একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঝাড়খণ্ডের রাঁচির রিমস-এ রেফার করা হয়েছে । ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে । গ্রামবাসীরা আতঙ্কিত৷ এলাকার পরিস্থিতি থমথমে ৷ পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি টহল চলছে বলে জানা গিয়েছে ৷ পুলিশ পিকেটও বসানো হয়েছে৷ ইতিমধ্যে তিনজনকে পুলিশ গ্রেফতারও করেছে বলে জানা গিয়েছে ৷
পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গিয়েছে, জমি ও গাছ নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে । গুমলার সিসাই থানার পোত্রো সাকরাউলি গ্রামে একটি পরিবারের মধ্যে পারস্পরিক শত্রুতা চলছিল । শুক্রবার তাদের মধ্যে বিবাদ বাড়লে নানকেশ্বর সাহু, সতেন্দ্র সাহু ও শিব কুমার সাহুঅস্ত্র নিয়ে অপর পক্ষের উপর হামলা চালায় বলে অভিযোগ । এই হামলায় মুন্না সাহু, নাগেশ্বর সাহু ও পবন সাহুকে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে ৷ মুন্না সাহুর ছেলে বিকাশ সাহুর অবস্থাও আশঙ্কাজনক । তাঁকে রাঁচি রিমস-এ রেফার করা হয়েছে । নিহতরা একই পরিবারের সদস্য বলে অনুমান করা হচ্ছে ৷