নয়াদিল্লি, 1 অক্টোবর: ভারত-চিন আন্তর্জাতিক সীমান্তের পরিস্থিতি স্থিতিশীল হলেও স্বাভাবিক হয়নি ৷ মঙ্গলবার এমনই জানালেন দেশের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ৷ ল্যান্ড ওয়ারফেয়ার স্টাডিজ আয়োজিত চাণক্য ডিফেন্স ডায়লগ শীর্ষক অনুষ্ঠানে তিনি ভারত ও চিনের সীমান্তবর্তী এলাকার পরিস্থিতি তুলে ধরেন ৷
সেনাপ্রধান বলেন, "চিনের সঙ্গে পরিস্থিতি স্থিতিশীল ৷ কিন্তু স্বাভাবিক নয় এবং স্পর্শকাতর ৷" তিনি জানান, চিনের সঙ্গে প্রতিযোগিতায় নামতে হবে। সহযোগিতা করতে হবে, সহাবস্থান করতে হবে, চিনের সম্মুখীনও হতে হবে ৷ তাহলে সবমিলিয়ে এখন কী অবস্থা ? সেনাপ্রধানের জবাব, " পরিস্থিতি স্থিতিশীল, কিন্তু স্বাভাবিক নয়, সংবেদনশীল ৷ আমরা চাই, 2020 সালের এপ্রিলের আগে পরিস্থিতি যেমনটা ছিল, তেমনটা ফিরে আসুক ৷ আমরা যতদূর বুঝতে পারছি, পরিস্থিতি এরকম স্পর্শকাতর থাকবে ৷ আমরা যে কোনও অবস্থার মুখোমুখি হতে প্রস্তুত ৷"