পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আরজি করে চিকিৎসক হত্যায় স্বতঃপ্রণোদিত মামলা সুপ্রিম কোর্টের, মঙ্গলে শুনানি - RG Kar Doctor Rape and Murder Case - RG KAR DOCTOR RAPE AND MURDER CASE

Supreme Court on RG Kar Doctor Murder: 'উই ওয়ান্ট জাস্টিস' আন্দোলন চলছে রাজ্য তথা দেশজুড়ে ৷ এবার মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনায় সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করল ৷ 20 অগস্ট প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে গঠিত বেঞ্চে মামলার শুনানি হবে ৷

Supreme Court
আরজি করের ঘটনায় সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ (ইটিভি ভারত)

By PTI

Published : Aug 18, 2024, 5:18 PM IST

Updated : Aug 18, 2024, 5:50 PM IST

নয়াদিল্লি, 18 অগস্ট: আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় এবার হস্তক্ষেপ করল স্বয়ং সুপ্রিম কোর্ট ৷ রবিবার দেশের শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে, সুপ্রিম কোর্ট এই বর্বরোচিত ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করল ৷ মামলার প্রথম শুনানি হবে 20 অগস্ট ৷ এই ঘটনায় রাজ্যে উত্তাল পরিস্থিতি ৷ দেশের বিভিন্ন প্রান্তে চিকিৎসকরা আন্দোলনে সামিল হয়েছেন ৷

শীর্ষ আদালতের ওয়েবসাইটে জানানো হয়েছে, দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে গঠিত বেঞ্চ মঙ্গলবার এই মামলার শুনানি করবে ৷ এই মামলার নাম দেওয়া হয়েছে 'কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা এবং সেই সম্পর্কিত বিষয়' (In Re: Alleged rape and murder incident of a trainee doctor in RG Kar Medical College and Hospital, Kolkata and related issue) ৷

গত 9 অগস্ট আরজি কর হাসপাতালের চারতলায় সেমিনার হলে অর্ধনগ্ন অবস্থায় মহিলা চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয় ৷ তাঁকে ধর্ষণের পর খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ প্রথমে কলকাতা পুলিশ এই মামলার তদন্ত করছিল ৷ 13 অগস্ট কলকাতা হাইকোর্টের নির্দেশে এর তদন্তভার গ্রহণ করে সিবিআই ৷ ঘটনার 24 ঘণ্টার মধ্যে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল পুলিশ ৷ এই নৃশংস মৃত্যুর ঘটনায় একজন যুক্ত নাকি একাধিক, তা নিয়ে সংশয় রয়েছে ৷

সুপ্রিম কোর্টে আরজি কর ঘটনার শুনানি (ইটিভি ভারত)

এই ঘটনায় হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের দিকেই অভিযোগের আঙুল তুলেছে রাজ্যের বিরোধী দলগুলি ৷ সব মিলিয়ে চাপের মুখে পড়েছে তৃতীয় তৃণমূল সরকার ৷ 14 অগস্ট মাঝরাতে 'মেয়েরা রাত দখল করো' কর্মসূচি হয়েছে ৷ এদিনই রাতে আরজি কর হাসপাতালে ভাঙচুর করে দুষ্কৃতীরা ৷ এই পরিস্থিতিতে অশান্তির আশঙ্কা করে কলকাতা ডার্ব বাতিল করে প্রশাসন ৷

শুক্রবার দুপুরে মাঝ রাস্তা থেকে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যান সিবিআই-এর তদন্তকারী আধিকারিকরা ৷ সেদিন তিনি গভীর রাতে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে আসেন ৷ শনিবারও তাঁকে দীর্ঘ জেরা করে সিবিআই ৷ এরপর রবিবারও তিনি সিজিও কমপ্লেক্সে পৌঁছেছেন ৷ সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

Last Updated : Aug 18, 2024, 5:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details