ETV Bharat / entertainment

'বহুরূপী'র জন্য পিছল 'আমার বস' ছবির মুক্তি! কী বললেন শিবপ্রসাদ? - AMAR BOSS RELEASE DATE

টেক্কা, শাস্ত্রীকে টক্কর দিয়ে বক্সঅফিস এখনও কাঁপাচ্ছে বহুরূপী ৷ ছবি মুক্তির 70 দিন পরও শো এখনও হাউজফুল ৷ যার জন্য পিছল শিবপ্রসাদের 'আমার বস' ৷

Bohurupi
'বহুরূপী'র জন্য পিছল 'আমার বস'-এর মুক্তি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Dec 17, 2024, 10:13 PM IST

কলকাতা, 17 ডিসেম্বর: 68তম দিনে 'বহুরূপী' পার করেছে 17.25 কোটির গণ্ডি ৷ সোমবার 70তম দিনেও হাউজফুল! আর তাই পিছিয়ে গেল 'আমার বস'-এর মুক্তি। কিন্তু কেন? সবটা খোলসা করে জানালেন প্রযোজক, পরিচালক তথা দুই ছবিরই চরিত্রাভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়।

শিবপ্রসাদ মুখোপাধ্যায় ইটিভি ভারতকে বলেন, "আজ 'বহুরূপী'র 70তম দিন। আজও হাউজফুল। বুক মাই শো লাল হয়ে রয়েছে। মানে টিকিট পাওয়া যাচ্ছে না এই ছবির জন্য আজও। এত ভালোবাসা, এত শুভেচ্ছা 'বহুরূপী'কে দেওয়ার জন্য আমি দর্শক, সিনেমা হলের মালিকদের ধন্যবাদ জানাই।"

তিনি আরও বলেন, "এই ক্রিসমাসে আমাদের অন্য একটি সিনেমা 'আমার বস' রিলিজ করার কথা ছিল। কিন্তু 'আমার বস' ছবির পরিবেশক রাজকুমার দামানি আমাকে বলেছেন, শিবু দা 'বহুরূপী' ডিসেম্বরের পুরো মাসটা ধরে চলুক। 'আমার বস' পিছিয়ে দিন। রাজকুমার দামানির কথাই সত্য হল ৷ সেটাই করতে হল। কেননা আজ 70তম দিনেও তাঁরা সিনেমা হলে যাচ্ছেন 'বহুরূপী'র টানে।" পুজোয় মুক্তিপ্রাপ্ত এই ছবিকে ঘিরে প্রথমদিন থেকেই ছিল দর্শকের উত্‍সাহ ৷

Bohurupi
বাঁ-দিক থেকে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও কৌশানি মুখোপাধ্যায় (ইটিভি ভারত)

উল্লেখ্য, ছবির অগ্রিম টিকিট বুকিংয়েই 50 লক্ষ টাকা আয় করেছিল প্রযোজনা সংস্থা উইন্ডোজ। এই ছবির গানের স্বত্ব বিক্রি হয়েছে 50 লক্ষ টাকায়। কিনেছে জঙ্গলি মিউজিক। আর প্রথমদিন থেকেই বক্স অফিসে ঝড় তুলেছিল শিবপ্রসাদ মুখোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী অভিনীত 'বহুরূপী'। ছবিতে 'ডাকাতিয়া বাঁশি' গানটি শুরুর দিন থেকেই হিট। দর্শক মজেছিলেন রিল বানানোর নেশায়। একইভাবে শিবপ্রসাদের সঙ্গে কৌশানির কেমিস্ট্রিও ভালোবেসেছে দর্শক। আবির, ঋতাভরীর জুটি 'ফাটাফাটি' থেকেই হিট। এবার অপেক্ষা 'আমার বস'-এর। শীঘ্রই জানা যাবে ছবির মুক্তির দিনক্ষণ।

কলকাতা, 17 ডিসেম্বর: 68তম দিনে 'বহুরূপী' পার করেছে 17.25 কোটির গণ্ডি ৷ সোমবার 70তম দিনেও হাউজফুল! আর তাই পিছিয়ে গেল 'আমার বস'-এর মুক্তি। কিন্তু কেন? সবটা খোলসা করে জানালেন প্রযোজক, পরিচালক তথা দুই ছবিরই চরিত্রাভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়।

শিবপ্রসাদ মুখোপাধ্যায় ইটিভি ভারতকে বলেন, "আজ 'বহুরূপী'র 70তম দিন। আজও হাউজফুল। বুক মাই শো লাল হয়ে রয়েছে। মানে টিকিট পাওয়া যাচ্ছে না এই ছবির জন্য আজও। এত ভালোবাসা, এত শুভেচ্ছা 'বহুরূপী'কে দেওয়ার জন্য আমি দর্শক, সিনেমা হলের মালিকদের ধন্যবাদ জানাই।"

তিনি আরও বলেন, "এই ক্রিসমাসে আমাদের অন্য একটি সিনেমা 'আমার বস' রিলিজ করার কথা ছিল। কিন্তু 'আমার বস' ছবির পরিবেশক রাজকুমার দামানি আমাকে বলেছেন, শিবু দা 'বহুরূপী' ডিসেম্বরের পুরো মাসটা ধরে চলুক। 'আমার বস' পিছিয়ে দিন। রাজকুমার দামানির কথাই সত্য হল ৷ সেটাই করতে হল। কেননা আজ 70তম দিনেও তাঁরা সিনেমা হলে যাচ্ছেন 'বহুরূপী'র টানে।" পুজোয় মুক্তিপ্রাপ্ত এই ছবিকে ঘিরে প্রথমদিন থেকেই ছিল দর্শকের উত্‍সাহ ৷

Bohurupi
বাঁ-দিক থেকে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও কৌশানি মুখোপাধ্যায় (ইটিভি ভারত)

উল্লেখ্য, ছবির অগ্রিম টিকিট বুকিংয়েই 50 লক্ষ টাকা আয় করেছিল প্রযোজনা সংস্থা উইন্ডোজ। এই ছবির গানের স্বত্ব বিক্রি হয়েছে 50 লক্ষ টাকায়। কিনেছে জঙ্গলি মিউজিক। আর প্রথমদিন থেকেই বক্স অফিসে ঝড় তুলেছিল শিবপ্রসাদ মুখোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী অভিনীত 'বহুরূপী'। ছবিতে 'ডাকাতিয়া বাঁশি' গানটি শুরুর দিন থেকেই হিট। দর্শক মজেছিলেন রিল বানানোর নেশায়। একইভাবে শিবপ্রসাদের সঙ্গে কৌশানির কেমিস্ট্রিও ভালোবেসেছে দর্শক। আবির, ঋতাভরীর জুটি 'ফাটাফাটি' থেকেই হিট। এবার অপেক্ষা 'আমার বস'-এর। শীঘ্রই জানা যাবে ছবির মুক্তির দিনক্ষণ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.