নয়াদিল্লি, 21 মার্চ: 'কংগ্রেসকে আর্থিকভাবে পঙ্গু করার চেষ্টা করছে কেন্দ্র ৷ এমনই বিস্ফোরক অভিযোগ করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধি ৷ একই সঙ্গে, দলের ব্য়াঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার প্রসঙ্গে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে সোনিয়ার অভিযোগ, কংগ্রেসকে ধ্বংস করতে এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা পদ্ধতিগত প্রচেষ্টার অংশ ৷
প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে অন্য একটি প্রসঙ্গেও তীব্র আক্রমণ করেন ৷ পাশাপাশি তিনি অভিযোগ করেছেন, 2024 সালের লোকসভা নির্বাচনের আগে দেশের সবচেয়ে পুরনো দলকে আর্থিকভাবে পঙ্গু করার জন্য নিয়মতান্ত্রিক প্রচেষ্টা করছেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, "অ্যাকাউন্টগুলি বন্ধ করার বিষয়টি অত্যন্ত গুরুতর ৷ সমস্যাটি কেবল কংগ্রেসের জন্য নয়, সমগ্র গণতন্ত্রকে এটি প্রভাবিত করছে। দলের অ্যাকাউন্ট থেকে জোর করে টাকা কেড়ে নেওয়া হচ্ছে ৷"
প্রতিপক্ষকে আঘাত করতে গিয়ে এর সঙ্গেই সোনিয়া মন্তব্য করেন যে, "এইসব চ্যালেঞ্জগুলির মধ্যেও আমরা আমাদের প্রচার, কার্যক্রম বজায় রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করছি।" একদিকে, নির্বাচনী বন্ডের ইস্যু রয়অন্যদিকে, প্রধান বিরোধী দলের আর্থিক ক্ষতি- সবমিলিয়ে ভোটের মুখে যে কংগ্রেস যথেষ্ট বিড়ম্বনার মধ্য়ে রয়েছে তা এদিন সোনিয়ার বক্তব্য থেকে স্পষ্ট হয়ে গিয়েছে ৷
এছাড়াও, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি, দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজের বিষয়ে বলেন, "আমাদের সমস্ত অ্যাকাউন্ট ফ্রিজ করার জেরে আমরা কোনও প্রচারের কাজ করতে পারছি না।" তিনি মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে দোষারোপ করে বলেন, "নির্বাচন লড়াই করার ক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ এটি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কংগ্রেসের বিরুদ্ধে একটি অপরাধমূলক পদক্ষেপ। এটা কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ নয়; এটা ভারতীয় গণতন্ত্রকে বকলমে ফ্রিজ করা ৷"