ETV Bharat / state

সময় লাগবে 4 বছর, মঙ্গলে 'গঙ্গাসাগর সেতু'র নামকরণ মমতার - GANGASAGAR BRIDGE

সাগর ও কাকদ্বীপের মধ্যে প্রস্তাবিত সেতুর নাম গঙ্গাসাগর সেতু ৷ এই ব্রিজ হবে 5 কিলোমিটার লম্বা। ইতিমধ্যেই টেন্ডার হয়ে গিয়েছে বলে জানালেন মমতা ৷

GANGASAGAR BRIDGE
মঙ্গলে 'গঙ্গাসাগর সেতু'র নামকরণ মমতার (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 17, 2024, 10:43 PM IST

কলকাতা, 17 ডিসেম্বর: আগেই বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন কেন্দ্রীয় সাহায্য না-মেলায় তাঁর সরকার নিজেই গঙ্গাসাগর সেতু তৈরির উদ্যোগ নিচ্ছে। সেইমতো শীতকালীন অধিবেশনে পূর্তমন্ত্রী জানিয়েছিলেন, গঙ্গাসাগর সেতুর জন্য ইতিমধ্যেই টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। মঙ্গলবার গঙ্গাসাগর মেলা নিয়ে পর্যালোচনা বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও জানিয়ে দিলেন রাজ্য সরকার গঙ্গাসাগরের উপর সেতু তৈরি করছে।

মুড়িগঙ্গা নদীর উপর তৈরি হবে এই সেতু। যার নাম আনুষ্ঠানিকভাবে এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন 'গঙ্গাসাগর সেতু'। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "মুড়িগঙ্গার উপর সেতু তৈরি করছে রাজ্য সরকার। ইতিমধ্যেই তার জন্য টেন্ডার হয়ে গিয়েছে। 4 বছর সময় লাগবে এই ব্রিজ তৈরি করতে। এর জন্য রাজ্য সরকারের খরচ হবে 1500 কোটি টাকা। এক্ষেত্রে 4 লেনের একটি রাস্তা এপারে কাকদ্বীপ এবং ওপারে থাকা কচুবেড়িয়াকে সংযুক্ত করবে। সামগ্রিকভাবে এই ব্রিজ হবে 5 কিলোমিটার দীর্ঘ।

প্রসঙ্গত, গঙ্গাসাগরে ব্রিজ ওই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল। বিশেষ করে গঙ্গার মোহনায় অবস্থিত এই দ্বীপের মানুষকে যাতায়াতের জন্য জলপথের উপর ভরসা করতে হত দিনের পর দিন। জোয়ার-ভাটার কারণে তাঁদের কখনও কখনও আটকেও পড়তে হত। মূলত একথা ভেবেই গঙ্গাসাগরে কাছে ব্রিজ তৈরির জন্য কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্য সরকার দরবার করেছিল। কিন্তু কেন্দ্র শেষ পর্যন্ত এবিষয়ে আগ্রহ না-দেখানোয় মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন গঙ্গাসাগরে ব্রিজ তৈরি করবে রাজ্য সরকার।

2024 সালের বাজেট অধিবেশনে এই ব্রিজ তৈরির ঘোষণাও করা হয়েছিল। এবার এই সেতু তৈরির কাজ যে বাজেটে ঘোষণার মধ্যেই থেমে নেই তা স্পষ্ট হয়ে গেল এদিন মুখ্যমন্ত্রীর কথায় ৷ তিনি আজ স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন ইতিমধ্যেই এই ব্রিজের জন্য টেন্ডার হয়ে গিয়েছে। ব্রিজ নির্মাণের কাজ শেষ হতে 4 বছর সময় লাগবে।

সাগর-উদ্বেগ

তবে এদিন পর্যালোচনা বৈঠকে গঙ্গাসাগরের ভাঙন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। ভাঙনের কারণে এবার সাগর, কপিলমুনির আশ্রমের অনেক কাছে এগিয়ে এসেছে বলে জানিয়েছেন তিনি। রাজ্য সরকারের তরফ থেকে এই ভাঙন প্রতিরোধের যথাসাধ্য প্রয়াস চালানো হচ্ছে। প্রাকৃতিক বিপর্যয় বারেবার আঘাত হানছে বাংলায়। বড় ভাঙনের সম্মুখীন হতে হচ্ছে রাজ্যকে। রাজ্য সরকারের আধিকারিকদের এই ভাঙন রুখতে আরও বেশি করে ম্যানগ্রোভ ও ভাটিভার গ্রাস লাগানোর পরামর্শ দিয়েছেন মমতা।

কলকাতা, 17 ডিসেম্বর: আগেই বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন কেন্দ্রীয় সাহায্য না-মেলায় তাঁর সরকার নিজেই গঙ্গাসাগর সেতু তৈরির উদ্যোগ নিচ্ছে। সেইমতো শীতকালীন অধিবেশনে পূর্তমন্ত্রী জানিয়েছিলেন, গঙ্গাসাগর সেতুর জন্য ইতিমধ্যেই টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। মঙ্গলবার গঙ্গাসাগর মেলা নিয়ে পর্যালোচনা বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও জানিয়ে দিলেন রাজ্য সরকার গঙ্গাসাগরের উপর সেতু তৈরি করছে।

মুড়িগঙ্গা নদীর উপর তৈরি হবে এই সেতু। যার নাম আনুষ্ঠানিকভাবে এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন 'গঙ্গাসাগর সেতু'। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "মুড়িগঙ্গার উপর সেতু তৈরি করছে রাজ্য সরকার। ইতিমধ্যেই তার জন্য টেন্ডার হয়ে গিয়েছে। 4 বছর সময় লাগবে এই ব্রিজ তৈরি করতে। এর জন্য রাজ্য সরকারের খরচ হবে 1500 কোটি টাকা। এক্ষেত্রে 4 লেনের একটি রাস্তা এপারে কাকদ্বীপ এবং ওপারে থাকা কচুবেড়িয়াকে সংযুক্ত করবে। সামগ্রিকভাবে এই ব্রিজ হবে 5 কিলোমিটার দীর্ঘ।

প্রসঙ্গত, গঙ্গাসাগরে ব্রিজ ওই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল। বিশেষ করে গঙ্গার মোহনায় অবস্থিত এই দ্বীপের মানুষকে যাতায়াতের জন্য জলপথের উপর ভরসা করতে হত দিনের পর দিন। জোয়ার-ভাটার কারণে তাঁদের কখনও কখনও আটকেও পড়তে হত। মূলত একথা ভেবেই গঙ্গাসাগরে কাছে ব্রিজ তৈরির জন্য কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্য সরকার দরবার করেছিল। কিন্তু কেন্দ্র শেষ পর্যন্ত এবিষয়ে আগ্রহ না-দেখানোয় মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন গঙ্গাসাগরে ব্রিজ তৈরি করবে রাজ্য সরকার।

2024 সালের বাজেট অধিবেশনে এই ব্রিজ তৈরির ঘোষণাও করা হয়েছিল। এবার এই সেতু তৈরির কাজ যে বাজেটে ঘোষণার মধ্যেই থেমে নেই তা স্পষ্ট হয়ে গেল এদিন মুখ্যমন্ত্রীর কথায় ৷ তিনি আজ স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন ইতিমধ্যেই এই ব্রিজের জন্য টেন্ডার হয়ে গিয়েছে। ব্রিজ নির্মাণের কাজ শেষ হতে 4 বছর সময় লাগবে।

সাগর-উদ্বেগ

তবে এদিন পর্যালোচনা বৈঠকে গঙ্গাসাগরের ভাঙন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। ভাঙনের কারণে এবার সাগর, কপিলমুনির আশ্রমের অনেক কাছে এগিয়ে এসেছে বলে জানিয়েছেন তিনি। রাজ্য সরকারের তরফ থেকে এই ভাঙন প্রতিরোধের যথাসাধ্য প্রয়াস চালানো হচ্ছে। প্রাকৃতিক বিপর্যয় বারেবার আঘাত হানছে বাংলায়। বড় ভাঙনের সম্মুখীন হতে হচ্ছে রাজ্যকে। রাজ্য সরকারের আধিকারিকদের এই ভাঙন রুখতে আরও বেশি করে ম্যানগ্রোভ ও ভাটিভার গ্রাস লাগানোর পরামর্শ দিয়েছেন মমতা।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.