চেন্নাই (তামিলনাড়ু), 12 অক্টোবর: দুর্ঘটনার কবলে মাইসোর-দ্বারভাঙাগামী বাগমতী এক্সপ্রেস ৷ এবার দুর্ঘটনাগ্রস্ত সেই ট্রেনের যাত্রীদের গন্তব্য পৌঁছে দেওয়ার জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করল রেল কর্তৃপক্ষ ৷ শনিবার ভোরে চেন্নাই সেন্ট্রাল স্টেশন থেকে ছাড়ে এই ট্রেন ৷ পাশাপাশি দুর্ঘটনার নেপথ্যে কোনও ষড়যন্ত্র আছে কিনা তা জানতে তদন্ত শুরু করেছে এনআইএ।
রেলের তরফে বিশেষ ট্রেন
দক্ষিণ রেলের এক আধিকারিক জানান, এদিন ভোর 4টে 45 মিনিটে ছাড়ে বিশেষ এই ট্রেন ৷ যাত্রীদের প্রয়োজনে খাবার ও জলের সুব্যবস্থাও করা হয়েছে বলে জানান তিনি ৷ রেলের ওই আধিকারিক আরও জানান, দুর্ঘটনাগ্রস্ত যাত্রীদের জন্য একটি হেল্প ডেস্ক খোলা হয়েছে চেন্নাই সেন্ট্রাল রেল স্টেশনে ৷
দুর্ঘটনাগ্রস্ত বাগমতী এক্সপ্রেস
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ চেন্নাইয়ের কাভারাইপেট্টাই রেল স্টেশনের কাছে 12578 মাইসোর-দ্বারভাঙা বাগমতী এক্সপ্রেসটি দাঁড়িয়ে থাকা একটি মালগাড়িকে ধাক্কা মারে ৷ লাইনচ্যুত হয়ে যায় এক্সপ্রেসের 12টি কোচ ৷ দুর্ঘটনার কারণে এসি কোচে আগুনও লেগে যায় ৷
খবর পেয়ে রেলওয়ে বিভাগের কর্মকর্তা ও দমকল বিভাগের কর্মীরা দুর্ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন ৷ আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন। এই ট্রেনের বেশিরভাগ যাত্রীই উত্তর ভারতের ৷ দুর্ঘটনায় অন্তত 19 জন আহত হন বলে খবর ৷
হাসপাতালে তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিন
শুক্রবার রাতে দুর্ঘটনায় আহতদের চেন্নাইয়ের স্ট্যানলি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ৷ সেখানে আহতদের সঙ্গে দেখা করতে যান তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিন ৷ আহতদের দ্রুত আরোগ্য কামনা করে পাশে থাকার বার্তা দেন তিনি ৷ সেই সঙ্গে তিনি জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে জোড় কদমে চলছে উদ্ধারকাজ ৷