পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বিএসএফের অতিরিক্ত দায়িত্বে এলেন এসএসবি'র ডিজি দলজিৎ সিং চৌধুরী - SSB DG additional charge of BSF - SSB DG ADDITIONAL CHARGE OF BSF

SSB DG hold additional charge of BSF: বিএসএফ চিফ ও তাঁর ডেপুটিকে সরিয়ে দিয়েছে কেন্দ্র ৷ ডিজিকে সরিয়ে কড়া বার্তা দিয়েছে কেন্দ্রীয় সরকার এমনটাই মনে করছে ওয়াকিবহল মহল। এরপরই সশস্ত্র সীমা বলের ডিজিকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে বিএসএফের ৷

SSB DG hold additional charge of BSF
নয়া দায়িত্বে এসএসবি-র ডিজি দলজিৎ সিং চৌধুরী (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Aug 3, 2024, 6:12 PM IST

নয়াদিল্লি, 3 অগস্ট:বিএসএফের ডিজি পদ থেকে অপসারণ করা হয়েছে নীতিন আগরওয়ালকে ৷ আপাতত তাঁর দায়িত্ব সামলাবেন এসএসবির ডিজি দলজিৎ সিং চৌধুরী ৷ সশস্ত্র সীমা বলের পাশাপাশি সীমান্ত নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে ৷ শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে ৷

কেরল ক্যাডারের 1989 ব্যাচের আইপিএস অফিসার নীতিন আগরওয়ালকে শুক্রবার প্রধানমন্ত্রীর নেতৃত্ব মন্ত্রিপরিষদের নিয়োগ কমিটির (এসিসি) নির্দেশে বিএসএফের ডিজি পদ থেকে অপসারণ করা হয়েছিল। এরপর শনিবার জারি করা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের একটি নির্দেশিকায় জানানো হয়েছে, স্থায়ী দায়িত্বপ্রাপ্ত কারও নিয়োগ না হওয়া পর্যন্ত বা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বিএসএফ ডিজি পদের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন উত্তরপ্রদেশ ক্যাডারের 1990-ব্যাচের আইপিএস অফিসার দলজিৎ সিং চৌধুরী।

দলজিৎ সিং চৌধুরী সশস্ত্র সীমা বল (এসএসবি)-এর ডিজি পদে রয়েছেন ৷ এই বাহিনী মূলত নেপাল এবং ভুটানের সঙ্গে ভারত সীমান্তে মোতায়েন থাকে। শুক্রবার নীতিন আগরওয়ালের পাশাপাশি ওডিশার মূল ক্যাডারে ডেপুটি ও স্পেশাল ডিজি (পশ্চিম) যোগেশ বাহাদুর খুরানিয়াকে একইভাবে 'অবিলম্বে অপসারণ'-এর নির্দেশ দিয়েছিল কেন্দ্র।

দুই শীর্ষ বিএসএফ অফিসারকে অপসারণ করার সরকারের সিদ্ধান্তের নেপথ্যে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত বরাবর জম্মু অঞ্চলের ঘটনাও দায়ী হতে পারে বলেই মনে করছে ওয়াকিবহল মহল ৷ যেখানে কয়েক মাসের ব্যবধানে সেনা, নিরাপত্তা কর্মীর সঙ্গেই অসামরিক সাধারণ মানুষের হত্যার মতো সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। বিএসএফ মূলত ভারতের পশ্চিম দিকে ভারত-পাকিস্তান সীমান্ত এবং পূর্ব দিকে বাংলাদেশের সীমান্ত পাহারা দেওয়ার জন্য মোতায়েন থাকে। সেখানেই বারবার একাধিক সন্ত্রাসী হামলার জেরেই ডিজিকে সরিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে বলে মনে করছে ওয়াকিবহল মহল ৷ (পিটিআই)

ABOUT THE AUTHOR

...view details