পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করলেও প্রচার চালিয়ে যাচ্ছে কংগ্রেস, দাবি সোনিয়ার - Lok Sabha Elections - LOK SABHA ELECTIONS

PM To Cripple Cong Financially: দলের অ্য়াকাউন্ট থেকে টাকা কেড়ে নিয়ে কংগ্রেসকে আর্থিকভাবে পঙ্গু করার চেষ্টা করছে কেন্দ্র ৷ বৃহস্পতিবার কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ ইস্যুতে এভাবেই তোপ দাগলেন সোনিয়া গান্ধি ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Mar 21, 2024, 3:47 PM IST

Updated : Mar 21, 2024, 3:54 PM IST

নয়াদিল্লি, 21 মার্চ: 'কংগ্রেসকে আর্থিকভাবে পঙ্গু করার চেষ্টা করছে কেন্দ্র ৷ এমনই বিস্ফোরক অভিযোগ করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধি ৷ একই সঙ্গে, দলের ব্য়াঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার প্রসঙ্গে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে সোনিয়ার অভিযোগ, কংগ্রেসকে ধ্বংস করতে এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা পদ্ধতিগত প্রচেষ্টার অংশ ৷

প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে অন্য একটি প্রসঙ্গেও তীব্র আক্রমণ করেন ৷ পাশাপাশি তিনি অভিযোগ করেছেন, 2024 সালের লোকসভা নির্বাচনের আগে দেশের সবচেয়ে পুরনো দলকে আর্থিকভাবে পঙ্গু করার জন্য নিয়মতান্ত্রিক প্রচেষ্টা করছেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, "অ্যাকাউন্টগুলি বন্ধ করার বিষয়টি অত্যন্ত গুরুতর ৷ সমস্যাটি কেবল কংগ্রেসের জন্য নয়, সমগ্র গণতন্ত্রকে এটি প্রভাবিত করছে। দলের অ্যাকাউন্ট থেকে জোর করে টাকা কেড়ে নেওয়া হচ্ছে ৷"

প্রতিপক্ষকে আঘাত করতে গিয়ে এর সঙ্গেই সোনিয়া মন্তব্য করেন যে, "এইসব চ্যালেঞ্জগুলির মধ্যেও আমরা আমাদের প্রচার, কার্যক্রম বজায় রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করছি।" একদিকে, নির্বাচনী বন্ডের ইস্যু রয়অন্যদিকে, প্রধান বিরোধী দলের আর্থিক ক্ষতি- সবমিলিয়ে ভোটের মুখে যে কংগ্রেস যথেষ্ট বিড়ম্বনার মধ্য়ে রয়েছে তা এদিন সোনিয়ার বক্তব্য থেকে স্পষ্ট হয়ে গিয়েছে ৷

এছাড়াও, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি, দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজের বিষয়ে বলেন, "আমাদের সমস্ত অ্যাকাউন্ট ফ্রিজ করার জেরে আমরা কোনও প্রচারের কাজ করতে পারছি না।" তিনি মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে দোষারোপ করে বলেন, "নির্বাচন লড়াই করার ক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ এটি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কংগ্রেসের বিরুদ্ধে একটি অপরাধমূলক পদক্ষেপ। এটা কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ নয়; এটা ভারতীয় গণতন্ত্রকে বকলমে ফ্রিজ করা ৷"

রাহুল-সোনিয়ার প্রতিধ্বনি শোনা গিয়েছে দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গের গলাতেও ৷ তিনি বলেন, "সুষ্ঠু নির্বাচন করা অপরিহার্য ৷ এর জন্য একটি সমান লড়াইয়ের ময়দান বা ক্ষেত্র থাকা উচিত ৷ ক্ষমতায় থাকা ব্যক্তিদের সম্পদের উপর একচেটিয়া অধিকার থাকা উচিত নয়।" তিনি আরও বলেন, "কেন্দ্রের ক্ষমতায় থাকা দলটি নির্বাচনী বন্ডের মাধ্যমে তহবিল সংগ্রহ করেছে এবং আমাদের অ্যাকাউন্টগুলিকে বাজেয়াপ্ত করে নির্বাচনে লড়াইয়ে আমাদের জন্য প্রতিবন্ধকতা তৈরি করেছে ৷"

আরও পড়ুন

হোয়াটসঅ্যাপে 'বিকশিত ভারত' মেসেজ অবিলম্বে বন্ধ করুন, কেন্দ্রকে নির্দেশ কমিশনের - Lok Sabha Elections

ভোটের মুখে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে কংগ্রেসকে ‘ভাতে মারার চেষ্টা’, মোদি-শাহের বিরুদ্ধে তোপ রাহুলের - Lok Sabha Elections

Last Updated : Mar 21, 2024, 3:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details