জম্মু ও কাশ্মীর, 21 মার্চ: প্রায় দু'মাস ধরে চলবে লোকসভা নির্বাচনের প্রক্রিয়া ৷ তার জন্যই কমিয়ে দেওয়া হল অমরনাথ যাত্রার দিন ৷ 2 মাস ধরে চলা অমরনাথ যাত্রা। এবার চলবে মাত্র 45 দিন । বৃহস্পতিবার রাজভবনে লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । 15 এপ্রিল থেকে অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন শুরু হবে । কীভাবে এবং কত দলে যাত্রী পাঠানো হবে তারও একটি পরিকল্পনা ইতিমধ্য়েই তৈরি করা হয়েছে । এবার অমরনাথ যাত্রা 29 জুন থেকে শুরু হয়ে চলবে 19 অগস্ট পর্যন্ত ।
বৈঠক শেষে এক আধিকারিক জানিয়েছেন, 3,880 মিটার উঁচু অমরনাথ মন্দিরের বার্ষিক তীর্থযাত্রার বিষয়ে সিদ্ধান্ত নিতেই এই বৈঠক অনুষ্ঠিত হয়েছিল । রেজিস্ট্রেশনের প্রস্তুতি নেওয়া হয়েছে । যাত্রার জন্য জম্মু ও কাশ্মীরের অনুমোদিত হাসপাতাল থেকে যাত্রীদের স্বাস্থ্য শংসাপত্রও দেওয়া হবে । 52 দিনের এই যাত্রা 19 অগস্ট রাখিবন্ধনের দিন শেষ হবে ৷ লোকসভা নির্বাচন শেষের পর প্রশাসন অমরনাথ যাত্রার প্রস্তুতি নিয়ে ব্যস্ত থাকবে ৷